Yamaha Banner
Search

ইয়ামাহা এমটি -১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা সাইফুর রহমান

English Version
2021-01-14
Owned for 0-3months   []   Ridden for 1000-5000km


This user provides ratings about this bike


  9 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Unique Motorsports, Rajshahi

ইয়ামাহা এমটি -১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা সাইফুর রহমান


yamaha-mt15-user-review-by-sayfur-rahman.jpg
যখন থেকে আমি মোটরসাইকেল সম্পর্কে জানতে শুরু করি ঠিক তখন থেকেই আমি ইয়ামাহা বাইক ভালবাসি। বিগত ৬ বছর ধরে আমি ইয়ামাহা এফজেডএস ব্যবহার করছি এবং এই ছয় বছরের যাত্রা ছিল দুর্দান্ত। কিছু দিন আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটি বাইক কিনব যা হবে আধুনিক এবং আকর্ষনিও ফিচারযুক্ত। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই বাইকটি ইয়ামাহা বাইক হতে হবে। আমি ইন্টার্নেটে খোজ শুরু করেছিলাম এবং একদিন আমি দেখলাম এমটি-15 নামের এই ছোট আকারের স্টাইলিশ বাইক বাজারে এবং কোন সময় নষ্ট না করে ইয়ামাহা এমটি -15কিনে ফেলার সিদ্ধান্ত নিলাম যা নিয়ে আমি খুশি। গত ২ মাস ধরে এই বাইকটি আমার সাথে রয়েছে এবং আমি বাইকের পার্ফরমেন্সে সন্তুষ্ট। যদিও আমি কেবল ১৫০০ কিলোমিটার রাইড করেছি কেবল, তবে এই বাইকটি সম্পর্কে আমার ফার্স্ট ইম্প্রেশন দুর্দান্ত। আমি কোন ফিচারগত সমস্যা পাইনি, তবে আমার কিছু ডিজাইনের সমস্যা মনে হয়েছে। তাহলে চলুন আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, যা আমি এই বাইকটি চালানোর দুই মাস ধরে জড়ো হয়েছে।

ভালো দিকগুলিঃ

- রঙিন গ্রাফিক্স এবং এই বাইকের সামনের অংশ সত্যই অতিরিক্ত সুন্দর।আমি সত্যিই হেডল্যাম্প এর ডিজাইন পছন্দ করি।
- এই বাইকটিতে দুর্দান্ত কন্ট্রোলিং রয়েছে। আকারে ছোট, এ কারণেই টার্নিং রেডিয়াস অনেকটা কম। আমি সহজেই বাইকঘুরিয়ে ফেলতে শহর এবং হাইওয়েতে। এছাড়াও যেকোন রাস্তাতেই আমার রাইডগুলি দুর্দান্ত।
-ব্রেক অনেক ভাল, তবে আমি আরও ভাল প্রত্যাশা করেছি।
- এটির আর 15 এর মতো গতি রয়েছে। কারণ ইঞ্জিন শক্তিও একই রকম। ইঞ্জিনের দ্রুত স্পীড রয়েছে এবং মাইলেজটি আমার কাছে ভাল বলে মনে হচ্ছে।
- যদিও এই বাইকটি এখন ব্রেক-ইন পিরিয়ডে রয়েছে, তবে মাইলেজটি 40+। দুর্দান্ত সাউন্ড এবং সম্পূর্ণ এফআই পারফরম্যান্স। আমি সত্যিই এই বাইকের ইঞ্জিনে উপভোগ করছি।

খারাপ দিকগুলি:

- আমাকে বিরক্ত করার বিষয়টি হল পিলিয়ন সীট। এটা সত্যিই খুব ছোট। কমপক্ষে একজন ব্যক্তির এটিতে বসার অবস্থান থাকা উচিত।
- আমি মনে করি সামান্য কিছুটা বড় ট্যাঙ্কার প্রয়োজন।

একদিনে আমি এখনও পর্যন্ত আমার বাইকটি সহ ৫০ কিলোমিটার যাত্রা করেছি। সেদিন আমি চারদিক থেকে বেশ স্বাচ্ছন্দেই ছিলাম। এবং আমি মনে করি এই বাইকটি দীর্ঘ ভ্রমণের জন্য উপযুক্ত হবে। সামগ্রিকভাবে আমার কোনও বড় অভিযোগ নেই, তবে আমি আগেই বলেছি যে কেবল একটি প্রযুক্তিগত ইস্যু, বা সমস্যায় রয়েছে যা হচ্ছে ছোট আকারের পিলিয়ন সীট। সব মিলিয়ে আমি খুশি।
ধন্যবাদ সবাইকে।


Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha MT 15

Yamaha MT15 ব্যবহার অভিজ্ঞতা – শাহরিয়ার আকাশ
2023-05-20

আমার কাছে মনে হয় যে , প্রথমেই যে কেউ এই বাইকের লুকস এক নজরে দেখে পছন্দ করে নিবে কারণ এর নেকেড স্পোর্টস লুকস আমার কাছ...

Bangla English
Yamaha MT 15 ভাল ও মন্দ দিক
2022-04-11

বলা যেতে আরে Yamaha MT 15 হচ্ছে R15 V3 বাইকের নেকেড ভার্শন। বাইকের ডীজাইন এবং ফিচারস মোটামোটি একই। এই বাইকেরও রয়েছে বেশ অনেক ...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ব্যবহারিক অভিজ্ঞতা ১৬০০০কিমি শাহরিয়ার আহমেদ
2021-07-10

বাইক রাইড আমার অনেক ছোটবেলা থেকেই ভালো লাগে। সেই ভালোলাগা ভালবাসায় কবে রূপান্তর হয়েছে ঠিক জানিনা। অনেক আগে থ...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ৪৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা আব্দুল মান্নান
2021-04-10

আমি আব্দুল মান্নান এবং বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটা হল ইয়ামাহা এমটি১৫ । এই বাইক নিয়ে আমি আজ আমার স্বল...

Bangla English
ইয়ামাহা এমটি -১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা সাইফুর রহমান
2021-01-14

যখন থেকে আমি মোটরসাইকেল সম্পর্কে জানতে শুরু করি ঠিক তখন থেকেই আমি ইয়ামাহা বাইক ভালবাসি। বিগত ৬ বছর ধরে আমি ইয়া...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা তুষার রবিন
2020-12-12

আমি ইয়ামাহা ইয়ামাহা MT 15 যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই এই বাইকটি আমার জন্য কিনব ভেবে সিদ্ধান্ত নিয়েছি।বিগত এ...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা মুসা আলিফ
2020-08-17

বাইক কেনার পূর্বে বাইকের ফিচারস , রাস্তায় পারফরমেন্স যাচাই বাছাই করে নেওয়া অবশ্যক। আমি বাইক কেনার আগে বাইকের ডিজ...

Bangla English
ইয়ামাহা এমটি-১৫ ফীচারস রিভিউ
2019-08-06

ইয়ামাহা মোটরসাইকেলগুলোর অনেক ফ্যান এবং ব্যবহারকারী দেখা যায়। বর্তমান সময়ে তারা বিভিন্ন ধরনের বাইক বাজারে নিয়...

Bangla English
Filter