Yamaha Banner
Search

ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না

2024-07-14

ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না


-1720952897.webp

একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, আমরা নিকটস্থ সার্ভিস সেন্টার বা মেকানিকের কাছে গিয়ে থাকলে তারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে দিয়ে থাকে, তবে অনেক ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গেলে তারা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকে, এতে করে আমাদের খরচ কিছুটা বৃদ্ধি পেলেও এর বেশ কিছু সুবিধা আছে, নিম্নে এই নিয়ে আলোচনা করা হলো।

• ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ফ্রিকশন কমিয়ে নিয়ে আসে এবং ইঞ্জিনকে স্মুথ করে, এবং বাইক রাইডের ফলে ইঞ্জিন থেকে ক্ষয় হয়ে যাওয়া অংশ বাইকের অয়েল ফিল্টারে জমা হয়।

• ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অনেকেই বলে থাকে অয়েল ফিল্টার প্রতিবার চেঞ্জ না করলেও সমস্যা নেই, তবে আপনি যদি এটি প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেনের সময় পরিবর্তন না করেন তবে পুরনো ইঞ্জিন অয়েলের সাথে নতুন ইঞ্জিন অয়েল একত্রে হয়ে সেটি কালার দ্রুত নষ্ট হয়ে যাবে।



• অয়েল ফিল্টারে বেশ কিছু ময়লা ও ইঞ্জিন থেকে ক্ষয় হয়ে যাওয়া অংশ থাকে, যা পরিবর্তন না করলে নতুন ইঞ্জিন অয়েলের সাথে মিশে যেতে পারে এবং দ্রুত ইঞ্জিন অয়েল দূষিত করতে পারে।

• অয়েল ফিল্টারে কিছু পরিমান ইঞ্জিন অয়েল থাকায় এটি পরিবর্তন না করার ফলে পুরনো ইঞ্জিন অয়েল নতুন এর সাথে মিশে এর ঘনত্ব কমিয়ে দিতে পারে।

এই ছিলো কিছু কারন যার জন্য আপনার প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার সহ পরিবর্তন করা উচিত। এই ধরনের মেইন্টেনেন্স টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না
2024-07-14

একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, আমরা নিকটস্থ সার্ভিস সেন্টার বা মেকানিকের কাছে গিয়ে থাকলে তারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে দিয়ে থাকে, তবে অনেক ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গেলে তারা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকে, এতে করে আমাদের খরচ ...

Bangla English
Filter

Filter