Is this review helpful?
This user provides ratings about this bike

Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for moneyThis bike is purchased from Runa Enterprise, Rajshahi


আমার পরিবার অনেক বড় এবং পেশাগতভাবে কমবেশি সবাই ব্যবসায়ী আর ব্যবসার কাজ সময়ের মধ্যে না শেষ করলে অনেক জটিলতায় পড়তে হয় তাই একটা মোটরসাইকেল হলে আমাদের সকলেরই অনেক উপকার হবে এই কথা মাথায় রেখে ৪ মাস আগে সুজুকি হায়াতে ইপি বাইকটা ক্রয় করি আমাদের উপজেলার স্বনামধন্য সুজুকি শোরুম থেকে। এখন পর্যন্ত আমি এবং আমার বাড়ির লোকজন মিলে এই বাইকটা চালিয়েছি প্রায় ১৭০০ কিলোমিটার। বলা বাহুল্য যে এই মোটরসাইকেলটা যে উদ্দেশ্যে কেনা সে উদ্দেশ্য ব্যতীত অন্য কোন কারনে ব্যবহার হয় না। যার কারনে বাইকটার বয়স ৪ মাস হয়ে গেলেও খুব সামান্যই চালানো হয়েছে। আমার হাতে বাইকটাতে আমি সর্বোচ্চ গতি উঠিয়েছি ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং একটানা চালিয়েছি ৮০ কিলোমিটার। এই অবস্থায় বা এইরকম ব্যবহারে আমি কোন সমস্যা টের পায় নি।
অন্যদিকে এখন পর্যন্ত আমার দেখা আমার বাইকের প্রায় সবকিছুই ভাল লেগেছে। সরাসরি খারাপ বলার মত তেমন কোনকিছু আমি এখনও খুজে পায় নি। আমি নিজে চালাতে গিয়ে মাঝে মাঝে গিয়ার এডজাস্টমেন্টে সমস্যা মনে হয় তবে সেটা অবশ্যই বাইকের কোন সমস্যা না আমি মনে করি সেটা আমার নিজের বাইকের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা।
একই সেগমেন্টের বা একই ক্যাটেগরির আরও অনেক বাইক থাকার পরেও কেন আমি সুজুকি হায়াতে ইপি বাইকটা নিলাম? আমার এই বাইকটাই পছন্দ হয়েছিল, কারন এর ডিজাইন এবং লুক এমনভাবে তৈরি যা যেকোন রাইডারের সাথে খুব ভাল মানাবে আর সুজুকি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ব্রান্ড আর তাদের সার্ভিস বা কোয়ালিটি নিয়ে আমাকে কখনই ভাবতে হবে না এইসকল বিষয় মাথায় রেখে আমি আর অন্য কোন শোরুমে বাইক দেখতে যায় নি।
মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি বর্তমানে গড়ে মাইলেজ পাচ্ছি ৫২ কিলোমিটার প্রায়। আমার বাইকটা এখনও নতুন অবস্থাতেই আছে আর এই অবস্থায় যদি আমি এই মাপে মাইলেজ পাই তাহলে সামনের দিনে আমি আরও ভাল মাপে মাইলেজ পাবো বলে বিশ্বাস করি।
Is this review helpful?
বাংলাদেশ তথা সারাবিশ্বে সুজুকি একটি জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী। আমাদের দেশের বাজারে যদি সেরা তি...
Bangla Englishআমার মতে, খুব ভোরে যাদের অফিস ধরার তাড়া আছে, মোটরসাইকেল তাদের জন্য অন্যতম সেরা বাহন। আমি সেই তালিকায় তালিকাভুক্...
Bangla Englishআমার ব্যক্তিগত এবং ব্যবসায়ীক প্রয়োজনে মোটরসাইকেল ব্যতীত অন্যকোন যান খুজে পাচ্ছিলাম না সময় মত সকল কর্ম সম্পাদনে...
Bangla Englishআমার পরিবার অনেক বড় এবং পেশাগতভাবে কমবেশি সবাই ব্যবসায়ী আর ব্যবসার কাজ সময়ের মধ্যে না শেষ করলে অনেক জটিলতায় পড়তে...
Bangla English