Yamaha Banner
Search

Yamaha Bikes Loan / EMI Facility

2021-12-01 Views: 120981

ইয়ামাহা বাইকে কিস্তি সুবিধা

ইয়ামাহা বাইকের চাহিদা আমাদের বাংলাদেশের বাজারে সব সময় থাকে। অনেক গ্রাহক আছেন যারা পছন্দের বাইক বাজেটের অভাবে কিনতে পারেন না কিন্তু এখন আপনারা ইয়ামাহা বাইক কিস্তি সুবিধার মাধ্যমে খুব সহজেই কিনতে পারবেন।

ইয়ামাহা বাইকের কিস্তি সুবিধা সমুহ

• ইয়ামাহার নিজস্ব কোন বাইক কিস্তি সুবিধা নাই । তবে আপনি City Bank ও EBL ( Estern Bank Limited ) এর মাধ্যমে কিস্তি সুবিধা নিতে পারেন।
• ইয়ামাহার সকল মোটরসাইকেল প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক , ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক , মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০% ডাউন পেমেন্ট দিয়ে যে কোন শোরুম থেকে EMI সুবিধা নেওয়া যাবে। এই ব্যাংকগুলো থেকে ক্রেডিট কার্ডের সুবিধায় ৬,৯,১২,১৮,ও ২৪ মাসের কিস্তিতে বাইকি কিনতে পারেন।
• ৬ মাসের কিস্তিতে কোন ইন্টারেস্ট দিতে হবে না। এছাড়াও বাকি কিস্তি সমুহে এসিআই মটরস ৬ মাসের ইন্টারেস্ট বহন করবে।
• বাইক কেনার ক্ষেত্রে নুন্যতম ৫০% ডাউন পেমেন্ট দিতে হবে।
• রেজিস্ট্রেশান চার্জ EMI-এর অন্তর্ভুক্ত নয়।

৬ মাস /৯মাস/১২ মাস/১৮মাস এবং ২৪ মাসের ইন্সটলমেন্ট সাইজ
1-1638353909.jpg

ইন্টারেস্ট রেটঃ
2-1638353969.jpg

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
3-1638354027.jpg

ব্রাক ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
4-1638354126.jpg

প্রাইম ব্যাংক এর ক্ষেত্রে এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
5-1638354231.jpg

যমুনা ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
6-1638354367.jpg

ইস্টার্ন ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
7-1638354442.jpg

সিটি ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
8-1638354525.jpg

মার্কেন্টাইল ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯এবং ১২ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
9-1638354596.jpg

ডাচ বাংলা ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
10-1638354718.jpg

লংকা বাংলা ফাইন্যান্স এর ক্ষেত্রে EMI ৬/৯/১২/১৮ এবং ২৪ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
11-1638354769.jpg


প্রিমিয়ার ব্যাংক এর ক্ষেত্রে EMI ৬/৯ এবং ১২ মাসের মোট ইন্টারেস্টের পরিমান যা ডাউনপেমেন্টের সাথে শুরুতেই পরিশোধ করতে হবে।
12-1638354848.jpg

EMI সুবিধা বা POS মেশিন যুক্ত শোরুম
13-1638354970.jpg

City Bank বাইক লোনের বিস্তারিত

• লোনের পরিমান ১০,০০,০০০ টাকা পর্যন্ত । এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফী সহ ৮০% টাকা গ্রহন করতে পারবেন। ( মহিলাদের জন্য রেজিস্ট্রেশন ফী সহ ১০০% টাকা গ্রহন করতে পারবেন)
• কিস্তির সময়সীমা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত
• মহিলাদের জন্য স্পেশাল ইন্সটলমেন্ট ও প্রেসেসিং ফী একদম ফ্রী সুবিধা রয়েছে।
• এক এর অধিক বাইক কেনার সুযোগ
• সিটি ব্যাংকের FDR এর বিপরিতে ৯০% লোন
• বয়সের সময়সীমা ২১-৬৫ বছর

নুন্যতম অভিজ্ঞতা

• বেতনভুক্ত ব্যাক্তির জন্য ১ বছর
• ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রেফেশনাল এর জন্য ১ বছর
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ৬ মাস
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ৬ মাস

নুন্যতম আয়

• City Bank স্টাফ বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১২,০০০ টাকা।
• অ্যাকাউন্টে টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১৫,০০০ টাকা।
• নগদ টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ২০,০০০ টাকা।
• ব্যবসায়ী, প্রফেশনাল , বাড়িওয়ালা/ বাড়ির মালিক এর জন্য ২৫,০০০ টাকা।
• ফ্রিল্যান্সার এর জন্য ৩০,০০০ টাকা।
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ১৫,০০০ টাকা।
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ২০,০০০ টাকা।

ইয়ামাহা বাইকের আপডেট প্রাইস, স্পেসিফিকেশন ও শো-রুম এর বিস্তারিত জানতে ক্লিক করুন।

Filter