Yamaha Banner
Search

Suzuki GSX-R 150 এর সুবিধা এবং অসুবিধা

English Version
2022-04-10

Suzuki GSX-R 150 এর সুবিধা এবং অসুবিধা

suzuki-gsx-r-150-pros-and-cons.jpg
Suzuki GSX-R 150 বাংলাদেশের অন্যতম প্রিয় মোটরসাইকেলগুলোর মধ্যে একটি।স্পিড, ডিজাইন এবং লুক এই বাইকটিকে আমাদের দেশের রাস্তায় অন্য যেকোনো স্পোর্টস বাইকের তুলনায় অনেক বেশি চাহিদা সম্পন্ন করে তুলেছে।GSX-R 150 এর অনেক ব্যবহারকারী রয়েছে এবং তারা বাইকটি বেশ পছন্দ করছেন, তবে কিছু ব্যবহারকারী বলেছেন যে এই বাইকের কিছু অসুবিধাও রয়েছে।আসুন সুজুকি GSX-R 150 এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করি।


Suzuki GSX-R 150 সুবিধাঃ


১. আকর্ষনীয় স্পোর্টস ডিজাইন এবিং লুকঃ


Suzuki GSX-R 150 একেবারে রেসিং ট্র্যাকে চলা GSX-R ১০০০ সিসি বাইকের ডীএনএ নিয়ে তৈরি করা হয়েছ।এই বাইকগুলো থেকে অনুপ্রাণিত ডিজাইন এবিং লুক থাকার কারনে বাইকটি বাজারে থাকা যেকোন বাইকের থেকে বেশ আকর্ষনীয় এবং স্পোর্টি।


২. পারফেক্ট মাইলেজ এবং স্পীড কম্বিনেশনঃ


Suzuki GSX-R 150 থেকে কমপক্ষে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতি পাওয়া যায় এর কারন বাইকের পারফেক্ট থ্রটল রেসপন্স। 0-100kmph স্পীডে বাইকটি পৌছাতে সময় লাগে মাত্র 10.5 সেকেন্ড। অন্যদিকে, এতো বড়সড় সেটআপ থাকা সত্তেও, GSX-R 150 কমপক্ষে ৪০ কিলোমিটার প্রতি লিটারমাইলেজ দেয়।


৩. ফিচার প্যাকড ডিজিটাল কনসোল:


GSX-R 150 এর জন্য নেগেটিভ ব্যাক-লাইট অল-ডিজিটাল কনসোল ব্যবহার করছে সুজুকি। ইউনিটটি দুর্দান্ত দেখতে এবং পুরোপুরি রেস-স্পেক সহ। প্রশস্ত ডিসপ্লেতে থাকে গিয়ার ইন্ডিকেটর, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটরসহ আরো অনেককিছুই থাকছে।


৪. ডুয়াল-চ্যানেল ABS:


ABS ব্রেকিংএখন ব্যবহারকারীদের চাহিদা হয়ে উঠেছে এবং GSX-R 150 বাইকে ডুয়াল চ্যানেল ABS পাওয়া যায়। সিস্টেমটি রাইডারকে ভেজা রাস্তায় নিরাপদ থাকতে সাহায্য করে এবং প্রতিটি রাস্তাতেই নিখুঁত ব্রেকিং অভিজ্ঞতা দিয়ে থাকে।


Suzuki GSX-R 150 অসুবিধাঃ


লো পাওয়ার LED হেডলাইটঃ


Suzuki GSX-R 150 বাইকে রয়েছে LED হেডলাইট যা আগের থেকে বেশি আকর্ষনীয় এবং স্মার্ট। কিন্তু নেতিবাচক দিক থেকে, এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় LED হেডলাইটের আলো অনেক কম।


কোন গ্রেবরেইল নেই এবং পিলিয়নের জন্য নয়ঃ


Suzuki GSX-R 150 এর ডিজাইনটি অনেক বেশি এগ্রেসিভ স্পোর্টস, যা রাইডিং পজিশনকেও অনেক স্পোর্টি এবং এগ্রেসিভ করে তোলে। বাইকটি ট্র্যাকের জন্য ভাল তবে শহর ভ্রমণ বা রেগুলার যাতায়াতের সময় আপনি আপনার পিঠে এবং কব্জিতে ব্যথার সম্মুখীন হবেন। অন্যদিকে, এই বাইকটিতে কোন গ্রেবরেইল নেই এর এবং বাইকের ডজাইনগত কারনের পিলিয়ন সীট বেশ চিকন এবং ছোট।


Suzuki GSX-R 150 সম্পর্কে বিস্তারিত নিউজ, রিভিউ, ফিচারস এবং যাবতী তথ্য জানতে ক্লিক করুন এই লিংকে।


 



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki GSX R Dual ABS

Suzuki GSXR 150 ব্যবহার অভিজ্ঞতা - তরিকুল ইসলাম জুয়েল
2024-01-01

আমার কাছে বাইক খুব ভালো লাগে কারন এটা নিয়ে আমি আমার নিজের মত করে রাইড করতে পারি। বাংলাদেশের বাজারে অনেক বাইক রয়ে...

Bangla English
Suzuki GSX-R 150 ABS ব্যবহারের অভিজ্ঞতা মো. রিফাত ইসলাম
2022-11-23

বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত গতির বাইক এর কাতারে সুজুকি জিএসএক্স-আর ১৫০ সব সময় সামনে এগিয়ে থাকবে । আর আমার এই বা...

Bangla English
সুজুকি জিএসএক্স আর ডুয়াল এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ৪০০০কিমি পরশ
2022-05-17

আমি অনেক দিন যাবত বাইক রাইড করি এবং আমার কাছে বাইক রাইড করে অনেক বেশি ভালো লাগে।সেজন্য আমি বাইককে আমার চলার বাহন হ...

Bangla English
Suzuki GSX-R 150 এর সুবিধা এবং অসুবিধা
2022-04-10

Suzuki GSX-R 150 বাংলাদেশের অন্যতম প্রিয় মোটরসাইকেলগুলোর মধ্যে একটি।স্পিড, ডিজাইন এবং লুক এই বাইকটিকে আমাদের দেশের রাস্...

Bangla English
সুজুকি জিএসএক্স-আর ১৫০ ডুয়াল এবিএস ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সাব্বির হোসেন বিশাল
2021-05-23

খুব ছোটবেলা থেকেই বাইকের প্রতি আমার ভালোবাসা ও আবেগ । আমি যখন দেখি আমার আশেপাশের বড় ভাইয়েরা বাইক ব্যবহার করত তখন...

Bangla English
সুজুকি জিএসএক্স-আর ১৫০ ডুয়াল চ্যানেল এবিএস ফিচার রিভিউ
2021-03-02

যে ব্যাক্তি রেসট্র্যাক সম্পর্কে জানে, তার জিএসএক্স-আর সিরিজ সম্পর্কে জানা থাকারই কথা। বাইকটি হচ্ছে সুজুকির স্প...

Bangla English
Filter