পাথরের খনি, পঞ্চগড়। |
Description X
পাথরের খনি, পঞ্চগড়।
ব্যবসায়ীক কাজে ঘুরতে গিয়ে আমার চোখ তো পুরাই কপালে উঠে গিয়েছিল। আল্লাহপাক কোথায় যে কি রেখে দিয়েছেন তা বোঝা দ্বায়। মাটি খুড়লেই টনকে টন পাথর বের হয়ে আসছে। নদীর পানির নিচেও পাথর আর পাথর। |