Yamaha Banner
Search

সুজুকি জিক্সার এফআই এবিএস ১০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শাখাওয়াত রাইহান

English Version
2021-11-23
Owned for 3months-1year   []   Ridden for 10000km+


This user provides ratings about this bike


  9 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from K.R Motors, Habiganj

সুজুকি জিক্সার এফআই এবিএস ১০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শাখাওয়াত রাইহান


suzuki-gixxer-fi-abs-10000km-user-review-by-shakhawat-raihan.jpg
আমার বন্ধু মহলে যারা এই নতুন সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যবহার করে তারা সবাই বলেছে যে বাইকটা অনেক ভালো এবং এই বাইক ব্যবহার করে তারা সন্তুষ্ট আছে। তাদের কথা শুনে আমারও এই বাইকটি কেনার আগ্রহ হল কারণ বাজারে যে বাইকগুলো এই সেগমেন্টে আছে সেগুলোর মধ্যে আমার কাছে জিক্সার এফআই এবিএস কে অনেক বেশি ভালো লেগেছে । অন্যদিকে এই বাইকটা ফিচারস এর দিক থেকে অনেক আপডেট। তাই সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে , বাইক যখন একটা কিনবো তখন সুজুকির জিক্সার এফআই এবিএস বাইকটাই কিনবো।


এই বাইকটা আমি এখন পর্যন্ত রাইড করেছি মোট ১০,০০০ কিমি। আমি এই ১০,০০০ কিমি রাইডের অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করবো।


আমি এই বাইকের ভালো দিকের মধ্যে যে সকল বিষয় পাচ্ছি


-জিক্সার বাইকের ডিজাইন আমরা জানি যে অনেক সুন্দর আর নতুন এই জিক্সার সিরিজের ডিজাইন আরও বেশি সুন্দর কারণ এই বাইকটা আগের মডেলের থেকে অনেক বেশি আপডেট। সামনে থেকে শুরু করে আমার কাছে সব বিষয় অনেক ভালো লেগেছে।
-ইঞ্জিনে যেহেতু এফআই ব্যবহার করা আছে তাই এই বাইকের ইঞ্জিন পারফরমেন্সটাও অনেক ভালো লেগেছে আমার কাছে।
-এফআই প্রযুক্তির কারণে মাইলেজ আমি অনেক বেশি পাচ্ছি। এখন আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৫০ কিমি প্রতি লিটার। মাইলেজ নিয়েও আমি সন্তুষ্ট।
-এবিএস ব্রেকিং থাকার কারনে আমি অনেক ভালো ব্রেকিং পাচ্ছি।
-বাইকটা লং রাইডের ক্ষেত্রে আমার কাছে আরামদায়ক মনে হয়েছে।


এই বাইকের মন্দ কোন দিক আমি এখন পর্যন্ত লক্ষ্য করিনি তবে আমার কাছে মনে হয়েছে যে দামটা একটু কম হলে আরও ভালো হত।


এইছিলো আমার সুজুকি জিক্সার এফআই এবিএস নিয়ে ১০,০০০ কিমি রাইডের অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer 155 Fi ABS

সুজুকি জিক্সার এফআই এবিএস ১০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শাখাওয়াত রাইহান
2021-11-23

আমার বন্ধু মহলে যারা এই নতুন সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যবহার করে তারা সবাই বলেছে যে বাইকটা অনেক ভালো এবং এই বাইক...

Bangla English
সুজুকি জিক্সার ১৫৫ এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ১০০০০কিমি আসিফ আহমেদ আনন
2021-08-16

আমার মতে বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার বাইক টি খুবই জনপ্রিয় এবং তরুণদের কাছে প্রথম পছন্দ। জিক্সার সিরিজটি অ...

Bangla English
সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা রাজু
2021-04-25

আমার অনেক আগে থেকেই শখ ছিলো যে একটা নিজস্ব বাইক থাকবে এবং সেই স্বপ্ন বা শখ যাই বলি না কেন সেটা আজ পুরন হয়েছে। আমি এখ...

Bangla English
সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা জাহিদ হাসান
2020-11-18

নিউ জিক্সার! বাইকটি বাজারে আসার পরে আমি অপেক্ষা করছিলাম সেই সময়ের জন্য যে কখন আমি এই বাইকটি হাতে পাব। সুজুকি আমার ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা মাসুম বিল্লাহ
2020-10-18

বাইক চালানো আমার কাছে অনেক দিন ধরেই আবেগের অন্যনাম। পেশায় আমি একজন ব্যবসায়ী, তবে যখনই আমার সময় হয় আমি বেরিয়ে পড়...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহার অভিজ্ঞতা রুহুল আমীন রাসেল
2020-09-22

বাইকিং জগতে সুজুকি জিক্সার অনেক পছন্দের এবং ভালোবাসার একটি বাইক মডেল। বাংলাদেশে যখন সুজুকি তাদের এই জিক্সার সি...

Bangla English
সুজুকি জিক্সার ১৫৫ এফআই এবিএস ব্যবহার অভিজ্ঞতা রেজা
2020-09-08

একজন বাইক প্রেমী হিসেবে আমি সর্বদা চাই বাইকের ইঞ্জিনের পারফরমেন্স, ডিজাইন, ইত্যাদি ভালো হওয়া । আমি জানি যে সব বাইক...

Bangla English
Filter