শ্রীমঙ্গলের নিরালাপুঞ্জির জীবনযাত্রা এবং অসাধারন পরিবেশ উপভোগ করলাম আমরা ক'জন বাইক নিয়ে।

শ্রীমঙ্গলের নিরালাপুঞ্জির জীবনযাত্রা এবং অসাধারন পরিবেশ উপভোগ করলাম আমরা ক'জন বাইক নিয়ে।

Description X
শ্রীমংগল শহর থেকে আদি নীলকন্ঠ চা কেবিনের রাস্তা ধরে সোজা এগুতে থাকুন। রাবার বাগান এবং চা বাগানের অপরূপ সৌন্দর্য আপনার চোখ ধাদিয়ে দিবে। নিরালাপুঞ্জি যাবার পথে আপনাকে পারি দিতে হবে বেশ কয়েকটা কোম্পানির চা বাগান।তার মধ্যে ফিনলে চা বাগান উল্লেখযোগ্য। পাহাড়ী পরিবেশ,চা বাগানের মাঝ দিয়ে ছুটে চলা আঁকা বাঁকা পিচঢালা রাস্তা আপনার মনের কোণে এক অনাবিল প্রসান্তি এনে দিবে।আপনার গলায় চলে আসবে গান।
যেতে পারেন সিএনজি অথবা জিপ (চান্দের গাড়ী) নিয়ে। তবে সিএনজির চেয়ে জিপ নিয়ে যাওয়াটা ভাল।কেননা জিপ নিয়ে গেলে আপনি নিরালাপুঞ্জির মূল পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন। যাবার সময় অবশ্যই শুকনো খাবার এবং পানি সাথে নিয়ে যাবেন। ওখানে তেমন কোন দোকান পাট নাই।
692 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন