Yamaha Banner
Search

পুরাতন বাইকের নাম পরিবর্তনের নিয়মাবলী

2021-11-16

পুরাতন বাইকের নাম পরিবর্তনের নিয়মাবলী


ownership-change-1637051310.jpg

আমরা অনেকেই আছি যারা পুরাতন বাইক কেনার পর নাম পরিবর্তন করার জন্য কী কী প্রয়োজন তার সঠিক দিক নির্দেশনা পাই না। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কীভাবে পুরাতন বাইক ক্রয়/ বিক্রয় করার পর নাম পরিবর্তন করবেন।


বাইক ক্রয় বিক্রয়ের চুক্তিনামা দলিল


আমরা সাধারণত বাইকের মালিকানা লিখিতভাবে পরিবর্তনের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের চুক্তিনামা ও দলিলে স্বাক্ষর করে থাকি। এটা বাইক কেনা বেচার ক্ষেত্রে প্রাথমিক কাজ এবং এই দলিলে প্রাথমিকভাবে বাইকের মালিকানা পরিবর্তন হয়ে যায় কিন্তু বাইকের কাগজপ্ত্র থেকে শুরু করে ডিজিটাল নাম্বার প্লেটে সকল তথ্য যার কাছে থেকে বাইকটা ক্রয় করা হয়েছে তার রয়ে যায় সেক্ষত্রে BRTA থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিছু কার্য সম্পাদন করতে হয় এবং এর ফলে বাইকের মালিকানা প্রাথমিকভাবে পরিবর্তন হয়ে যায়।


মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়মাবলি


মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের যাবতীয় নিয়মাবলী BRTA এর তথ্যের আলোকে দেওয়া হল।


ক্রেতার করণীয়ঃ


১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম; [এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম এ ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে পাওয়া যাবে]। ফরমটি পেতে ক্লিককরুন।
২। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ।
৩। ক্রেতার TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালীত নহে এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে)
৪। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে)।
৫। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশগণের হলফনামা [একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক স্ট্যাম্পে আর একটি হলফনামা দিতে হবে]।
৬। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ত্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পর্ণ ঠিকানা ও 3 কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ফটোসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান, তবে ক্রেতা কোন প্রতিষ্ঠান হলে, উপরে বর্ণিত কাগজপত্রসহ (হলফনামা ব্যতিত) অফিসিয়াল প্যাডে চিঠি।


বিক্রেতার করণীয়ঃ
১। ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রশিদে স্বাক্ষর।
২। বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা।
৩। বিক্রেতা কোম্পানী হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজিুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান।
৪। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোদ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা।


ওয়ারিশ সূত্রে মালিকানা বদলীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র:


 


১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম (এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম এ ওয়েবসাইটের থেকে পাওয়া যাবে) । ফরমটি পেতে ক্লিককরুন।
২। কোর্ট/স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ ।
৩। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ ।
৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চলে না এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে) ।
৫। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে) ।
৬। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশগণের হলফনামা (একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর একটি হলফনামা) ।
৭। নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পূর্ন র্ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন


মোটরসাইকেল মালিকানা বদলির ফর্মে যা যা উল্লেখ থাকে


রেজিষ্ট্রেশন নাম্বারঃ
মালিকের
নামঃ
পিতার
নামঃ
ঠিকানাঃ


মালিকানা বদলীর প্রয়োজনীয় কাগজ পত্রাদি                           



  • টি ও ফরম                          

  • টি টি ও ফরম                    

  • এইচ ফরম                         

  • বিক্রয় রশিদ                      

  • ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প                       

  • ক্রেতা+বিক্রেতার ছবি (৩+২ স্বাক্ষরযুক্ত)                               

  • ক্রেতার ন্যাশনাল আইডির ফটোকপি                    

  • বিক্রেতার ন্যাশনাল আইডির ফটোকপি                

  • ক্রেতার TIN নম্বরের ফটোকপি                  

  • বিক্রেতার TIN নম্বরের ফটোকপি                              

  • TAX টোকেন এর আপডেট ফটোকপি                     

  • ফিটনেস এর আপডেট ফটোকপি                            

  • ২০০টাকার ক্রেতার স্ট্যাম্প                        

  • ২০০টাকার বিক্রেতার স্ট্যাম্প                   

  • মালিকানা বদলীর ফি বাবদ (ব্যাংক জমা রশিদ)                 

  • গাড়ী পরিদর্শন                 

  • বিক্রেতা হাজির                

  • ক্রেতা হাজির


মালিকানা পরিবর্তনের জন্য টাকার পরিমান নিম্নে দেওয়া হল।


মোটরসাইকেল ০০-১০০ সিসির জন্য ব্যাংকে টাকা জমা লাগে (নাম্বার প্লেট সহ)



  • মালিকানা ফি –২,১২৮/- টাকা

  • ডিজিটাল নাম্বার প্লেট –২,২৬০/- টাকা

  • ডিজিটাল ব্লু বুক –৫৫৫/- টাকা

  • প্রতিলিপি ফি –৩৪৫/- টাকা


 


মোটরসাইকেল ১০০-১৫০ সিসির জন্য ব্যাংকে টাকা জমা লাগে (নাম্বার প্লেট সহ)



  • মালিকানা ফি –২,৬৬৫/- টাকা

  • ডিজিটাল নাম্বার প্লেট –২,২৬০/- টাকা

  • ডিজিটাল ব্লু বুক –৫৫৫/- টাকা

  • প্রতিলিপি ফি –৩৪৫/- টাকা


মোটরসাইকেল ০০-১০০ সিসির জন্য ব্যাংকে টাকা জমা লাগে (নাম্বার প্লেট ছাড়া)



  • মালিকানা ফি –২,১২৮/- টাকা

  • ডিজিটাল ব্লু বুক –৫৫৫/- টাকা

  • প্রতিলিপি ফি –৩৪৫/- টাকা


 


মোটরসাইকেল ১০০-১৫০ সিসির জন্য ব্যাংকে টাকা জমা লাগে (নাম্বার প্লেট ছাড়া)



  • মালিকানা ফি – ২,৬৬৫/- টাকা

  • ডিজিটাল ব্লু বুক – ৫৫৫/- টাকা

  • প্রতিলিপি ফি –৩৪৫/- টাকা


আমরা আশাবাদী যে আপনারা মোটরসাইকেলের মালিকানা বদলীর জন্য যাবতীয় তথ্য পেয়েছেন এবং এর দ্বারা বাইক কেনা/বেচার ক্ষেত্রে মালিকানা পরিবর্তন করতে আর কোন জটিলতায় পড়তে হবে না।


তথ্যসূত্রেঃ বিআরটিএ

Rate This Tips

Is this tips helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়
2024-04-02

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া চলছে, তবে তাই বলে তো আর বাইকাররা থেমে থাকবে না, আমাদের নিন্ত দিনের কাজের জন্যে বাইক ব্যবহার করতে হয়, অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং আপনাদের উদ্দেশে কিছু টিপস শেয়ার করবো। সর্বদা ভাইসর নামিয়ে বাইক রাইড করবেন, ভাইস...

Bangla English
বাইকে ঈদ যাত্রার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
2024-04-02

রমজান মাস প্রায় শেষের দিকে আর কিছু দিন পরেও পবিত্র ঈদুল ফিতর, এই ঈদ কে কেন্দ্র করে অনেকেই আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে থাকি, ব্যাস্তু কর্মজীবন থেকে কিছুদিনের জন্য আমরা পরিবার পরিজনের কাছে সময় কাটাতে পারি, তবে আমাদের দেশে ঈদ যাত্রার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি এড়াতে আমাদের মধ্য...

Bangla English
বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়
2023-09-14

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...

Bangla English
বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক
2023-09-05

একটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...

Bangla English
Tasslock ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ
2023-09-05

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে বাইক ব্যবহার করতে হয় এবং আমি আমার বাইকের নিরাপত্তার জন্য বাইকে Tasslock security system ইন্সটল করেছি, এবং প্রায় ৪ বছর যাবত এটি ব্যবহার করছি, এর বেশ কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আপনাদের কাছে আমার মতামত শেয়ার করবো। ভালো দিকঃ *এর সকল ফিচারস আমার কা...

Bangla English
Filter

Filter