Yamaha Banner
Search

বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়

2023-09-14

বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়


reason-behind-low-mileage-1694669247.webp

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাকে বাইকের মেইন্টেনেন্স ঠিক মত না হওয়ার কারনে এবং এছাড়া বাইক রাইডিং এর ক্ষেত্রে কিছু ভুলের কারনেও মাইলেজ কম দিয়ে থাকে, আজকে আমরা আলোচনা করবো বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায় সম্পর্কে।

কিভাবে বুঝবেন আপনার বাইকের মাইলেজ কমঃ আপনার বাইকের ট্যাঙ্কি ফুল করে ফুয়েল নিন, এরপর বেশ কিছু কিলোমিটার বাইক রাইড করার পরে পুনরায় ফুয়েল লোড করে নিন এবং এবার হিসাব করুন কি পরিমান ফুয়েল নেয়া লেগেছে এবং কত কিলোমিটার রাস্তা বাইক রাইড করেছেন, এরপর একে ভাগ করে নিলেই বাইকের মাইলেজ পেয়ে যাবেন, যদি বাইকের মাইলেজ কোম্পানি থেকে যেটা দাবি করে তার চেয়ে অত্যাধিক কম হয় তবে আপনি বাইক থেকে কম মাইলেজ পাচ্ছেন।

কি কি কারনে বাইক কম মাইলেজ দিয়ে থাকেঃ
•প্রথমত বাইকের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে যেই মাইলেজ এর কথা উল্লেখ আছে তার চেয়ে অনেক কম মাইলেজ পেলে বুঝতে হবে আপনার বাইক তেল বেশি খাচ্ছে।

•তবে নতুন বাইকের ক্ষেত্রে এর মাইলেজ কিছুটা কম দেয়া স্বাভাবিক, কারন নতুন বাইকের ইঞ্জিন ফ্রি থাকে না, ইঞ্জিন ফ্রি হতে সময় লাগার কারনে ব্রেক ইন পিরিয়ড এর সময় বাইক কম মাইলেজ দিয়ে থাকে।

•তবে যদি বাইকের ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার পরেও বাইক থেকে মাইলেজ কম পেয়ে থাকেন তবে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

•এছাড়া বাইকের স্পার্ক প্লাগ চেক করুন, যদি এর কালার কালো হয়ে থাকে তবে বুঝতে হবে আপনার বাইক তেল বেশি খাচ্ছে, এবং প্লাগে তেল থাকবে কিছুটা।

•বাইকের চাকা যদি ফ্রি ভাবে না ঘুরে তবে মাইলেজ কম পেতে পারেন, এই জন্য চাকার ফ্রি আছে কি না তা অবশ্যই চেক করে নিবেন।

•এয়ার ফিল্টার বেশি ময়লা হয়ে গেলে বাইকের এয়ার সঠিক ভাবে পৌছায় না এবং এয়ার ফুয়েল এর মিশ্রণ ঠিক মত না হওয়ায় বাইক থেকে মাইলেজ কম পেতে পারেন।

•এছাড়া ইঞ্জিন অয়েল ও গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ক্ষেত্রে, কারন ইঞ্জিন অয়েল ড্রেন পিরিয়ড এর চেয়ে বেশি ব্যবহার করলে বাইকের মাইলেজ এবং বাইকের পারফর্মেন্স কমে যায়।

•বাইক রাইডিং এর ক্ষেত্রে বেশ কিছু ভুলের কারনে বাইকের মাইলেজ কমে যায়, যেমনঃ অনেকেই সবসময় বাইক High RPM e রাইড করে এবং সবসময় বাইক ফুল এক্সিলেরেটর করে বাইক রাইড করে, এই ক্ষেত্রে আপনার বাইক সম্পূর্ণ ভাবে ঠিক থাকলেও মাইলেজ কম পেতে পারেন।

•বাইক থেকে ভালো মাইলেজ পেতে অবশ্যই বাইক Economy মেনে রাইড করুন, অর্থাৎ বাইক এর RPM ৩-৫ হাজারের বেশি মধ্যে রাখুন এবং বাইকে ফুল এক্সিলেরেট করবেন না, এভাবে নিয়ম মেনে বাইক রাইড করলে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন।

•এছাড়া বাইকের টায়ার প্রেশার ঠিক না থাকলে বাইক থেকে কম মাইলেজ পেতে পারেন, এই জন্য বাইকের রেকোমেন্ডেড টায়ার প্রেশার ব্যবহার করুন।

•আপনার বাইকের এয়ার ফুয়েল Ratio সঠিক না থাকলে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না এবং বাইকের carburetor এর টুইনিং ঠিক না থাকলে বাইকে থেকে মাইলেজ কম সহ আরোও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

•চেষ্টা করবেন সুপরিচিত এবং বিশ্বস্ত ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেয়ার, অনেক সময় পাম্প থেকে ফুয়েল কম দিয়ে থাকে, এবং ফুয়েলে ভেজালের কারনে বাইক কম মাইলেজ দিতে পারে।

•এছাড়া বাইক যদি অনেক বেশি পুরনো থাকে তবে নতুন অবস্থার চেয়ে তুলনামূলক কম মাইলেজ পাবেন এবং যদি ইঞ্জিনে কোনও প্রকার সমস্যা বা ইঞ্জিনের কোনও পার্টস পরিবর্তনের সময় হয়ে থাকে, তবে তা সঠিক সময় মত পরিবর্তন না করা হলে বাইকের মাইলেজ কমে যেতে পারে।

এই ছিলো বাইকের মাইলেজ কমে যাওয়ার কারন এবং এর সমাধান, আশা করি আপনাদের উপকারে আসবে, বাইক ও বাইক সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না
2024-07-14

একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, আমরা নিকটস্থ সার্ভিস সেন্টার বা মেকানিকের কাছে গিয়ে থাকলে তারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে দিয়ে থাকে, তবে অনেক ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গেলে তারা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকে, এতে করে আমাদের খরচ ...

Bangla English
মোটরসাইকেলের লুকিং গ্লাস এর পজিশন এবং এর প্রয়োজনীয়তা
2024-07-13

বাইক রাইডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা, এবং রোডে বাইক চালানোর সময় আশে পাশে, সামনে এবং পেছনের যানবাহন এর সাথে দূরত্ব বজায় রেখে বাইক রাইড করা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে বাইকের লুকিং গ্লাস প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয়। বাইক রাইডের ক্ষেত্রে প্রতি ৬ সেকেন্ড পরপর লুকিং গ্লাস দেখ...

Bangla English
রাইড শেয়ার এর জন্য ৫টি সেরা বাইক
2024-07-11

বর্তমানে শহরে যানজট এর কারনে অনেক কর্মঘণ্টা নষ্ট হয়ে থাকে, এবং ব্যাস্ততার কারনে অনেকেই গনপরিবহনের চেয়ে বাইকে রাইড শেয়ারকে বেশি উপযোগী মনে করেন, এর কারনেই রাইড শেয়ার এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং অনেকেই এটি পেশা হিসেবে বেছে নিচ্ছেন, তবে রাইড শেয়ার এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হ...

Bangla English
Filter

Filter