Is this tips helpful?
Rate count: 1একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...
Bangla Englishএকটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...
Bangla Englishআসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে বাইক ব্যবহার করতে হয় এবং আমি আমার বাইকের নিরাপত্তার জন্য বাইকে Tasslock security system ইন্সটল করেছি, এবং প্রায় ৪ বছর যাবত এটি ব্যবহার করছি, এর বেশ কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আপনাদের কাছে আমার মতামত শেয়ার করবো। ভালো দিকঃ *এর সকল ফিচারস আমার কা...
Bangla Englishবাইকে ব্রেক বা ব্রেকিং এর সম্পর্কে কথা বলতে গেলে একটি বিষয়ে কথা বলতেই হবে, সেটি হচ্ছে ইঞ্জিন ব্রেক এবং এটি নিরাপদ বাইক রাইডিং এর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারন বিভিন্ন বাইক প্রস্তুতকারী প্রতিস্থান পরামর্শ দিয়ে থাকেন ইঞ্জিন ব্রেক ব্যবহার করার। তবে বাইকিং কমিউনিটিতে অনেকের মাঝেই একটি ভুল ...
Bangla Englishবাইক চালানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ক্লাচ, ব্রেক, গিয়ার, এক্সিলেরেটর ইত্যাদি গুরুত্বপূর্ণ, এবং এই সকল কিছুর মাধ্যমে বাইক চালানো হয়ে থাকে, এবং এই সকল কিছু যদি ভালো সার্ভিস দেয় তবেই বাইক চালিয়ে আমরা সাছন্দ বোধ করি, এদের মধ্যে কোনও কিছুর সমস্যা থেকে থাকলে আমাদের বাইক চালানোর Riding Experience ভালো ...
Bangla English