Yamaha Banner
Search

রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ

English Version
2020-05-10

রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ


Runner-Bolt-165R-Feature-Review

রানার! বাংলাদেশের মোটরসাইকেল বাজারে অন্যতম বিশ্বস্ত নাম। সবথেকে বড় বিষয়, তারা হচ্ছেন নিজস্ব বাংলাদেশী নির্মাতা। রানার সর্বদা চেষ্টা করে থাকে তাদের বাইকের মানের সাথে দামের নিখুঁত সংমিশ্রণ রাখতে, আর তাদের এই গুনের কারণে, খুব অল্প সময়ের মধ্যেই তারা আমাদের দেশের বাইকারদের বিশ্বাস অর্জন করেছে। রানার শব্দের প্রথম বর্ণমালা হল "আর" এবং এই R এর মানেই হচ্ছে "গ্রাহকদের অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ"(Respect customers feelings)। এ কারণেই তারা সর্বদা তাদের গ্রাহকের সেরাটা দেওয়ার চেষ্টা করে এবং এই সর্বোত্তম দেবার প্রচেষ্টা থেকেই রানার বাজারে নিয়ে এলো তাদের অন্যতম একটি সেরা বাইক “রানার বোল্ট ১৬৫” (RUNNER BOLT 165R )। এই বাইকটি স্টাইলিশ, এতে রয়েছে শক্তিশালী ১৬৫সিসি ইঞ্জিন রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল, অনন্য রানার বাইকের বডি ডিজাইন থেকে RUNNER BOLT 165R সম্পূর্ন ভিন্ন। ১৬৫ সিসি সেগমেন্টে রানারের কোনও বাইক ছিলনা তবে এখন তাদের রয়েছে এবং দেখে মনে হচ্ছে তারা সত্যই গ্রাহকদের কথা চিন্তা করে এবং তাদের সব থেকে ভালো বাইকটি দিতে চায়। অত্যাধুনিক এই বাইকের রয়েছে আধুনিক সকল বৈশিষ্ট্য যা রাইডাররা সবসময় আশা করেন। তাহলে আসুন আমরা আর সময় নষ্ট না করি এবং সরাসরি রানারের এই মনমুগ্ধকারী নতুন আগত বাইকের ফিচারস বা বৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হই।


Runner-Bolt-165R-Feature-Review-Bike

আকর্ষনীয় ফিচার সুমহঃ
• ডুকাটি স্টাইল বডি ফ্রেম
• সর্বাধিকসুবিধসহ সুলভ মূল্য
• আকর্ষোনীয় আধুনিক ফিচারস
• Upside-down সাস্পেনশন
• সাম্নের চাকায় বড় ডিস্ক প্লেট
• স্টাইলিশ Under body একশস্ট পাইপ
• টিউব্লেস টায়ার
• ডুয়াল ডিস্কব্রেক


Runner-Bolt-165R-Feature-Review-Design

ডিজাইন এবং স্টাইলঃ
এই নতুন বাইকের ডিজাইনের জন্য ডুকাটি স্টাইলের বডি ফ্রেম বেছে নেওয়া হয়েছে রানারের পক্ষথেকে, এটি পুরো বাইকটিকে আরোও আকর্ষোনীয় এবং স্পোর্টি লুক দিয়েছে। এছাড়াও উভয় দিকে থাকা থান্ডার এলইডি লাইট এবং এর কেসিং এই বাইকটিকে সামনে থেকে একটি নতুন আকর্ষণ এবং রোবোটিক লুক দিয়েছে যা খুবই আকর্ষোনীয়। কালো রঙের মিশ্রনের সাথে অন্যান্য কালার যেমন সাদা, লাল কিং ফুল ব্ল্যাক সকলের মনোযোগকে আকর্ষোন করতে যথেষ্ট। আন্ডার বডি মাফলার সিস্টেমটি কেবলমাত্র ভাল শব্দ এবং জ্বালানী খরচ কমিয়ে আনবে না, সেই সাথে বাইকের ডিজাইনেও নিয়ে এসেছে বাড়তি এক আকর্ষন। এই বাইকটির ডিজাইন আসলেও স্পোর্টি। সেই সাথে আকর্ষোনীয়
এবং বড় ফ্রন্ট ডিস্ক প্লেট, স্পোর্টি হ্যান্ডেলবার, স্প্লিট সিট, আকর্ষণীয় টায়ার হাগার এবং স্টাইলিশ ইঞ্জিন গার্ড, সব মিলিয়ে সত্যিকারের নেকেট স্পোর্টস বাইকের অনেক সামঞ্জস্যই এই বাইকে দেখা যায়।

বডি মেসারমেন্টঃ
রানার বোল্ট ১৬৫আর এর জন্য কেবল অনন্য ডিজাইনই নয়, সেই সাথে পারফেক্ট বডি ডাইমেনশনও সেট করা হয়েছে। বোল্ট ১৬৫ আর এর জন্য ২০০০ মিমি দৈর্ঘ্য, ৭৩০ মিমি প্রস্থ এবং ১০৮০ মিমি উচ্চতা ব্যাবহার করা হয়েছে। রাইডিং সিটের উচ্চতার জন্য পরিমাপটি রাখা হয়েছে ৭৭৫ মিমি এবং হুইলবেস ১৩৫০ মিমি সেট করা হয়। এই সমস্ত পরিমাপের সাথে, অন্যান্য কিট এবং বডি পার্টসসহ এই বাইকের ওজন ১৫০ কেজি। ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্কারও বাইকের ওজনের সাথে অন্তর্ভুক্ত।

ইঞ্জিন ট্রান্সমিশনঃ
একটি মেশিন তার চলাচলের ক্ষমতা্র মাধ্যমে পরিচিত, অতএব বাইকের ইঞ্জিনটি সন্তুষ্টজনক হওয়াটা খুবই জরুরু। রানার এই ১৬৫সিসি বোল্ট আর বাইকের জন্য তাদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছে। এই বাইকটি ১৬৪.৭৪ সিসি সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিনের সাথে নিয়ে আসা হয়েছে, যা ১৩.২ বিএইচপি @ ৭৫০০ আরপিএম সর্বাধিক শক্তি এবং ১৪ Nm @ ৭৫০০ আরপিএমসর্বাধিক টর্ক তৈরি করে। রানার দাবি করে থাকে এই বাইকটি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি সম্পন্ন। ইঞ্জিনের কম্প্রেশন রেশিও ৯.৩.১ সেট করা হয়েছে এবং এই ইঞ্জিনটি স্টার্ট করার জন্য কিক এবং ইলেক্ট্রিক স্টার্ট দুটি অপশনই রয়েছে। স্মুথ ইঞ্জিন ট্রান্সমিশনের জন্য এই বাইকের ইঞ্জিনের সাথে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। এছাড়াও, রানার দাবি করছেন, এই ইঞ্জিনটি সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স, দ্রুত এবং ঝামেলা মুক্ত চোকের ব্যাবহার এবং আরও ভাল টর্ক এবং শক্তির মিশ্রন পরিচালনা করতে সক্ষম।


Runner-Bolt-165R-Feature-Review-Rear-Tyre

টায়ার এবং ব্রেক:
এই বাইকের অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই বাইকের ব্রেক এবং টায়ারও গুরুত্বপূর্ন। বাইকের সামনে একটি বৃহত আকারের ডিস্ক এবং পিছনের দিকে নিয়মিত ডিস্ক ব্রেক রয়েছে। বড় আকারের ডিস্ক স্থাপনের পিছনে কারণগুলো হল, আগের থেকে বেশি নিয়ন্ত্রিত ব্রেকিং, আরোও বেশি স্থান নিয়ে থামানোর সক্ষমতা এবং আরও বেশি টর্ক তৈরী। অন্যদিকে, পেছনের ডিস্ক ব্রেক্ সম্মিলিতভাবে আরো ভালো নিয়ন্ত্রণ এবং নিখুঁত ব্রেকিং নিশ্চিত করবে।
রানার রানার বোল্ট ১৬৫ আর এর জন্য সামনে এবং পেছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এই টায়ারগুলি কম টায়ার প্রেসারে চলতে সক্ষম, চলাচলের সময় বাইকের ওজনকে হালকা করে তোলে, এবং আরও বেশি স্থায়িত্ব এবং আরাম দেয়, এছাড়াও টায়ারগুলো টেকসই এবং এটি আরও ভাল স্পীডের সাথে দুর্দান্ত গ্রিপিং দিতে সক্ষম। এই বাইক থেকে আমাদের আর কী দরকার? টায়ার পরিমাপ ১০০ / ৮০-১৭ সামনের এবং ১৩০ / ৭০-১৭পেছনের টায়ার। এগুলি বেশ প্রশস্ত এবং ১৭ ইঞ্চির অ্যালুমিনিয়াম স্টিলের হুইলের উপর স্থাপন করা হয়েছে।

সাস্পেনশন:
সাস্পেনশনযেকোন বাইকের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ফিচারের মধ্যে একটি যা আমাদের রাইডিং এর সময় স্টেবিলিটি দেয়, নিখুঁত কর্নারিংয়ের অভিজ্ঞতা দেয়, আরামদায়ক রাইডিংয়ের জন্য বাইকের ওজন সঠিক ভাবে দুই দিকে বিতরণ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে আমাদের বাইকটিকে অপ্রত্যাশিত ভাঙ্গাচুড়া, গর্ত ইত্যাদি থেকে বাঁচায়। রানার এই বাইকের সামনের অংশে আপসাইড ডাউন সাস্পেনশন ব্যভার করেছে যা অন্যান্য যেকোন বাইকের তুলোনায় বেশ সেরা। এই সাস্পেনশন বাইকের সঠিক ওজন নিয়ন্ত্রন, ইন্সট্যান্ট ব্রেক করার সময় স্থায়িত্ব, এবং কর্নারিংয়ের সময় খুব ভালো পারফর্মেন্স দেয়। এখানেই শেষ নয়, এই বাইকটিকে আরও স্থিতিশীল এবং আরামদায়ক করতে তারা ট্রেন্ডি এবং ফ্যাশনেবল মনো শক সাস্পেনশনপিছনের দিকে স্থাপিন করেছে। এই ধরণের সাস্পেনশনের পারফরেম্নেস আমরা রেসিং ট্রাকেই ভালো দেখতে পায়, তাই নতুন করে বলার কিছু নেই।


Runner-Bolt-165R-Feature-Review-Meter

মিটার ক্লাস্টার এবং ইলেক্ট্রিকাল:
রানার বোল্ট ১৬৫আর বাইকটির জন্য পুরো ডিজিটাল মিটার কনসোল বেছে নেয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মিটার প্যানেলটি ভালভাবে সজ্জিত। এটি দেখতে সুন্দর, রয়েছে ডিজিটাল আরপিএম ইন্ডিকেটর, ক্লক, গিয়ারইন্ডিকেটর, স্পিডোমিটার যা গতির সঠিক প্রদর্শনী সরবরাহ করে এবং এতো কিছুর পরেও মিটারটি অনেক কম ব্যাটারি শক্তি গ্রহণ করে।

ইলেক্ট্রিকাল যাবতীয় কিছু পরিচালনার জন্য ১২ ভোল্টেরমেইন্টেন্যান্স ফ্রি ব্যাটারি স্থাপন করা হয়েছে যার দ্বারা, LED ফ্রন্ট এবং রেয়ার লাইট, ইলেক্ট্রিক স্টার্ট এবং অন্যান্য সমস্ত জিনিস যা ব্যাটারি পাওয়ারের সাথে সম্পর্কিত পরিচালিত হয়।

শেষকথাঃ
পরিশেষে, বাইকের সকল ফিচার পর্যবেক্ষণ করে আমরা বলতে পারি, রানার বোল্ট ১৬৫আর ১৬৫সিসি সেগ্মেন্টের একটি অন্যতম বাইক হবার যোগ্য। বাইকের উপর প্রত্যাশা অনেক বেশি, বৈশিষ্ট্যগুলি আকর্ষোনীয় এখন বাকিটা পারফর্মেন্সের উপর।

Rate This Review

Is this review helpful?

Rate count: 96
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Runner Bolt 165R

রানার বোল্ট ১৬৫আর ব্যাবহারিক অভিজ্ঞতা এম এ হান্নান সুজন
2020-09-08

রানার মোটরসাইকেল বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড । আমাদের দেশে যেখানে ইন্ডিয়ান ও জাপানিজ বাই...

Bangla English
রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ
2020-05-10

রানার! বাংলাদেশের মোটরসাইকেল বাজারে অন্যতম বিশ্বস্ত নাম। সবথেকে বড় বিষয়, তারা হচ্ছেন নিজস্ব বাংলাদেশী নির্মাত...

Bangla English
Filter