Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike

Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for moneyThis bike is purchased from Runner Automobiles Limited, Rajshahi


আমি অনেক দিন আগে থেকেই একটা বাইক কেনার জন্য খুঁজছিলাম। আমার বাজেট বেশি ছিলো না যার জন্য বাজারে বিদ্যমান যে ব্র্যান্ডগুলো আছে তাদের মধ্যে থেকে আমার বাজেট অনুযায়ী একটি বাইক খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর আমার চোখে ধরলো Runner Bike RT । এই বাইকটি আমি দেখলাম যে দাম অনেক কম একদম হাতের নাগালের মধ্যে অন্যদিকে এই বাইকের ডিজাইন ও ইঞ্জিন একদন পারফেক্ট আছে। তাই সব মিলিয়ে আমার সিদ্ধান্ত হল এই বাইকটা কেনার জন্য। আমি গত ৪ মাস যাবত এই Runner Bike RT বাইকটা ব্যবহার করছি এবং প্রায় ৫০০ কিমি রাইড করেছি। যেহেতু কম সিসির বাইক তাই শহরের রাস্তায় আমি এই বাইকটা বেশি ব্যবহার করি। আজকে আমি আপনাদের সাথে এই বাইকের কিছু ভালো মন্দ দিক শেয়ার করবো।
Runner Bike RT এর ভালো দিক
Runner Bike RT বাইকের মন্দ দিকের মধ্যে আমি শুধুমাত্র একটি বিষয় লক্ষ্য করেছি তা হল এই বাইকের স্টার্ট নিয়ে একটু সমস্যা করে এবং চলন্ত অবস্থায় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। আমি সার্ভিস টেকনিশিয়ান কে এই বিষয়টি বলেছি এবং তারা বলছে এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এছাড়া আমি বাইক থেকে বড় কোন সমস্যা পাচ্ছি না।
সব মিলিয়ে আমার কাছে এই বাইকটি অনেক ভালো লেগেছে। আপনারা যারা Runner Bike RT বাইকটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা নিঃসন্দেহে কিনতে পারেন।
Is this review helpful?
Rate count: 1
আমি অনেক দিন আগে থেকেই একটা বাইক কেনার জন্য খুঁজছিলাম। আমার বাজেট বেশি ছিলো না যার জন্য বাজারে বিদ্যমান যে ব্র্যা...
Bangla Englishআমি বাইক চালানো পছন্দ করি এবং বেশকিছুদিন ধরেইআমি অনুভব করছিলাম যে আমার এমন একটি বাইক দরকার যা আমাকে দীর্ঘ সময়ের...
Bangla Englishআসসালামু আলাইকুম, আমি আবজাল হোসেন এবং আমার বর্তমান ঠিকানা নাটোরের বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ গ্রামে। পেশাগতভ...
Bangla English-আমি একটা বাইক কিনতে চাচ্ছি, ৬২ হাজার পরবে -এক লাখ ৬২? -না শুধু ৬২ -সেকেন্ডহ্যান্ড ? -না ব্র্যান্ড নিউ -কি কস ব্যাটা ! ...
Bangla Englishছোটবেলা থেকেই আমার খেলনা গাড়ির প্রতি নেশা ছিলো। বড় হবার পর সেই নেশাটা হলো বাইকের প্রতি। কিন্তু বাইক কেনার ইচ্ছ...
Bangla English