RTR 4V Crashed | Sirajganj-Tangail Highway |
![]() Description X
TVS Apache RTR 4V Crashed on Sirajganj-Tangail Highway | 2WheelersLife
এক্সিডেন্টটি হয়েছিলো সিরাজগঞ্জ টাঙ্গাইলের সেই ওয়ান ওয়ে হাইওয়েতে , যেই রাস্তা টা সম্পর্কে আমি এর আগেউ ২/১ টা ভিডিওতে বলেছি । এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও , অইদিন আমরা ২ টা টিম মিলে সিরাজগঞ্জ চায়না বাধে ঘুরতে যাইতেছিলাম। ২ টা টিমের মাঝে একটা ছিলো আমাদের টিম অর্থাৎ নাটোর বাইক রাইডারস(Natore Bike Riderz - NBZ ) এবং অন্যটি ছিলো ওয়াই আর সি নাটোর (YRC Natore)। যেই আর টি আর ফোর ভি (RTR 4v) টি এক্সিডেন্ট করছিল সেই আর টি আর ফোর ভি টি আসছিল YRC Natore এর সাথে । যতটুকু শুনেছি বা জেনেছি সে বাইকটি নতুন কিনছে , নতুন চালক এবং হাইওয়েতে রাইডিং এ যেই দক্ষতাটা প্রয়োজন সেখানেও কমতি রয়েছে। একদম বামের লেনে একটা জমা ঠেলাগাড়ি ছিল আর সে মোটামটি স্পিডে ছিলো এবং সেই সময়েই উল্টোপথের বাস একটু চাপ দেয় এবং সে কন্ট্রোল করতে না পেরে সেই ঠেলাগাড়িতে মেরে দেয় আর ঠেলেগাড়ির পেছনে একজন মানুষ ছিলো , সে ও আহত হয়েছিল । পরে আমরা তার বাইক টা রেখে দেই এবং প্রাথমিক চিকিৎসার পরে তাকে এবং তার সাথে আর একজনকে কার এ তুলে দিয়ে নাটোরে পাঠিয়ে দেই এবং ঠেলাগাড়ির পেছনে থাকা আহত ব্যাক্তিটাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয় । যদিও এটি একটি দুর্ঘটনা তারপরেউ আমি মনে করি এটা হাইওয়ে রাইডিং এ অদক্ষতা । কারণ ওয়ান ওয়ে রোডে এইরকম অনেক সিচুয়েশানের ই সম্মুখীন হতে হয় । যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে তাই আমদের সবসময় সতর্ক থাকতে হবে । please be noted"Speed is nothing without control so please Ride at your own limit ????" #RTR_4v_Crashed |
TVS Apache RTR 4V Crashed on Sirajganj-Tangail Highway | 2WheelersLife
এক্সিডেন্টটি হয়েছিলো সিরাজগঞ্জ টাঙ্গাইলের সেই ওয়ান ওয়ে হাইওয়েতে , যেই রাস্তা টা সম্পর্কে আমি এর আগেউ ২/১ টা ভিডিওতে বলেছি ।
এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও , অইদিন আমরা ২ টা টিম মিলে সিরাজগঞ্জ চায়না বাধে ঘুরতে যাইতেছিলাম। ২ টা টিমের মাঝে একটা ছিলো আমাদের টিম অর্থাৎ নাটোর বাইক রাইডারস(Natore Bike Riderz - NBZ ) এবং অন্যটি ছিলো ওয়াই আর সি নাটোর (YRC Natore)।
যেই আর টি আর ফোর ভি (RTR 4v) টি এক্সিডেন্ট করছিল সেই আর টি আর ফোর ভি টি আসছিল YRC Natore এর সাথে ।
যতটুকু শুনেছি বা জেনেছি সে বাইকটি নতুন কিনছে , নতুন চালক এবং হাইওয়েতে রাইডিং এ যেই দক্ষতাটা প্রয়োজন সেখানেও কমতি রয়েছে।
একদম বামের লেনে একটা জমা ঠেলাগাড়ি ছিল আর সে মোটামটি স্পিডে ছিলো এবং সেই সময়েই উল্টোপথের বাস একটু চাপ দেয় এবং সে কন্ট্রোল করতে না পেরে সেই ঠেলাগাড়িতে মেরে দেয় আর ঠেলেগাড়ির পেছনে একজন মানুষ ছিলো , সে ও আহত হয়েছিল । পরে আমরা তার বাইক টা রেখে দেই এবং প্রাথমিক চিকিৎসার পরে তাকে এবং তার সাথে আর একজনকে কার এ তুলে দিয়ে নাটোরে পাঠিয়ে দেই এবং ঠেলাগাড়ির পেছনে থাকা আহত ব্যাক্তিটাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয় ।
যদিও এটি একটি দুর্ঘটনা তারপরেউ আমি মনে করি এটা হাইওয়ে রাইডিং এ অদক্ষতা । কারণ ওয়ান ওয়ে রোডে এইরকম অনেক সিচুয়েশানের ই সম্মুখীন হতে হয় । যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে তাই আমদের সবসময় সতর্ক থাকতে হবে ।
please be noted"Speed is nothing without control so please Ride at your own limit ????"
#RTR_4v_Crashed