-
টিভিএস মেট্রো ব্যাবহারিক অভিজ্ঞতা আমজাদ হোসেন
2020-11-02
আমার নিজের জন্য টিভিএস মেট্রো বাইকটি কেনার অনেকগুলি কারণ রয়েছে। তাদের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কারন উল্লেখ করব। আমার জন্য এমন একটি বাইক চেয়েছিলাম, যা আমাকে ভাল মাইলেজ সরবরাহ করবে এবং সেই সাথে দামটিও সাদ্ধের মধ্যে থাকবে। এই দুটির উপর ভিত্তি করে আমি অনেক বাইক অনুসন্ধান করেছি এবং আমার সামন...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ১৬,০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শিশির আহমেদ
2020-10-29
আসসালামুয়ালাইকুম! আশা করি সবাই ভাল আছেন। আমি আমার রিভিউ শুরুর আগে আমি মোটরসাইকেলের ভ্যালীকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই।
আমার নিয়মিত চলাচলের উদ্দেশ্যে আমার একটি মাইলেজ এবং দামে পর্তা পড়ে এমন বাইক দরকার ছিল। ব্র্যান্ড হিসেবে টিভিএসকে আমি ভালোভাবেইচিনি এবং সেখান থেকেই আমার বাইক পছন্দ...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ১২৫,০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ ফারুক হোসেন
2020-10-29
বাংলাদেশের বাজারে যে সামস্ত মোটরসাইকেল ব্রান্ডগুলো সফল ভাবে ব্যবসা করছে তাদের মধে টিভিএস একটি। এটি একটি ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। এ ব্র্যান্ডের যে দিকগুলো ভালো তার মধ্যে অন্যতম হচ্ছে, কম দামে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ করা।
আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা সুন্দর ভাবে পরিচালোনা করার জন্যে ...
English
Bangla
-
টিভিএস এক্সএল১০০ ব্যাহারিক অভিজ্ঞতা হাজী আইয়ুব আলী
2020-10-29
মোটরসাইকেল এমন একটি বাহন যার মাধ্যমে আমরা সহজে যে কোন স্থানে যেতে পারি এবং বর্তমান সময়ে সবথকে জনপ্রিয় বাহলগুলোর মধ্যে এটী একটি। আমি একজন বয়স্ক মানুষ কিন্তু আমাকে যোগাযোগ ও কাজের জন্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এ সমস্ত কাজ আমি আগে সাইকেল চালিয়ে করতাম কিন্তু বর্তমানে সাইকেল চালানোটা আমার জন্যে অ...
English
Bangla
-
টিভিএস মেট্রো ১৩,০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শিশির মোহাম্মদ
2020-10-28
আমার ব্যাবহার করা সকল বাইকের মধ্যে টিভিএস মেট্রো অন্যতম একটি। আমি ইতিমধ্যে টিভিএস মেট্রোর প্রথম মডেলটি ব্যবহার করেছি এবং বর্তমানে আমি টিভিএস মেট্রোর ১০০-এর সেলফ ভার্শনটি ব্যবহার করছি। ১৩০০০ কিলোমিটার যাত্রা এই বাইকটির সাথে শেষ হয়েছে এবং সম্পূর্ণ করতে আমার কেবল ১ বছর লেগেছে। আমি এই বাইকের সমস্ত দিক ...
English
Bangla
-
টিভিএস মেট্রো ২৮,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা মোঃ রাব্বেল আলী
2020-10-28
পাঁচ বছরেরও বেশি আমি টিভিএস মেট্রো ব্যবহার করছি, প্রায় ২৮০০০ কিলোমিটার পথ চলেছে আমার বর্তমান বাইকটি। আমি একজন ব্যবসায়ী, সে কারণেই আমার প্রতিনিয়ত চলাচলের জন্য একটি বাইকের দরকার ছিল। সেই সময় আমি একটি সাশ্রয়ী দামে ভাল মাইলেজ সরবরাহকারী বাইকের সন্ধান করেছি। খোজার সময় সবথেকে বেশি যে নামটি শুনেছি সেটি ...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ব্যাবহারিক অভিজ্ঞতা সাহজাহান আলী
2020-10-27
আমি সাহাজাহান, গ্রামে বসবাস করি।পারিবারিক প্রয়োজনে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এই কারণে আমি ভেবেছিলাম যদি একটি বাইক কিনি তবে এই চলাচল প্রক্রিয়াটি আরও দ্রুত এবং সহজ হয়ে উঠবে। আমি যেহেতু গ্রা্মে থাকি, একটি বাইক থাকলে শহরের বাজার থেকে বিভিন্ন জিনিস কেনা আমার পক্ষে সহজ হবে। সুতরাং, আমি আমার সামর্...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ১৬,০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোহাম্মদ হাসান আলী
2020-10-27
বিগত ১৬০০০ কিলোমিটারের ধরে আমি টিভিএস স্ট্রাইকার ১২৫ ব্যবহার করছি। এই বাইকের আগে আমি আমার জীবনে বেশ কয়েকটি বাইক ব্যবহার করেছি এবং সেগুলি সবই নিয়মিত চলাচলের জন্য ছিল। এগুলোর মধ্যে আমি অনুভব করেছি যে এই বাইকটি অন্যতম। এই বাইকটি আমি খান মোটরস পুঠিয়া থেকে এক বছর আগে কিনেছিলাম। এই বাইকটি সম্পর্কে অনেক...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - মামুন হোসেন
2020-05-09
ছোট বেলা থেকেই আমার বাইক কেনার প্রতি একটা শখ ছিল এবং সেই শখের বসে আমি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি বাইকটি কিনেছি। এই বাইকটি আমি পছন্দ করেছিলাম বাইকের গ্রাফিক্স ডিজাইন, লুকস, ব্রেকিং সিস্টেম এবং মাইলেজ দেখে। এর ডিজাইনটা দেখতে অনেক সুন্দর, বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে এবং এর তেল খরচ খুবই কম। সবক...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৩০০০কিমি রাইডিং অভিজ্ঞতা রিভিউ - মানিক
2020-03-22
আমার নাম মোঃ মানিক। পেশাগত দিক থেকে আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম টিভিএস এপাচি আর,টি,আর ১৬০ সিসি। এই মোটরসাইকেলটি আমি ৫ মাস আগে কিনেছি এবং প্রায় ৩০০০ কিমি চালিয়েছি কোন প্রকারের দূর্ঘটনা ছাড়াই। আমার মোটরসাইকেলটির গ্রাফিক্স ডিজাইন গুলো দেখতে চমৎকার এবং বেশ আকর্ষণীয়। এই বাইকটি আমি পছন্দ কর...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেল রিভিউ - দীপ
2020-03-09
আমার জীবনে আমি অনেক গুলো ব্রান্ডের বাইক ব্যবহার করেছি। টিভিএস এর শোরুমে এপাচি আর,টি,আর ভি৪ ১৬০ সিসি দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। তাই আমি এই বাইকটি কেনার সিদ্ধান্ত নিই। এই বাইকটি আমি ১ মাস যাবত ব্যবহার করেছি এবং এযাবৎ প্রায় ৮০০ কিমি চালিয়েছি কোন প্রকারের দূর্ঘটনা ছাড়াই। আজকে আমি আমার বাইকটি সম্পর্কে ১ ...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ৩৫,০০০কিমি রাইডিং রিভিউ - ইব্রাহিম
2020-02-24
আমার মোটরসাইকেলের নাম টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি। এটি আমি ৩ বছর যাবত ব্যবহার করে প্রায় ৩৫,০০০ কিমি চালিয়েছি। এই বাইকটি আমি সাধারণ যাতায়াতের জন্য কিনেছি। এই বাইকটির ইঞ্জিন পারফমেন্স চমৎকার এবং এর তেল খরচ খুবই কম। বাইকটির গ্রাফিক্স ডিজাইন গুলো সাধারণ হলেও এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। বর্তমানে বাইকট...
English
Bangla
-
টিভিএস এক্সএল১০০ ৩৫০০কিমি ব্যবহার অভিজ্ঞতা - মারুফা আকতার
2020-02-17
আমার ব্যক্তিগত এবং চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি মোটরসাইকেল কিনেছি। আমার সেই মোটরসাইকেলটির নাম টিভিএস এক্স এল ১০০ সিসি। এই মোটরসাইকেলটি আমি ৬ মাস আগে কিনেছি এবং ৩৫০০ কিমি চালিয়েছি। মোটরসাইকেলটি আমি ৬ মাস চালিয়ে বুঝতে পেরেছি এর ইঞ্জিন পারফরমেন্স অনেক ভাল। তবে আমি বর্তমানে একটি সমস্যা নি...
English
Bangla
-
টিভিএস এক্সএল১০০ ৫,০০০কিমি ব্যবহার অভিজ্ঞতা - ফারহানা আকতার
2020-02-13
আমি ফারহানা আক্তার। বলতে পারেন চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্যই বাইক আমার বেশি প্রয়োজন। শুধু যে চাকুরির কাজে তা ঠিক না আমার বয়সটাও বেশ হয়েছে তাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার কাজেও টিভিএস এক্স এল ১০০ সিসি বাইকটি আমার অতি প্রয়োজনীয় একটি বাহন। এটি আমার জীবনের প্রথম বাইক। আগে এই ধরনের বাইক গুলোতে বাইসাই...
English
Bangla
-
টিভিএস উইগো স্কুটার ৪০০০কিমি রাইডিং অভিজ্ঞা - হাফিজা খাতুন
2020-02-11
শহরের ট্র্যাফিক জ্যাম, ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো এই সকল সমস্যা নিরসনের জন্য মানুষ এখন নিজের ব্যাক্তিগত বাহনকে বেশি প্রাধান্য দিচ্ছে। পক্ষান্তরে সেই ব্যাক্তিগত বাহনগুলোর মধ্যে স্কুটার অন্যতম। জ্বালানী খরচ কম, আরামদায়ক, জিনিসপত্র রাখায় স্থান ইত্যাদি বিভিন্ন সুবিধা থাকার ফলে স্কুটারের প্রতি আকর্ষ...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - জামিল হোসেন
2020-01-14
ছোটবেলা থেকেই আমি বাইকের প্রতি খুব আগ্রহী ছিলাম। তবে আমার কাছে ইন্ডিয়ান ব্র্যান্ডের বাইক গুলো খুব ভাল লাগত। তাই আমি বাইক কেনার সময় ইন্ডিয়ান ব্র্যান্ডের টিভিএস এপাচি আর,টি,আর ১৬০ সিসি বাইকটি সিলেকশন করি। এই বাইকটি আমি মাত্র ১৫ দিন যাবত ব্যবহার করছি এবং ৪০০ কিমি চালিয়েছি। এত কম সময়ের মধ্যে একটি বাইক সম...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ৪,০০০কিমি রাইডিং রিভিউ - টুটুল হোসেন
2020-01-13
ছোটবেলা থেকেই মোটরসাইকেল চালাতে আমার খুব ভাল লাগে। তাই আমি শখের বসেই টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। মোটরসাইকেলটির মাধ্যমে আমি যে কোন জায়গায় দ্রুত যাতায়াত করতে পারি। আমার পরিবারের সকল কাজের জন্য এই মোটরসাইকেল ব্যবহার করি। এই বাহনটি আমি ৬ মাস ব্যবহার করে প্রায় ৪০০০ কিমি চালিয়েছি। ...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১০,০০০কিমি রাইডিং রিভিউ - আশরাফুল ইসলাম
2020-01-11
সত্যিকার অর্থে আমার ইন্ডিয়ান ব্রান্ডের বাইকগুলো খুব ভাল লাগত। এই বিশ্বাস থেকেই আমি ইন্ডিয়ান ব্রান্ডের টিভিএস এপাচি ১৬০ সিসি বাইকটি কিনি। বাইকটি আমি ১ বছর যাবত ব্যবহার করছি এবং আমি এই ১ বছরে প্রায় ১০ হাজার কিলোমিটার রাইড করেছি। সব মিলিয়ে আমার কাছে এখন পর্যন্ত বাইকটি বেশ ভালো লেগেছে এবং টিভিএস তার আস্...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ২,০০০কিমি রাইডিং রিভিউ - খোকন আলী
2020-01-05
আমার বাইকের প্রতি ঝোঁক অনেক আগে থেকেই ছিলো। কারণ আমার বাইক রাইড করতে আমার খুব ভালো লাগে এবং বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে বা বিভিন্ন কাজে অনেক সহায়ক হয়। আমি যখন প্রথম বাইক কেনার সিদ্ধান্ত নিই তখন মানুষের মুখে মুখে টিভিএস মেট্রোপ্লাস এর বেশ প্রশংসা শুনি। তারা বলে এই বাইকটির তেল খরচ খুবই কম। আমার...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ৩,০০০কিমি রাইডিং রিভিউ - মনজুর রহমান
2020-01-05
পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবি। যেহেতু মার্কেটিং জব করি তাই আমি বহুদিন আগে থেকেই একটা মোটরসাইকেলের প্রয়োজন বোধ করছিলাম। তাই আমি কলিগদের সাথে পরামর্শ করে টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি কিনি। ভাল মাইলেজ পাবার আশায় মূলত আমি এই মোটরসাইকেলটি কিনেছি। আমি লক্ষ্য করে দেখেছি বাইকটির বডির প্লাস্টিক গুলো ...
English
Bangla
-
টিভিএস এক্সএল১০০ ৩,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - আয়ুব আলী
2019-12-27
আমার ব্যক্তিগত যাতায়াতের জন্য যে মোটরসাইকেলটি কিনেছি তার নাম হচ্ছে টিভিএস এক্স এল ১০০ সিসি। এটি আমি ৮ মাস যাবত ব্যবহার করেছি এবং প্রায় ৩০০০ কিমি পথ চালিয়েছি। এর আগে আমি দেড় মাসে ৪০০ কিমি পথ চালিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে আমি আবারো ৮ মাসে ৩০০০ কিমি চালিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি ...
English
Bangla
-
টিভিএস মেট্রো মোটরসাইকেল রিভিউ - শরিফুল ইসলাম
2019-12-27
আমি শরিফুল ইসলাম আজকে আমার টিভিএস মেট্রোপ্লাস বাইকটি সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। এটি আমার জীবনের ১ম বাইক। এই বাইকটি আমি গত ১ মাস আগে কিনেছি এবং এই সময়ের মধ্যে আমি প্রায় ৬০০ কিমি চালিয়েছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমার এই বাইকটি আমার পছন্দের সাথে এবং আমার বয়সের সাথে খুব ভাল মানা...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ৩,৫০০কিমি রাইডিং রিভিউ – সাব্বির হোসেন
2019-12-14
টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির মোটরসাইকেলটি আমি শখ করে কিনেছি। টিভিএস ব্র্যান্ডের প্রতি আমার আলাদাই টান ছিল। তাই আমি মোটরসাইকেল কিনার সময় আমি টিভিএস স্ট্রাইকারটি বেছে নিই। সাধারণ যাতায়াতের জন্যই মূলত এটি কিনেছি। মোটরসাইকেলটির হঠাৎ করেই দামটা অনেক কম হওয়াতে কিনেছি। এর আগে আমি মোটরসাইকেলটি ১ মাস ৬০০ ...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ৭,০০০কিমি রাইডিং রিভিউ - অসিত কুমার
2019-12-12
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অসিত কুমার। বাইক চালানোটা অনেকটাই আমার কাছে নেশার মত। যুবক বয়স থেকেই রাইড করছি। বর্তমানে আমি টিভিএস এর এপাচি আর,টি,আর ১৬০ সিসি বাইক রাইড করছি। মোটরসাইকেল একটি খুব জনপ্রিয় একটি বাহন। যার মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়। বলতে গেলে আমি এক জন বাইক প্রেমী ব্যাক্তি। বাইকের প্র...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ৭,০০০কিমি রাইডিং রিভিউ - রফিকুল ইসলাম
2019-12-09
আমি মোঃ রফিকুল ইসলাম, পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার চাকুরির ক্ষেত্রে একটি বাইক কেনা খুব জরুরি হয়ে পড়েছিল। তাই আমি আমার পছন্দের টিভিএর মেট্রোপ্লাস বাইকটি কিনি। আমি ভাল মাইলেজ পাবার আশায় মূলত এই বাইকটি কিনি। এটি আমি ৮ মাস যাবত ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় ৭০০০ কিমি পথ চালিয়েছি। তবে এই বাইকটি আমি পুর...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ৩,০০০কিমি রাইডিং রিভিউ - মওদুদ আহমেদ
2019-12-07
ডিজাইন, মাইলেজ, ব্রান্ড ভ্যালু, ইঞ্জিন পারফরমেন্স সব দিক থেকেই আমি বলবো এই সেগমেন্টে সেরা একটি বাইক হচ্ছে আমার এই টিভিএস মেট্রোপ্লাস। আমি এই বাইকটি কিনেছি মূলত আমার চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্য। বিশেষ করে ভাল মাইলেজ পাবার আশায়। এটি আমি ৪ মাস যাবত ব্যবহার করেছি এবং এখন পর্যন্ত রাইড করেছি মোট ৩০০০ ক...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ৪০০০কিমি রাইডিং রিভিউ - লালন উদ্দীন
2019-11-18
আমি মোঃ লালন উদ্দিন, বর্তমানে পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার কেনা মোটরসাইকেলটির নাম হচ্ছে টিভিএস এপাচি আর,টি,আর ১৬০ সিসি। এটি আমি ৬ মাস যাবত ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় ৪০০০ কিমি পথ চালিয়েছি। তবে এর আগে আমি ১ মাস বাইকটি ব্যবহার করে ৮০০ কিমি পথ চালিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। ঠিক ত...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস ১৫০০০কিমি রাইডিং রিভিউ - মিঠু
2019-10-30
আমরা সব সময় পাবলিক যোগাযোগের সুবিধা পাই না। তাই ১টা বাইক থাকলে ইচ্ছে স্বাধীনভাবে যাতায়াত করা যায়। সেজন্য সার্বিক দিক বিবেচনা করে আমি বাইক কেনার সিদ্ধান্ত নিই। যদিও মনে মনে আমার একটু দিধা তৈরী হয় যে কোন বাইকটা নিলে আমার জন্য পারফেক্ট হবে। অবশেষে আশেপাশের মানুষের কাছে টিভিএস মেট্রোপ্লাস বাইকটি দেখে এ...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ৯০০০কিমি রাইডিং রিভিউ – হেলাল খান
2019-10-16
টিভিএস স্ট্রাইকার বাইকটি আমার অনেক আগে থেকেই বেশ পছন্দের ছিল। তাই আমি যখন বাইক কেনার সিদ্ধান্ত নিই তখন সরাসরি শোরুমে গিয়ে টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেলটি কিনে ফেলি। আমি বিভিন্ন স্থানে সাধারণ যাতায়াতের জন্যই মূলত এই বাইকটি কিনেছি। এই বাইকটি আমি ১ বছর যাবত ব্যবহার করছি এবং প্রায় ৯০০০ কিমি পথ ...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার ১৩০০০কিমি রাইডিং রিভিউ – আরিফুল ইসলাম
2019-10-14
আমি একজন ব্যবসায়ী। তাই আমাকে প্রতিনিয়ত অনেক জায়গায় যাতায়াত করতে হয়। সেই জন্য আমি ২ বছর আগে টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির মোটরসাইকেল কিনেছি। আমি এযাবৎ প্রায় ১৩,০০০ কিমি পথ চালিয়েছি। আমার মোটরসাইকেলটি পছন্দের মূল বিষয় ছিল এর গ্রাফিক্যাল ডিজাইন ও মাইলেজ। বর্তমানে আমি মোটামুটি ভাল মাইলেজ পাচ্ছি। আমার মো...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল রিভিউ – রাকিবুল ইসলাম
2019-10-13
আমার পরিচয় আমি রাকিবুল ইসলাম। আমার মোটরসাইকেলটির নাম টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি। আমি আমার ব্যক্তিগত যাতায়াতের জন্যই মুলত এই মোটরসাইকেলটি কিনেছি। মোটরসাইকেলটি আমি ১ বছর ব্যবহার করে প্রায় ৮৫০০ কিমি পথ চালিয়েছি। এর গ্রাফিক্স ডিজাইন গুলো চমৎকার এবং এর তেলের ট্যাংকারের সাইডের প্লাস্টিক মোটরসাইকেলটি...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল রিভিউ – বোরহান আহমেদ
2019-10-10
আমার সাধ্যের মধ্যে কেনা টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির বাইকটি আমি ১ বছর যাবত ব্যবহার করছি। সাধারণ যাতায়াতের জন্য আমি এই বাইকটি কিনেছি। এর গ্রাফিক্স ডিজাইন গুলো দেখতে চমৎকার। এর তেলের ট্যাংকারের দুই পাশে প্লাস্টিক যুক্ত রয়েছে। এগুলো দেখতে প্রায় এপাচি আর,টি,আর বাইকের মত। এছাড়া এই বাইকের পিছনের ব্যাকলাই...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল রিভিউ – মাসুদ রানা
2019-09-26
টিভিএস ব্যান্ডের মোটরসাইকেল আমার আগে থেকেই বেশ পছন্দের। আমার লেখাপড়ার ক্ষেত্রে যাতায়াতের জন্য বাবা আমাকে টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির মোটরসাইকেল কিনে দিয়েছেন। এই মোটরসাইকেলটি আমি ৮ মাস যাবত ব্যবহার করে ৬৫০০ কিমি পথ চালিয়েছি কোন প্রকারের দূর্ঘটনা ছাড়াই। এর আগে আমি এই মোটরসাইকেলটি ৩ মাসে ২০০০ কিমি ...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - সিহাব
2019-07-18
আমার ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি বাইক খুব মিস করতাম। সব সময় আমি চেয়েছি সুন্দর আউটলুক যুক্ত একটি বাইক। তাই আমি আমার সাধ্যের মধ্যে টিভিএস এপাচি আরটিআর ১৬০ সিসি বাইকটি পছন্দ করে কিনি। এই বাইকটির গ্রাফিক্স ডিজাইন গুলো চমৎকার এবং এর বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত। বিশেষ করে এর গ্রাফিক্স ডিজ...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল রিভিউ - মাসুদ রানা
2019-04-15
আমি মাসুদ রানা। পেশায় আমি একজন ছাত্র। আমার লেখাপড়ার ক্ষেত্রে যাতায়াতের সুবিধার্থে ৫ মাস আগে টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। এযাবৎ আমি ৩০০০ কিমি পথ চালিয়েছি কোন দূর্ঘটনা ছাড়াই। এই মোটরসাইকেলটি দেখতে মোটামুটি ভাল। এর বডির প্লাস্টিক গুলো মজবুত। আমি প্রায় প্রতিদিন ২০ থেকে ৩০ কিমি পথ ...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল রিভিউ – ফাহিম হোসেন
2019-04-11
পড়াশুনা শেষ করে সবে মাত্র ছোটখাটো একটি ব্যবসা শুরু করেছি। এই ব্যবসা পরিচালনা করার জন্য আমাকে প্রায় প্রতিদিন বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। আমার যাতায়াতের সুবিধার্থে টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির মোটরসাইকেলটি কিনেছি। এই মোটরসাইকেলটি ৬ মাস চালিয়ে প্রায় ৪০০০ কিমি পথ চালিয়েছি কোন সমস্যা ছাড়াই। মোটরস...
English
Bangla
-
টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল রিভিউ – জাহাংগীর আলম
2019-04-08
স্বল্প দামে ভাল ডিজাইন যুক্ত বাইক হচ্ছে আমার এই টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি। এই বাইকটা টিভিএস এপাচি বাইকের সাথে কিছুটা মিল রয়েছে। বিশেষ করে ফ্লুয়েল ট্যাংকার ও পিছনের ব্যাক লাইটের প্রায় মিল রয়েছে। রাতে এর হেড লাইট থেকে আমি পর্যাপ্ত আলো পাই এবং এর সুইচ গুলো ব্যবহার করতে আমার কোন ঝামেলা হয় না। বাইকটি চাল...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - আকাশ খান
2019-04-06
নামিদামি ব্যান্ডের মোটরসাইকেলের মধ্যে টিভিএস একটি। টিভিএস ব্যান্ডের প্রায় সব গুলো মডেলের মোটরসাইকেলই আমি ব্যবহার করেছি। সর্ব শেষ বাজারে এসেছে টিভিএস এপাচি আর টি আর ১৬০ ভি৪ ডাবল ডিস্ক। মোটরসাইকেলটি যেদিন প্রথম শোরুমে আসে সেদিন থেকেই এটি ব্যবহার করছি। এই মোটরসাইকেলটি কিনার উদ্দেশ্য হল এটির গ্রাফি...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - রুবেল হোসেন
2019-03-24
সাধারণ যাতায়াতের জন্য আমি টিভিএস এপাচি আর টি আর ১৬০ সিসির মোটরসাইকেল কিনেছি। ৫ মাস আগে মোটরসাইকেলটি কিনার মধ্যে দিয়ে অনেক দিনের স্বপ্নটি পূরণ হয়। এই মোটরসাইকেলের আউটলুক অনেক সুন্দর হওয়ায় এক দেখাতেই এটি পছন্দ করে কিনি। এর গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি এর ইঞ্জিন পারফরমেন্সও চমৎকার। কন্ট্রোল ও কনফোর্...
English
Bangla
-
টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল রিভিউ - আব্দুল করিম
2019-03-21
আমার ব্যবসায়ের কাজের যাতায়াতের জন্য টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। এটি আমার জীবনের ১ম বাইক এবং এটি দিয়েই আমি প্রথম বাইক চালানো শিখেছি। দেড় বছর মোটরসাইকেলটি ব্যবহার করে প্রায় ৮০০০ কিমি চালিয়েছি। মোটরসাইকেলটির ডিজাইন মোটামুটি সুন্দর যা প্রায় সকলের সাথেই মানানসই একই সাথে এর ইঞ্জি...
English
Bangla
-
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - অন্তর
2019-02-26
টিভিএস এপাচি আর টি আর ১৬০ সিসি আমার জীবনের ১ম বাইক এবং আমি ৬ মাস আগে বাইকটি কিনেছি। ইতোমধ্যে ৩০০০ কিমি পথ চালিয়েছি পেশায় আমি একজন ব্যবসায়ী।যার ফলে আমাকে প্রায় প্রতিদিনই বাইক ব্যবহার করতে হয়.বাইক কিনার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিলো বাইকটির আউটলুক. এর গ্রাফিক্স ডিজাইন গুলো আমার খুব পছন্দের এবং এর বডি...
English
Bangla