একটা ছোট ভুলও আপনার বাইকের ইতি টেনে দিতে পারে। Small Tips for You

একটা ছোট ভুলও আপনার বাইকের ইতি টেনে দিতে পারে। Small Tips for You

Description X
একটা মোটরসাইকেল মেইনটেইন করা যেমন সহজ তেমনি অনেক কঠিন। আপনাকে সবগুলো দিক খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। খুব সাধারণ একটা বিষয় হচ্ছে মোটর সাইকেলের চেইন এডজাস্ট করা। কিন্তু এই চেইন অ্যাডজাস্টমেন্ট এ যদি কোন ভুল থেকে থাকে তাহলে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন যেকোনো মুহূর্তেই ডাউন হয়ে যেতে পারে। যেমন মোটর সাইকেলের চেইন যদি লুজ থাকে তাহলে এটি ছিড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার এর ফলে স্প্রকেটও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অন্যথায় যদি অতিরিক্ত টাইট থাকে তাহলে প্রতি মুহূর্তে ইঞ্জিনের উপর প্রেসার ক্রিয়েট করে যার ফলে চাকা ঘুরাতে ইঞ্জিনের বাড়তি শক্তি খরচ হয় এবং বেশিরভাগ সময়ই ইঞ্জিন এর ভেতরে থাকা বিয়ারিং গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আমরা আমাদের অতি প্রিয় মোটরসাইকেলের অনেক যত্ন নিই, কিন্তু সামান্য একটা অবহেলার কারণে সবকিছুই বন্ধ হয়ে যেতে পারে।
923 views 1 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন