2020-12-01 Views: 707
Owned for 1year+ []
Ridden for 10000km+
This user provides ratings about this bike
8 out of 10

Design

Comfort & Control

Fuel Efficient

Service Experience

Value for money
This bike is purchased from Runa Enterprise, Rajshahi
সুজুকি জিক্সার ১০,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মিজানুর রহমান


আমি মিজানুর রহমান এবং পেশায় একজন সাংবাদিক। আর একজন সাংবাদিক হওয়ার সুবাদে সারাটা দিনের প্রায় পুরোটাই আমাকে ছোটাছুটির মধ্যে থাকতে হয়। সুতরাং আমি একটি বাইক খুঁজছিলাম যা আমার যাতায়াত সহজ এবং সাশ্রয়ী করবে। ঠিক তখনিই সুজুকি জিক্সার ডাবল ডিস্ক বাইকটি আমার পছন্দ হয় এবং এক বছর আগে এই বাইকটি কিনে ফেলি। এটি এক বছর চালানোর অনুভূতিটা আমার কাছে অন্যরকম। এখনো পর্যন্ত প্রায় ১০,০০০ কিলোমিটার চালিয়েছি এবং বাইকটি নিয়ে নানারকম অভিজ্ঞতা সংগ্রহ করেছি। শুধুমাত্র একটি সমস্যা ছারা বাইক নিয়ে আমার কোন অভিযোগ নেই। যেহেতু

বাইক আমার নিয়ে আমার সমস্যা খুবি কম তাই প্রথমেই আমার সমস্যাটি উল্লেখ করে তারপর বাইকের ভালো দিকগুলো তুলে ধরবো। সাথে থাকবেন, আশা করি এই রিভিউটি আপনাকে সহায়তা করবে।
আমার একমাত্র সমস্যাঃ
এই মোটরসাইকেল এর সমস্যাই হল এর পিলিওন সিট। পিলিওন সিট টা অনেক উঁচু। আমার স্ত্রীকে নিয়ে আমি প্রায়ই যাতায়াত করি। উঁচু এবং সিট এর সাথে সমান্তরাল না হওয়ায় তার বসতে অনেক সমস্যা হয়। এবং এই অভিযোগ টি আরো অনেকেরই রয়েছে।
এই বাইকের কিছু ভালো দিকঃ
লং জার্নিতে আমার বাইক অনেক ভাল পারফর্ম করে। চালাতে যেয়ে কখনও ব্যাক পেইন টাইপের কিছু অনুভব করিনি। রাস্তা যেমনি হোক না কেন, এটি খুব স্মুথ একটা অনুভুতি দেয় যা চালানো ছাড়া বোঝানো যাবেনা। আরেকটা বিষয় নিয়ে বলতে চাই যা হল বাইকের ব্রেকিং সিস্টেম। কোন এবিএস ছাড়াই বাইক এর কন্ট্রোলিং ভালো কাজ করে যার কারনে হাইওয়ে-তে নিজের ওপর আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। ফাস্ট এক্সেলারেশনও একটি ফিচার যেটা আমি এই বাইক থেকে পাই। এই ফিচারটা হাইওয়ে-তে কোন বড় যানবাহন ওভারটেক করার সময় ভালো কাজে দেয়। যদি ওভারঅল একটা ধারণা দেই তাহলে বলব যে আমার বাইকটি আমার কাছে খুবি কাজের। পিলিওন সিট অবশ্যই সমস্যা করে। কিন্তু অধিকাংশ সময় আমি একাই যাতায়াত করি তাই আমি এই ঝামেলা গায়ে মাখছি না।
প্রায়ই লং রাইডে যেতে হয়। কখনও তা কাজের জন্য আবার কখনো তা শখের বশেই। একদিনে সর্বোচ্চ ২০০ কীলোমিটার পর্যন্ত চালিয়েছি। বাইক খুব সেফ ভাবে চালাই কিংবা এটাও বলা যেতে পারে যে বাইক আজ পর্যন্ত ঘণ্টা প্রতি ১০০ বা ১২০ কিলোমিটার–এ চালাইনি। সুতরাং টপ স্পিড ঘণ্টা প্রতি ৮০ বা ৯০ এর মধ্যেই থাকবে। কিন্তু তারপরও মনে হয় এই বাইক নিয়ে ঘণ্টায় ১০০ বা ১২০ কিলোমিটার তোলা সম্ভব। শেষমেশ বলব বাইকটা ভালো। কেউ যদি কম বাজেটের মধ্যে একটা ভালো স্পোর্টস বাইক চান, বাইকটি কিনতে পারেন।