Yamaha Banner
Search

বর্ষার উদাস হাওয়ায় ইয়ামাহা নিয়ে এলো Rev in the Rain অফার

2025-06-17

বর্ষার উদাস হাওয়ায় ইয়ামাহা নিয়ে এলো Rev in the Rain অফার

rsz5063579157436528882394061379234336956365882n-1750155889.webp

প্রতিবারের মত বাইক প্রেমীদের বাইকের প্রতি ভালবাসাকে সম্মান জানিয়ে চলতি জুন মাস এবং বর্ষার এই উদাস হাওয়ায় বাইক প্রেমীদের মন রাঙ্গিয়ে দিয়ে ইয়ামাহা নিয়ে এসেছে Rev in the Rain অফার একইসাথে প্রায় প্রতিটা মডেলেরই দাম পুনঃনির্ধারন করা হয়েছে।



ইয়ামাহার নিম্নের তালিকা থেকে দেখে নিন আপনার পছগন্দের ইয়ামাহা মডেলে কত টাকা ছাড় দেওয়া হয়েছেঃ

• FZ-S FI V2 DD- মডেলে থাকছে ২,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ২,৩৭,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ২,৩৯,০০০ টাকা

• FZ-S FI V3- মডেলে পাবেন ৩,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ২,৭৬,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ২,৭৯,০০০ টাকা

• FZ-S FI V4 ABS-এ ২,৫০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ২,৯৭,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ২,৯৯,৫০০ টাকা

• FZ-X-এ থাকছে ২,৫০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৩০৫,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ৩০৭,৫০০ টাকা

• FZ-X (ম্যাট টাইটান)-এ পাবেন ২,৫০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৩০৬,৫০০ টাকা, পূর্ববর্তী মূল্য ৩০৯,০০০ টাকা

• Fazer-এ পাচ্ছেন ১৫,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৩১৫,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ৩৩০,০০০ টাকা

• R15 V4 (ব্লু) পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৬০৫,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ৬১০,০০০ টাকা!

• R15 V4 (কালো এবং লাল) পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৬০০,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ৬০৫,০০০ টাকা

• R15 M (TFT মিটার ছাড়া) এ পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৬২০,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ৬২৫,০০০ টাকা

• MT15 V2 বাইকে থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ৫৩০,০০০ টাকা, পূর্বের মূল্য ৫৩৫,০০০ টাকা

• Saluto (Armada Blue & Green) এ ১,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ১৫৭,০০০ টাকা, পূর্বের মূল্য ১৫৮,০০০ টাকা

• Saluto (Pastel Grey, Purplish Blue & Sparkle Green) মডেলগুলিতে পাবেন ১,০০০ টাকা ক্যাশব্যাক!
অফার মূল্য ১৬৪,০০০ টাকা, পূর্ববর্তী মূল্য ১৬৫,০০০ টাকা

• R15 V3 এর বর্তমান মূল্য ৫২৫,০০০ টাকা
• R15 V4 (সাদা) এর বর্তমান মূল্য ৬৬০,০০০ টাকা
• R15 M (TFT মিটার) এর বর্তমান মূল্য ৬৭৮,০০০ টাকা
• MT-15 V1 এর বর্তমান মূল্য ৪৬০,০০০ টাকা
• RayZR SR125 এর বর্তমান মূল্য ২৭০,০০০ টাকা
• RayZR 113CC এর বর্তমান মূল্য ২২৫,০০০ টাকা
• AEROX এর বর্তমান মূল্য ৫৩০,০০০ টাকা





Yamaha FZ25 এর জন্য বিশেষ অফার

ওয়েলকাম অফার: ৫,০০০ টাকা, ক্যাশব্যাক অফার মূল্য: ৪৩০,০০০ টাকা

কামব্যাক অফার: ১৪,০০০ টাকা, ক্যাশব্যাক অফার মূল্য: ৪২১,০০০ টাকা

যেকোন ১৬৫ সিসি+ বাইকের সাথে Yamaha FZ25 এক্সচেঞ্জ করলে ১৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

• Yamaha Loyalty অফার: ১১,০০০ টাকা, ক্যাশব্যাক অফারের মূল্য: ৪,২৪,০০০ টাকা
অফিসিয়ালি রেজিষ্টার্ড Yamaha বাইক থেকে Yamaha FZ25 এ আপগ্রেড করলে ১১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। (পূর্ববর্তী বাইকটি অবশ্যই আপনার নামে রেজিষ্টার্ড হতে হবে।)

Bike News

Yamaha Bike Price in Bangladesh July 2025
2025-07-12

Yamaha is a very well-known bike brand among bike lovers worldwide, which has been achieved mainly due to Yamaha's excellent q...

English Bangla
Yamaha brings The Rev HEAT IS ON throughout the month of July
2025-07-07

Yamaha is one of the top brands in the premium motorcycle brand segment in Bangladesh, and as part of its efforts to maintain ...

English Bangla
Mango Fest Season-2: A Grand Gathering of Bikers in Rajshahi
2025-07-07

July 4, 2025 — Under the supervision of CRBZ and organized by RFB(Rajshahi Freedom Bikers) Rajshahi, the much-anticipated Ma...

English Bangla
Important Update for CFMOTO 300SR Users
2025-06-29

Recently, some CFMOTO 300SR users were facing an oil cut problem. As soon as the issue was brought to the attention of the CFMOT...

English Bangla
Lifan Bike Price in Bangladesh June 2025
2025-06-25

Lifan is one of those motorcycle brands in Bangladesh that provides quality motorcycles to bike lovers at a low price. Lifan i...

English Bangla
Filter