
এখন বাংলাদেশে সবচেয়ে কমদামে এডিভি স্কুটার Lifan KPV 150 এর দাম আরও কমলো। রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর অথোরাইজড যে কোন শোরুম থেকে এখন Lifan KPV 150 স্কুটারটি কিনতে পারবেন অনেক সুলভ মুল্যে। দেশের বাজারে লিফান তাদের এই সুন্দর স্কুটারটি আরও কমদামে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য এবার তারা অভিনব এই অফার নিয়ে এসেছে।
বর্তমানে লিফান কেপিভি মডেলের মূল্য হবেঃ
Lifan KPV 150 (Non ABS) এর দাম ২,৮০,০০০ টাকা।
Lifan KPV 150 (With ABS) এর দাম ২,৯৯,০০০ টাকা।
Lifan KPV 150 (Queen and Youth Edition with ABS) এর দাম ৩,১০,০০০ টাকা।
এর স্পেশাল ফিচারস হিসেবে যা যা আছে
Lifan KPV150 একটি অ্যাডভেঞ্চার স্কুটার। অসাধারণ পাওয়ার আউটপুট, গতি এবং আরামদায়ক রাইডিং সিটের মতো সবকিছুই এখানে থাকছে অ্যাডভেঞ্চার স্কুটার হিসেবে।
সাইলেন্ট স্টার্ট প্রযুক্তি। শব্দ দূষণ এড়াতে স্কুটারটিকে ন্যূনতম শব্দ দিয়ে স্টার্ট করার ব্যাবস্থা করা হয়েছে।
অটো স্টার্ট-স্টপ প্রযুক্তি শহরের ট্রাফিকের জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে।
USB পোর্ট যা 12V পাওয়ার আউটলেটসহ থাকছে আমাদের গেজেট চার্জিং এর জন্য।
কিকস্ট্যান্ড সেফটি সুইচ। স্কুটারের সাইড স্ট্যান্ডটি নামানো থাকলে এই ফিচার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুটারের সমস্ত পাওয়ার বন্ধ করে দেয়।
একটু বেশি নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং থাকছে।
সম্পূর্ণ এলইডি লাইট সেটআপ
রাইডিং এর সময় বাতাসের চাপ এড়াতে এডজাস্টেবল উইন্ডশীল্ড।
সেরা এডভেঞ্চার স্কুটার উপভোগ করতে এখনই প্রি-বুক করুন আর প্রি বুক করলেই পাচ্ছেন ২ বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রি।
Lifan KPV 150 নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।
প্রি বুকিং এর জন্য ফরম পেতে ক্লিক করুন।
In the Bangladeshi motorcycle market, CFMoto is currently at the center of attraction for almost all types of bike lovers, inc...
English BanglaBajaj is one of the most well-known and favorite bike brands among bike lovers in Bangladesh, each model of which is highly ap...
English BanglaGenerally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...
English BanglaYamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...
English BanglaSince the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...
English Bangla