Sunra
Yamaha Banner
Search

English Version
2024-06-29

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+

suzuki-gixxer-fi-abs-bike-user-review-by-md-maxudul-islam-1719643616.webp

আসসালামু ওয়ালাইকুম আমি মোঃ মাক্সুদুল ইসলাম আজ আমি আপনাদের সাথে আমার Suzuki Gixxer fi abs এর কিছু ভালো ও মন্দ দিক এবং এই বাইকটি কেনার মূল কারন কি ছিল এগুলা নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো

সবার পছন্দের মত আমারও ছোট বেলা থেকেই পছন্দ ছিল। বাসা থেকে বাবা মা বাইক কিনে দিতে চাইত না একটু ভয় পেত বিভিন্ন দুর্ঘটনা দেখে অবশেষে আমি রাজশাহী প্রকৌশলীও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট ) ভর্তি হবার পর টিউশনি করে আমি নিজে টাকা জমিয়ে বাইক ক্রয় করি । zongshen ED80

এর পর ধিরে ধিরে সময়ের সাথে পরিবর্তন করি Suzuki Gixxer Monotone বাইক টি ব্যবহার করেছি তার কিছু দিন পর Honda CBR 150R Repsol ABS ব্যবহার করি তবে যা ফ্যামিলি নিয়ে চলাচল করা যায় না সিটিং পসিশন খুবই সমস্যাই ফেলেছে এবং এর পার্টস সবসময় পাওয়া যায় না । তাই পরিবর্তন করতে দেরি করি নি রাজশাহী শহরের Abdullah motors এ চলে যাই বাইক ক্রয় করতে। এখন পর্যন্ত আমি ১ বছর ১ মাস বাইক চালিয়েছি ১৩০০০ কিলমিটার বাইকের কিছু ভাল এবং মন্দ দিক নিয়ে আলোচনা করবো

কেন এই Suzuki Gixxer fi abs নিলাম ?

প্রথমেই বলেছি ফ্যামিলি নিয়ে একটু চলাচল করা কষ্ট সাধ্য ছিল তাই Suzuki Gixxer fi abs নিয়ে ফেললাম যার ভাল দিক গুলা আমাকে অনেক টাই সস্থিতে ফেলেছে ।

১. মাইলেজ সবসময় আমাকে ভাল দিয়েছে সিটির মধ্যে ৪৫+ দিয়েছে এবং হাইওয়ে তে ৫০+ দিয়েছে যা আমার কাছে বেস ভাল লেগেছে ।

২. বাইকের হ্যান্ডেল খুবই আরাম দায়ক দীর্ঘক্ষণ বাইক চালালে হাতে ব্যাথা অনুভব হয় না ।

৩.এবিস ব্রেক যা আমার কাছে বেস ভাল পারফরমান্স দিয়েছে।

৪. আউট লুক না বললে নয় ১০ এ ১০ আমাকে সবসময় আকৃষ্ট করেছে ।

৫. সিটিং নিয়ে কোন সমস্যা নাই যা অন্য বাইকের থেকে আমি fi abs কে আমিএগিয়ে রেখেছি ।

একদিনে সর্বচ্চ প্রায় ২০০ কিমি পথ পারি দিয়েছি যদিও । এবংআমি নিজেও খুব বেশি গতি পছন্দ করি না তবে এখন পর্যন্ত ১০৭ কিলো মিটার সর্বচ্চ গতিতে বাইক টি রাইড করেছি।সব মিলিয়ে যদি বলি আমার কাছে পারফরমেন্স সব সময় বেস ভাল লাগে।

তার পর ও দিন শেষে এটি একটি মেসিন কিছু জিনিসের ত্রুটি তো থাকছেই:

১. বল Racer একটু সমস্যা ৬/৭ হাজার কিলোমিটার চালানোর পর একটু ঝামেলা মনে হয়েছে ।

২. Engine Hitting এই সমস্যা টা একটু বিরক্তিতে ফেলেছে আমাকে।

৩. এছাড়া আমার কাছে মনে হয়েছে বাইক এর পার্টস এর দাম টা একটু বেশি যা রাইদারদের জন্য একটু কষ্ট সাধ্য একটু কম হলে ভাল হত আমি মনে করি।

৪. করতিপক্ষের দিকের একটু দৃষ্টি আকর্ষণ করবো সার্ভিসিং এ একটু উন্নতি প্রয়োজন।

আশা করি এই বাইক নিয়ে আপনারা একটি ভালো ধারণা পেয়েছেন।

সব মিলিয়ে আমি বলবো যে Suzuki Gixxer FI ABS অনেক ভালো একটি বাইক এবং আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন.

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on New Suzuki Gixxer SF Carburetor

Suzuki Gixxer SF Carburetor ব্যাবহার অভিজ্ঞতা Musaddiq Ahmed Fahim
2024-10-03

বর্তমান সময়ে এসে বাইক কার না পছন্দ বাইক আমার শুরু থেকেই পছন্দ ছিল এবং খোঁজ করতে থাকলাম সুজুকি ব্র্যান্ডের দিকে ...

Bangla English
2024-06-29

আসসালামু ওয়ালাইকুম আমি মোঃ মাক্সুদুল ইসলাম আজ আমি আপনাদের সাথে আমার Suzuki Gixxer fi abs এর কিছু ভালো ও মন্দ দিক এবং এই বাইকট...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ কার্বুরেটর ব্যবহারিক অভিজ্ঞতা তানিম
2022-05-16

সুজুকি জাপানিজ একটি মোটরসাইকেল কোম্পানী এবং আমাদের দেশের বাজারে তাদের বাইকের অনেক বেশি চাহিদা রয়েছে। আমি লক্ষ্...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ কার্বুরেটর ব্যবহারিক অভিজ্ঞতা হৃদয়
2021-09-20

আমি অনেক আগে থেকেই বাইক চালাতে খুব পছন্দ করি। বাইক রাইড করতে করতে একটা পর্যায়ে গিয়ে বাইকের প্রতি ভালোবাসা আরও বেড়...

Bangla English
Filter