Select your city
SearchHero Glamour user review by Anik
2018-08-18 Views: 1860
Owned for 0-3months   []   Ridden for 1000-5000km


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - অনিক


Hero-Glamour-user-review-by-Anik

আমাদের দেশে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল রয়েছে। প্রতিটি ব্যান্ডের মোটরসাইকেল এর সিসি ভিত্তিক লিমিট রয়েছে। এই সিসির উপরে ভিত্তি করে তেল খরচ কম বা বেশি হয়। এ দেশে দিন দিন মোটরসাইকেল এর কদর বৃদ্ধিই পাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আসছে নতুন নতুন ডিজাইনের বাইক। এগুলোর মধ্যেই মানুষ তার নিজের রুচির ভিত্তিতে মোটরসাইকেল কিনছে। তবে আমি মনে করি মোটরসাইকেল যেমন মানুষের শক বা চাহিদা পূরণ করছে, তেমনি এটির দ্বারা মানুষ অনেক উপকৃত হচ্ছে। আমারও তেমনি এখন মোটরসাইকেল ছাড়া কোন যাতায়াত করতেই ভাল লাগে না। এ জন্য এটি সব সময় আমার কাছেই রাখি। মোটরসাইকেল থাকায় আমার অনেক সময় অপচয়ের হাত থেকেও রক্ষা পাই।

আমার পরিচয় আমি মোঃ অনিক আলী। পেশায় আমি একজন চাকুরীজীবি। চাকুরীর কাজে আমাকে প্রতি নিয়ত এখানে ওখানে ছোটাছুটি করতে হয়। কারণ আমি একটি কোম্পানিতে সেলস ম্যান হিসেবে কাজ করি। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। এই মোটরসাইকেলটি আমাকে পাচ মাস আগে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাতায়াতের জন্য দিয়েছে। যদিও আমি মাঝে মাঝে এটি আমার ব্যক্তিগত কাজেও ব্যবহার করি। এই মোটরসাইকেলটি দ্রুত যাতায়াতের জন্য অনেক ভাল। ৫ মাসে আমি প্রায় ৮৫০০ কিমি পথ চালিয়েছি। আজকে আমি মোটরসাইকেল ভ্যালীর আমন্ত্রণে হাজির হয়ে আমার বাইক ও এটির রাইডিং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। আশা করি আমার রিভিউটি সম্পূর্ণ পড়লে হিরো গ্ল্যামার ১২৫ সিসি বাইক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আমার এই মোটরসাইকেল এর ডিজাইন অনেক সুন্দর। এটি দূর থেকে দেখলে ১৫০ সিসির বাইকের মত মনে হয়। এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক মজবুত মনে হয়েছে। এর প্লাস্টিক ও পার্টস গুলোও অনেক টেকসই ও মজবুত। এর তেলের ট্যাংকারটা মোটামুটি বড়। এই জন্য এ বাইকটিকে অনেকেই ভূল বসত ১৫০ সিসির বাইক মনে করে।

হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল থেকে আমি মোটামুটি ভাল পারফরমেন্স পাচ্ছি। এর ইঞ্জিন অনেক শক্তিশালী। চলার পথে কোন বাধাকেই বাধা মনে করে না। একাধিক ব্যক্তি নিয়ে চালালেও ইঞ্জিনের কোন সমস্যা বোঝা যায় না। ইঞ্জিনের শব্দটা আমার কাছে খুবই ভাল লেগেছে। এছাড়া এই ইঞ্জিনটা অন্যান্য বাইকের মত ওভার হিট হয় না। এক কথায় এই মোটরসাইকেলটির ইঞ্জিন পারফরমেন্স খুব ভাল।

এবার এই বাইকের মাইলেজ নিয়ে কিছু বলতে চাই। মোটরসাইকেল শোরুম থেকে কিনার সময় কত মাইলেজ পাওয়া যাবে, এটা আমি সঠিক জানি না। কারণ এই মোটরসাইকেলটি আমাকে একটি কোম্পানি থেকে তাদের কাজের জন্য ব্যবহার করতে দিয়েছে। তবে আমি এখন বর্তমানে ৫৫ কিমির মত মাইলেজ পাচ্ছি। আমি মনে করি ১২৫ সিসির বাইক হিসেবে এই মাইলেজটি পাওয়া সঠিক আছে। এই মাইলেজ পেয়ে আমি অনেক সন্তষ্ট আছি।

এই মোটরসাইকেলটির সিটিং পজিশন একটু উঁচু। খাটো মানুষের জন্য এর সিটে বসে মাটিতে পা রাখতে অনেক সমস্যা হবে। তবে আমার এমন কোন প্রকারের সমস্যা হয় না। এর সিটটা প্রথমের দিকে শক্ত মনে হলেও বর্তমানে এটি অনেক নরম লাগে। আমি খুব আরামের সাথে দীর্ঘ পথ চালতে পারি। এর সিটিং পজিশন বড় হওয়াতে দুই এর অধিক ব্যক্তি নিয়েও খুব সহলেই সিটে বসা যায়। মোটরসাইকেলটির হ্যান্ডেলবার অনেক ভাল হওয়ায় আমি খুব আরামের সাথেই এটি চালাই। এই মোটরসাইকেলে ডিস্ক ব্রেক থাকাতে আমি খুব সহজেই এটি কন্ট্রোল করতে পারি। এছাড়া এর চাকা দুটি দেখতে ভাল ও এর গ্রিপ গুলো অনেক ভাল। এই জন্য আমি দ্রুত বাইক চালালেও কন্ট্রোল এর সময় এর চাকা পিছলায় না বা স্লিপ খায় না। আমি খারাপ রাস্তায় এই মোটরসাইকেলটি চালিয়ে দেখেছি খুব বেশি ঝাঁকুনি লাগে না। কারণ এর সাসপেনশন গুলো অনেক ভাল ও মজবুত। এই মোটরসাইকেলটি দ্রুত চলাচল করার জন্য ভাল। আমি একদিনে প্রায় ২০০ কিমি পথ চালিয়েছি এবং সর্বোচ্চ গতি ৯০ কিমি/ ঘন্টায় তুলেছি। বেশি স্পিডে চালালে আমার কোন প্রকারের সমস্যা হয় না। এই মোটরসাইকেলটি চালিয়ে দীর্ঘক্ষন চালালেও আমার কোন ক্লান্তি আসে না। এই মোটরসাইকেলটি নিয়ে আমি ১ দিনে পুঠিয়া, রাজশাহী, চারঘাট, আড়ানি, তাহেরপুর, মহনপুর ইত্যাদি জায়গাতে গিয়েছি। এছাড়া রাতে মোটরসাইকেলটির হেড লাইট থেকে আমি পর্যাপ্ত পরিমানে আলো পাই। এর সুইচ গুলো দেখতে অনেক সুন্দর এবং এগুলো ব্যবহার করতে আমার কোন সমস্যা হয় না। এর লুকিং গ্লাস দুটো উন্নত মানের মনে হয়েছে।

আমি মোটরসাইকেলটি তাহেরপুর বাজারের সার্ভিসিং সেন্টারে ৩ বার সার্ভিসিং করিয়েছি। সেখানকার পরিবেশ খুব ভাল। আমার বাইকের চেন খুব দ্রত লুজ হয়ে যায়। এটি তাদের কাছ থেকে ঠিক করে নিই। এছাড়া বড় কোন সমস্যা এখনো পাই নাই। তবে মবিল পরিবর্তন করা, নাট বল্টু টাইট করা ও অন্যান্য চেক আপ এই সার্ভিসিং সেন্টার থেকেই করাই। তাদের কাজের মান আমার খুব ভাল লেগেছে।

বর্তমান বাজারে হিরো গ্ল্যামার ১২৫ সিসি বাইকের দাম তুলনামূলক ভাবে কম। সে জন্য এই বাইকটির প্রতি ক্রেতাদের চাহিদাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে মনে করি। পরিশেষে বলতে চাই, কেউ যদি স্বল্প মূল্যের মধ্যে ভাল মাইলেজ সমৃদ্ধ ১২৫ সিসির মধ্যে মোটরসাইকেল কিনতে চান তাহলে হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি কিনতে পারেন। আশা করি এটি কিনলে আপনারাই জিতবেন। কারন, মোটামুটি সব দিক থেকেই এই মোটরসাইকেলটির পারফরমেন্স ভাল। সবাইকে ধন্যবাদ।Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5


More reviews on Hero Glamour
  25 Reviews found
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - জিয়াউর রহমান
  2019-07-17
  মোটরসাইকেল হল যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। ইচ্ছা স্বাধীন যে কোন জায়গায়তে যাতায়াত করার জন্য মোটরসাইকেল বাহনটি একদম পারফেক্ট। আমি সাধারণ যাতায়াতের জন্য ১ বছর আগে হিরো গ্ল্যামার ১২৫ সিসির মোটরসাইকেলটি কিনেছি। এটি আমার জীবনের ১ম বাইক। আমি ১ বছর যাবত মোটরসাইকেলটি ব্যবহার করে ৭০০০ কিমি পথ চালিয়েছি। এ...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রুবেল হোসেন
  2019-07-01
  বেশ কিছুদিন থেকে ভাবছিলাম মোটরসাইকেল কিনবো। কিন্তু কোন ব্যান্ডের কি মোটরসাইকেল কিনবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই দেখি আমাদের বাজারে "হিরো মোটরসাইকেল" এর একটি শোরুম উদ্বোধন হয়। সেখানে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষ্যে নগদ টাকা ছাড়ের একটি বিশেষ অফার চলছিল। এটি দেখে আমি হিরো গ্ল্যামার ১২৫ সিসির মোটরসাইক...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - সালাউদ্দীন
  2019-06-29
  হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি আমার জীবনের ২য় বাহন। এটি আমি আড়াই মাস যাবত ব্যবহার করে প্রায় ১০০০ কিমি পথ চালিয়েছি। আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মোটরসাইকেল তেমন চালাই না। এই মোটরসাইকেলটি কেনার আগে সর্ব প্রথম আমি এর লাল রংটি এবং এর ডিজাইন পছন্দ করেছি। এর বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত বলে মনে হয়েছে। তেলের ট...
  English Bangla
 • হিরো গ্ল্যামার ৪০০০কিমি রাইড রিভিউ - মাজেদুর রহমান
  2019-05-27
  হিরো গ্ল্যামার বাইকটি কিনেছি মূলত শখের বসে। তবে আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বাইকের প্রয়োজনটা অনুভব করছিলাম। বাইকের প্রতি আমি অনেক আগে থেকেই আকৃষ্ট ছিলাম। আমার চাহিদা ছিল কম বাজেটের মধ্যে ভাল গ্রাফিক্স ডিজাইন যুক্ত একটি বাইক। এই দিক গুলো বিবেচনা করে আমি হিরো গ্ল্যামার ১২৫ সিসির বাইকটি কিনি। এ...
  English Bangla
 • হিরো গ্ল্যামার ৪৫০০কিমি রাইড রিভিউ - এনামুল হক
  2019-04-17
  হিরো গ্ল্যামার বাইকটি আমি ৮ মাস যাবত ব্যবহার করছি। এটি আমার নিত্যদিনের সংগী। বাইকটি ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না। মেজর কোন সমস্যা ছাড়াই এযাত প্রায় ৪৫০০ কিমি পথ পাড়ি দিলাম। এর গ্রাফিক্স ডিজাইন অনেক সুন্দর। এর বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত এবং তেলের ট্যাংকার বাইকটিকে বেশি আকর্ষণীয় করে তুলেছে। সি...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - টিপু সুলতান
  2018-12-28
  সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার মোটরসাইকেল সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ টিপু সুলতান। আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। মোটরসাইকেল কেনার ইচ্ছাটা ছিল আমার অনেক আগে থেকেই। বিভিন্ন কারণে তা কিনা সম্ভব হয় নাই। কিন্তু আমার ব্যবসায়ের কাজে যাতা...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রফিকুল ইসলাম
  2018-12-25
  মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এর মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে দ্রুত যাতায়াত করা সম্ভব। মোটরসাইকেল থাকলে নিজের ইচ্ছা স্বাধীন যে কোন জায়গাতে যাতায়াত করা যায়। অন্য কোন যানবাহনের জন্য অপেক্ষা করে বসে থাকা লাগে না। তাই আমাদের দেশে বর্তমানে মোটরসাইকেল এর ব্যবহার দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। যে কোন ক...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রবিউলইসলাম
  2018-10-31
  আমার নাম মোঃ রবিউল ইসলাম। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। ছোট থেকেই আমি মোটরসাইকেল চালাতে অনেক পছন্দ করতাম। তবে হিরো গ্যামার মোটরসাইকেলটি আমার জীবনের ১ম বাইক। এই মোটরসাইকেলটি থেকে ভাল মাইলেজ এবং ভাল পারফরমেন্স পাবার আশায় কিনেছি। আমি এক মাস আগে তাহেরপুর ...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - এনামুল হক মনি
  2018-09-18
  সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ এনামুল হক মনি। পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। এটা আমার জীবনের প্রথম বাইক। মোটরসাইকেল কিনার ইচ্ছাটি অনেক আগে থাকলেও টাকার অভাবে তা কিনা সম্ভব হয় নি। আমি চাকুরী পাবার এক বছরের মাথায় এই মোটরসাইকেলটি কিনি। আমার চাকুরী...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - অনিক
  2018-08-18
  আমাদের দেশে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল রয়েছে। প্রতিটি ব্যান্ডের মোটরসাইকেল এর সিসি ভিত্তিক লিমিট রয়েছে। এই সিসির উপরে ভিত্তি করে তেল খরচ কম বা বেশি হয়। এ দেশে দিন দিন মোটরসাইকেল এর কদর বৃদ্ধিই পাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আসছে নতুন নতুন ডিজাইনের বাইক। এগুলোর মধ্যেই মানুষ তার নিজের রুচির ভিত্তিত...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - ঠান্টু
  2018-07-28
  মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এটির মাধ্যমে দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব। মোটরসাইকেল ব্যবহার করা খরচ কম হওয়ায় বেশিরভাগ মানুষ এটির উপর ঝুকে পড়েছে। আমাদের দেশে প্রায় সকল পরিবারেই ১ টি করে মোটরসাইকেল রয়েছে বলে মনে করি। আমার নাম মোঃ ঠান্টু। পেশায় আমি একজন শিক্ষক। আমার মোটরসাইক...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - মাহবুবুর রহমান
  2018-07-02
  শুরুতে আমার পরিচয় দেই। আমি মোঃ মাহাবুবুর রহমান । পেশায় আমি একজন ব্যবসা। বাল্যকাল থেকেই বাইকের প্রতি আমার আগ্রহ একটু বেশি ছিল। বাইক ছাড়া যেন আমাকে শূন্য মনে হয়। সাধারন যাতায়াতে ও আমার ব্যক্তিগত কাজের জন্য আমি এই বাইকটি কিনি। হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলটি আমার জীবনের চতুর্থ বাইক। এর আগে আমার ডায়া...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - মতিউর রহমান
  2018-06-18
  আমাদের দেশে যে সকল মানুষ গ্রামে বাস করে তাদের অনেকেই ভাল যোগাযোগ ব্যবস্থার অভাব ভোগ করে এবং এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারে না। আমিও গ্রামে বাস করি। এই একই সমস্যাটি আমাকেও ভোগ করতে হয়েছে। এটি থেকে মুক্তি পাবার জন্য আমি বাইক কিনার সিদ্ধান্ত নিই। আমি মোঃ মতিউর রহমান। পেশায় আমি একজন ব্যবসায়ী। বল...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - আব্দুল আহাদ সোহেল
  2018-05-30
  আমি আব্দুল আহাদ । রাজশাহীর উপশহর এলাকাতে বসবাস করি । পেশায় চাকুরীজীবী । হিরো গ্ল্যামার ১২৫ সিসি বাইকটি মুলত আমি কিনেছি চাকুরিগত কারনেই ।আমি সাধারণত খুব একটা বেশি বাইক চালাই না । ইতিপূর্বে আমি কোন বাইক ব্যাবহার করি নাই। এটাই আমার জীবনের প্রথম বাইক । আমি বাইক চালানো শিখেছি হোন্ডা ৮০ সিসি বাইক দিয়ে তারপ...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - পিন্টু
  2018-05-22
  আমার বাইকের নাম হিরো গ্লামার। এই বাইকটি যে কোন বয়সের মানুষের সাথে মানানসই । গ্রামে বা শহরে উভয় জায়গাতেই এই বাইকের প্রচলন লক্ষ্য করা যায়। আমার বাল্যকাল থেকেই বাইক কিনার ইচ্ছে ছিল অনেক। আজ থেকে প্রায় ৫ বছর আগে আমার সেই ইচ্ছাটি পূরণ হয়। এই বাইকটি আমার জীবনের চতুর্থ বাইক। এর আগে আমি ডায়াং, হিরো হুন্ডা, টিভি...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - মুন্নাফ আলী
  2018-04-30
  সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বাইক সম্পর্কে মতামত তুলে ধরছি। আমি মোঃ মুন্নাফ আলী, গ্রামঃ ভিতর ভাগ, থানাঃ বাগাতিপাড়া, জেলাঃ নাটোর। আমি একজন ব্যবসায়ী। বাইক কেনার ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। কিন্তু আমি আমার পছন্দের মত বাইক খুজে পাচ্ছিলাম না। তারপরও আর্থিক অবস্থা তেমন ভাল ছিল না। তবুও অন্যের বাইক মা...
  English Bangla
 • সার্ভিস সেন্টারের মান হতাশজনক – হিরো গ্ল্যামার ব্যবহারকারী আবু ফাহিম
  2018-03-06
  ৩ বছর আগে আমি কিনেছিলাম হিরো গ্ল্যামার ১২৫। বাইকটি এখনও ব্যবহার করছি। ৩ বছর ব্যবহারকালীন সময়ে আমি বাইকটির বেশ কিছু বিষয় নিয়ে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে হিরো গ্ল্যামার বাইকের কী কী সমস্যা আছে বা কী কী ভালো দিক আছে । এসব কিছু আমি নিমিষেই বলে দিতে পারি। আজকে আমি এখানে মোটর...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - ঠান্টু মিয়া
  2018-02-17
  সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি থান্ডু মিয়া। আমি একজন সার্ভিস হোল্ডার। আমার বর্তমান ঠিকানা বাগাতিপারা,নাটোর। বাইক খুবই প্রয়োজনীয় একটি বাহন এবং আমি মনে করি যে ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যাক্তিগতভাবে বাইক সেরা একটি মাধ্যম।আমার প্রয়োজন অনুযায়ী নিত্যদিন বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ছুটাছুটি করে থাকি। আ...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
  2018-02-07
  প্রথমে আমার সম্পর্কে বলি আমি মোঃ সাইফুল ইসলাম এবং আমি পেশায় একজন শিক্ষক। আমার বাসা বাগাতিপাড়া, নাটোর জেলা এবং আমার বাসা থেকে আমার বিদ্যালয়টি সামান্য দূরে যার ফলে আমার বাইক ব্যবহার করা অতি প্রয়োজন। আমি প্রথমে ডিসকভার-১০০সিসি বাইক ব্যবহার করতাম বর্তমানে আমি আমার প্রিয় হিরো গ্ল্যামার ১২৫সিসি বাইকটি ব...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রিয়েল আলী
  2018-01-10
  আমি মোঃ রিয়েল আলী পেশায় চাকুরীজীবী। আমার কর্মক্ষেত্রে বাইকের নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয় যার কারণে বাইক ছাড়া আমি একদম অচল বলা চলে। তাই বাইক কেনার জন্য বিভিন্ন জনের পরামর্শ নিতে থাকি যে আমার কর্মক্ষেত্রের জন্য কোন বাইকটি ভাল হবে। আমার সিদ্ধান্ত এবং বিভিন্ন জনের সিদ্ধান্ত একসাথে করে একটি বাইক পছন্দ ক...
  English Bangla
 • হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - আব্দুর রাজ্জাক
  2018-01-08
  আমি মোঃ রাজ্জাক আলী পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলার অন্তর্গত। আমি লক্ষ্য করেছি যে গ্রামের রাস্তায় চলাচলের জন্য মোটরসাইকেলের থেকে ভালো মাধ্যম আর কিছু নাই। ব্যবসায়িক বিভিন্ন কাজ দেখাশোনা করার জন্য আমাকে বিভিন্ন স্থানে যেতে হয় যার কারণে দ্রুত ...
  English Bangla
 • 2017-11-06
  হিরো কোম্পানিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেক আগে থেকেই তারা বাংলাদেশে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছে। আমি মোঃ রবিউল ইসলাম পেশায় একজন শিক্ষক। বর্তমানে আমি ব্যবহার করছি হিরো গ্ল্যামার ১২৫ সিসির এই বাইকটি ।এইটাই আমার প্রথম বাইক আমি এর পূর্বে কোনো বাইক ব্যবহার করিনি। এই বাইকটি ব্যবহার করে আমার ব...
  English Bangla
 • 2017-11-03
  হিরো গ্ল্যামার বাইকটি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি বাইক। ১২৫ সিসি বাইকের নাম শুনলে প্রথমে যে বাইকটির নাম উঠে আসে সেটি হল হিরো গ্ল্যামার ১২৫ সিসি। আমি মিল্টন বিশ্বাস পেশায় একজন শিক্ষক। বর্তমানে আমি এই জনপ্রিয় বাইকটি ব্যবহার করছি । হিরো গ্ল্যামার বাইকটি কেনার মুল কারণ হল আমার শখ এবং আমার পেশাগত দায়িত...
  English Bangla
 • 2017-10-29
  বাংলাদেশে ১২৫ সিসি সেগমেন্টের মধ্যে জনপ্রিয় একটি মোটরসাইকেল হল হিরো গ্ল্যামার । বাইকটি প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে এবং ভাবছি কবে এই বাইকটি আমার হবে এবং আমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি রবিউল হক পেশায় একজন শিক্ষক। বর্তমানে আমি ব্যবহার করছি হিরো গ্ল্যামার ১২৫ সিসির এই বাইকটি। বাইকটি কেনার মুল উদ...
  English Bangla
 • 2015-06-10
  ইন্ডিয়ার বৃহৎ মোটরসাইকেল প্রস্ততকারক কোম্পানীগুলোর মধ্যে একটি হল হিরো। হিরো কোম্পানী অনেক আগে থেকেই বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করে আসছে। আমাদের দেশের মোটরসাইকেল মার্কেটে কিছু মোটরসাইকেল আছে যেগুলো গ্রাহকদের খুব পছন্দের যেমন- হিরো স্প্লেন্ডার আই স্মার্ট, হিরো হাংক, হিরো এক্সট্রিম, হিরো গ্ল্যাম...
  English BanglaFilter
Brand
CC
Mileage
Price

Advance Search
Motorcycle Brands in Bangladesh

View more Brands