MotorcycleValley Watch কী?
এই সেকশনটি বাইক সম্পর্কিত ভিডিও প্রকাশের জন্য। মোটরসাইকেলভ্যালী ছাড়াও যারা বাইক নিয়ে ভিডিও/ভ্লগিং করে থাকেন তাদের ভিডিও সবার মাঝে আরো বেশি বেশি পৌছে দেবার লক্ষেই তৈরী হয়েছে Watch সেকশনটি। বাইক ভিডিও/ভ্লগিং এর সবচেয়ে বেশি সংখ্যক ভিডিও রয়েছে MotorcycleValley Watch এ। আপনি ভ্লগার হলে চ্যানেল তৈরী করে আপনার ভিডিও শেয়ার করতে পারেন। আর সাধারন ইউজার হলে বাইক সম্পর্কিত সকল ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন।

Term and Condition
1.আপনার ইউটিউব চ্যানেল এ কমপ্ক্ষে ৫০০ সাবস্ক্রাইবার থাকতে হবে
2.আপনার ভিডিও টি অবশ্যই বাইক সম্পর্কিত হতে হবে
3.মোটরসাইকেলভ্যালীর সিদ্ধান্তই চূড়ান্ত


পেমেন্ট:
1. পেমেন্টগুলো পরবর্তী মাসের ১৫-২৫ তারিখের মধ্যে প্রদান করা হবে।
2. সর্বনিম্ন পেমেন্ট ১০০ টাকা। কোনো মাসে ১০০টাকা পূর্ন না হলে তা পরবর্তী মাসের সাথে যুক্ত হবে।


Help

কিভাবে সদস্য হবেন?
1. https://www.motorcyclevalley.com/watch/ গিয়ে লগ-ইন/সাইন-আপ অপশনে ক্লিক করুন
2. লগ-ইন/সাইন-আপ page এ গিয়ে উপরে Signup এ ক্লিক করুন অথবা নিম্নের “নতুন সদস্য? সাইনআপ করুন” বাটনটি ক্লিক করুন


3. Signup পেজ এ গিয়ে আপনার নাম, ই-মেল, মোবাইল এবং যোগফলটি করে সাবমিট করুন
4 আপনার উপরের সব তথ্য সঠিক থাকলে একাউন্ট রেডি হবে এবং motorcyclevalley তে আসার জন্যে আপনাক reward point দেওয়া হবে

কিভাবে চ্যানেল খুলবন ?
1. Login/Signup করার পর আপনি আপনার নাম এ ক্লিক করে “Manage My Profile” অথবা “Dashboard” ক্লিক করুন এবং আপনার প্রফাইলটি আপডেট করুন
2. Profile পেজ এ গিয়ে উপরের সব নিয়মাবলী মেনে আপনার প্রোফাইল টি আপডেট করুন যেখানে আপানার ঠিকানা, জন্ম তারিখ এবং আপনার ফেসবুক এ যেয়ে আপনার ফেসবুক প্রোফাইল এর লিঙ্কটি সাবমিট করবেন। এই সব তথ্যগুলি কর্তৃপক্ষ ছাড়া কেউ দেখতে পাবেনা
3. আপডেট এর পরে আপনি back বাটনটি ক্লিক করে watch পেজ এ আসুন
4. Watch পেজ থেকে আপনি নাম এ ক্লিক করে Dashboard এ ক্লিক করুন
5. Dashboard এ আপনি Create Channel বাটনটি ক্লিক করুন
6. আপনার Channel এর নাম, আপনার youtube channel এর লিঙ্ক এবং Channel এর profile picture, cover picture সাবমিট করবেন
7. অবশ্যই আপনার youtube channel এ ৫০০টি subscriber থাকা লাগবে তা না হলে আপনার Channel টি এইখানে অনুমোদন দেওয়া হবেনা
8. আপনার Channel টি সাবমিট করার পর ৭২ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ করে আপনার চ্যানেলটি motorcyclevalley.com কর্তৃপক্ষ কর্তৃক যোগ্য বিবেচিত হলে অনুমোদন করে মনিটাইজেশনের আওতায় আনা হবে।

কিভাবে ভিডিও এ্যাড করবেন ?
1. https://www.motorcyclevalley.com/watch/ গিয়ে লগ-ইন করুন
2. আপনার motorcyclevalley তে account না থাকলে Signup করুন
3. লগ-ইন /সাইন-আপ সম্পন্ন হলে উপরের মেনু থেকে আপনার নামের উপর ক্লিক করে Dashboard এ ক্লিক করুন

Dashboard এ গিয়ে Video Add বাটনে ক্লিক করুন

1. Title: ভিডিও এর নাম/টাইটেল লিখুন বা ইউটিউব থেকে কপিপেষ্ট করুন
2. Details: ভিডিও এর বিস্তারিত লিখুন বা ইউটিউব থেকে কপিপেষ্ট করুন
3. Tags: ভিডিও এর Tag গুলো লিখুন যেমন: Mrk Sabuz, coxsbazaar tour, Bike Vlog, Nijhumdip
4. Youtube Share Link: আপনার ইউটিউব ভিডিওর শেয়ার বাটন ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি নিচে পেস্ট করুন
5. Thumbnail Photo সিলেক্ট করুন
6. Submit এ ক্লিক করুন
7. আপনার ভিডিওটি এডমিনের অনুমোদনের জন্য অপেক্ষমান

Youtube Share Link যেভাবে পাবেন
আপনি ইউটিউব এর যে ভিডিওটি এড করতে চান সে ভিডিওতে যান, ভিডিওর নীচে Share বাটনে ক্লিক করুন। পরের বক্স থেকে Copy বাটনে ক্লিক করুন