Select your city
SearchHero Splendor Plus user review by Shafiqul Islam
2018-11-08 Views: 932
Owned for 3months-1year   []   Ridden for 5000-10000km


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - শফিকুল ইসলামHero-Splendor-Plus-user-review-by-Shafiqul-Islam


প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোঃ শফিকুল ইসলাম। আমার মোটরসাইকেল এর নাম Hero Splendor Plus 100 CC. প্রতিটি মানুষের জীবনেই কোন না কোন ইচ্ছা বা চাহিদা থাকে। তেমনি আমার ইচ্ছা ছিল অল্প মূল্যে একটা ভাল মাইলেজ সমৃদ্ধ একটি মোটরসাইকেল কিনার। পারিবারিক ভাবে আর্থিক সমস্যার কারনে সেটি কিনা সম্ভব হয় নাই। তবে এক বছর আগে আমার সেই ইচ্ছাটি পূরন হয়েছে। মোটরসাইকেল চালাতে আমার কখনওই বিরক্তিকর মনে হয় না। আমাদের পারিবারিক ভাবে এই মোটরসাইকেলটি খুব প্রয়োজন ছিল। এই মোটরসাইকেলটি আমি ও আমার বাবা দুজন মিলেই ব্যবহার করি। তবে আমার সকল প্রকারের যাতায়াতের ক্ষেত্রে আমি এই মোটরসাইকেলটি ব্যবহার করি। এই মোটরসাইকেলটি আমি আমার এক বন্ধুর পরামর্শ নিয়ে কিনেছি। তবে ভাল মাইলেজ এবং ভাল পারফরমেন্স পাবার আশায় মোটরসাইকেলটি কিনেছি। এই ১০০ সিসি মোটরসাইকেলটি আমার জীবনের প্রথম বাইক। এই বাইকটি এক বছরে আমি প্রায় ৮০০০ কিমি পথ চালিয়েছি। যে কোন ধরনের যাতায়াতের জন্য এই বাইকটির অনেক সুবিধা রয়েছে। আমাদের পরিবার নিয়েও চলাফেরা করতে তেমন অসুবিধা হয় না। আমি আনান্দের সাথেই চলাফেরা করতে পারি। মোটরসাইকেলটি খুব একটা বড় না হওয়াতে আমি মোটামুটি ভাল কন্ট্রোল করলে পারি। তবে আমি এক বছরের মধ্যে এক বার এক্সিডেন্ট করেছিলাম। আমার হাত, পা অনেক ছিলে গিয়েছিল। কিন্তু আমার মোটরসাইকেল এর তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। আমি আজকে আমার মোটরসাইকেল চালানোর এক বছরের অভিজ্ঞতা সবার মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছি। মোটরসাইকেল ভ্যালী সর্ব প্রথম আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য তাদের টিমকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি পাঠক ভাইয়েরা আমার লিখাটা শেষ পর্যন্ত পড়বেন।
Hero-Splendor-Plus-user-review-by-Shafiqul-Islam-Engine

প্রথমেই আমি এখন আমার মোটরসাইকেল এর ইঞ্জিনের কথা দিয়ে শুরু করতে চাই। কারন এটি মোটরসাইকেল এর মূল অংশ। আমার এই মোটরসাইকেল এর ইঞ্জিন খুব ভাল। কেননা এক বছরে এখন পর্যন্ত ইঞ্জিনে কোন সমস্যা দেখতে পাই নাই। এছাড়া ইঞ্জিনের শব্দটাও আমার খুব ভাল লাগে। দ্রুত গতিতে চালিয়েও দেখেছি ইঞ্জিনে কোন খারাপ শব্দ হয় না। এর পারফরমেন্স অনেক ভাল। অন্যদিকে ডিজাইনের কথা বলতে গেলে এই ডিজাইনটা আমার কাছে ভাল মনে হয়েছে। এছাড়া এই মোটরসাইকেল এর প্লাস্টিক অনেক মজবুত। যা সহজে ভেংগে যায় না। সেটি আমি এক্সিডেন্ট করার পরে নিশ্চিত হয়েছি। এটি অল্প আঘাতে কিছুই হবার না। এছাড়া এর বিল্ড কোয়ালিটিও আমার কাছে মজবুত মনে হয়েছে। এর রংটা এখনো অনেক উজ্জ্বল আছে। এছাড়া এর লুকিং টা ব্যক্তিগত ভাবে আমার অনেক ভাল লাগে। সাধারণ ভাবে চলাচলের জন্য এই মোটরসাইকেলটি অনেক ভাল।

এই মোটরসাইকেলটি দেখতে ছোট মনে হলেও এর সিটিং পজিশন কিন্তু বেশ বড় ও চওড়া।
এই মোটরসাইকেলটি দেখতে ছোট মনে হলেও এর সিটিং পজিশন কিন্তু বেশ বড় ও চওড়া। দুই বা তিন জন নিয়েও চালানো যায়। এছাড়া এটিতে বসে যে কেউ খুব সহজেই মাটিতে পা রাখতে পারবে। কারণ এটি খুব একটা উঁচু বাইক না। আমি খুব আরাম এর সাথেই এটি চালাতে পারি। এর সুইচগুলো অনেক সুন্দর, যা ব্যবহার করতে আমার কোন রকম ঝামেলা হয় না। রাতে হেড লাইট থেকে আমি অনেক আলো পাই। যা আমাকে পরিষ্কার দেখতে সুবিধা দেয়। এর হ্যান্ডেলবারটি মোটামুটি ভাল। তবে অতি দীর্ঘ যাতায়াতে আমার সমস্যা হয়। হাতে, পিঠে, কোমরে ব্যথা করে। আমি এক দিনে প্রায় ১৫০ কিমি পথ অতিক্রম করেছি। এছাড়া মোটরসাইকেলটি আমি সর্বোচ্চ ৮০ গতিতে তুলেছি। সর্বোচ্চ গতিতে চালালে ৬৫ গতির উপরে তুললে বাইকের মাথা ভাইব্রেট করে। এই বাইকটির সাসপেনশন মোটামুটি ভাল। খারাপ রাস্তায় একটু ঝাকুনি লাগলেও পাকা রাস্তাতে চালানোর সময় অনেক আরাম অনুভব করি। তবে আমি এই মোটরসাইকেল এর ইঞ্জিন থেকে খুব ভাল মাইলেজ পাচ্ছি। মাইলেজের দিক দিয়ে এই বাইকটি সেরা। এর লুকিং গ্লাস দুটো পিছনের দৃশ্য দেখতে আমাকে ভাল সাপোর্ট দেয়। এর ব্যাটারি কোয়ালিটি মোটামুটি ভাল। এর টায়ারের গ্রিপ গুলো অনেক ভাল। গ্রিপ ভাল হবার কারনে মোটরসাইকেলটি খুব কম স্লিপ করে।

আমি কোন দিন সার্ভিসিং সেন্টারে মোটরসাইকেল নিয়ে সার্ভিসিং করাই নাই। যে কোন সমস্যা হলে আমাদের পাশের বাজারের মেকানিক এর কাছ থেকে সার্ভিসিং করিয়ে নিই। এছাড়া এখনো মেজর কোন সমস্যা বুঝতে পারি নাই। আশা করি আগামীতেও এমন ভাল পারফরমেন্স পাবো। এই মোটরসাইকেল এর মাইলেজ খুব ভাল পাচ্ছি। তবে আমার বাসা গ্রামে হবার কারণে কাচা রাস্তাতেই বেশি চালানো পড়ে। কাচা রাস্তায় আমি ৫০ থেকে ৫৫ কিমি মাইলেজ পাই এবং পাকা রাস্তায় ৬০ থেকে ৬৫ কিমি মাইলেজ পাই। এজন্য আমি একটু বেশিই সন্তুষ্ট। এছাড়া দামের কথা বলতে গেলে এই মোটরসাইকেল এর কোয়ালিটি ও পারফরমেন্স বিবেচনা করে দামটা আমার কাছে সঠিক আছে বলে মনে হয়েছে। তবে দিন দিন মোটরসাইকেল এর দাম হ্রাস পাচ্ছে। সেজন্য ক্রেতাদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রয়ের হার বেড়ে যাচ্ছে। বর্তমান বাজার পন্যের দাম বেশি হলে ক্রেতার সংখ্যা দিনদিন হ্রাস পাচ্ছে। মাইলেজ এর দিক বিবেচনা করে যে কেউ এই মোটরসাইকেলটি কিনতে পারেন। কারণ, এই মোটরসাইকেলটির তেল খরচ খুবই কম। Hero Splendor Plus 100 CC মোটরসাইকেলটি কিনে আমি অনেক স্বাছন্দবোধ করি।

পরিশেষে বলতে চাই, কেউ ভাল মাইলেজ সমৃদ্ধ স্বল্প মূল্যে মোটরসাইকেল কিনতে চান তাহলে Hero Splendor Plus এই মোটরসাইকেলটি নিশ্চিন্ত মনে কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5


More reviews on Hero Splendor Plus
  10 Reviews found
 • হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - মেহেদি হাসান
  2019-01-09
  একজন মানুষের চলাচল করার জন্য বাইক একটি গুরুত্বপূর্ণ বাহন বলে আমি মনে করি।এই একই উক্তি আমার বাবা অনুসরন করেন।আমার বাবা একজন ব্যাবসায়ী সেই ক্ষেত্রে তিনি বিভিন্ন স্থানে চলাচল করেন।বাব হতাৎ একদিন বল্লেন আমার সহজে যাতায়াত করার জন্য একটি বাইক প্রয়োজন,তার কিছু দিন পর বাবা হিরো কোম্পানির স্প্লেন্ডোর প্লা...
  English Bangla
 • হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - নজরুল ইসলাম
  2018-11-29
  সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ নজরুল ইসলাম। পেশাগত দিক থেকে আমি একজন শিক্ষক। আমার মোটরসাইকেল এর নাম হিরো স্পেলন্ডর প্লাস ১০০ সিসি। মোটরসাইকেলটি কিনার আগে আমি বেশ কয়েক জনের থেকে পরামর্শ নিয়েছিলাম। তারা সবাই আমাকে জানিয়েছিল হিরো স্পেলন্ডর প্লাস মোটরসাইকেলটি আমার জন্য পারফেক্ট হবে। তখনই আমি এই মোট...
  English Bangla
 • হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - শফিকুল ইসলাম
  2018-11-08
  প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোঃ শফিকুল ইসলাম। আমার মোটরসাইকেল এর নাম Hero Splendor Plus 100 CC. প্রতিটি মানুষের জীবনেই কোন না কোন ইচ্ছা বা চাহিদা থাকে। তেমনি আমার ইচ্ছা ছিল অল্প মূল্যে একটা ভাল মাইলেজ সমৃদ্ধ একটি মোটরসাইকেল কিনার। পারিবারিক ভাবে আর্থিক সমস্যার কারনে সেটি কিনা সম্ভব হয় নাই। তবে ...
  English Bangla
 • হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - হাবিবুর রহমান
  2018-01-12
  আমি মোঃ হাবিবুর রহমান, আমি বর্তমানে বসবাস করি জামনগর, বাগাতিপাড়া, নাটোর। পেশা হিসেবে একজন চাকুরিজীবি। এটিই আমার কর্মস্থল। আর এই চাকুরির জন্যই আমার বাইক অতি প্রয়োজনীয় একটি বাহন। যা আমার কাজের গতিকে আরো গতিশীল করে তুলেছে। আমাকে প্রতি দিন প্রায় অনেক পথ বাইকে ড্রাইভ করতে হয়। তাই চাকুরী পাওয়ার সাথে সাথে ...
  English Bangla
 • হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - রবিউল আওয়াল
  2017-12-27
  আমি মোঃ রবিউল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। আমার বাসা ছোট্ট একটি গ্রামে নাম জামনগর যেটা নাটোর জেলায় অবস্থিত। মোটরসাইকেল চালানো শেখা আমার প্রায় অনেক দিনই হয়ে গেলো এবং বর্তমানে বিভিন্ন প্রয়োজনে আমি মোটরসাইকেলের চাহিদা অনুভব করি। আমি তেমন গতির বাইক পছন্দ করি না তাই স্পীড নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই। হ...
  English Bangla
 • হিরো স্প্লেন্ডর প্লাস মোটরসাইকেল রিভিউ - আশরাফুল ইসলাম
  2017-12-17
  আমি মোঃ আশরাফুল ইসলাম, পেশা হিসেবে তেমন কিছু করি না বর্তমানে ছাত্র। আর তাই আমার কলেজে যাতায়াত এবং ফাঁকা সময়ে একটু ঘোরাঘুরি করার জন্য আমি মূলত আমার এই Hero Splendor+ 100cc বাইকটি ব্যবহার করি। মোটামুটি এটিই আমার জীবনের প্রথম বাইক। তবে ছোট বেলা থেকেই আমার বাইক চালানোর প্রতি বেশ একটা আগ্রহ ছিল। বর্তমানে ঘোরাঘুরির পা...
  English Bangla
 • 2017-11-16
  আমি মোঃ মোক্তার হোসেন পেশায় প্রভাষক। বর্তমানে আমি ব্যবহার করছি হিরো স্প্লেন্ডার ১০০ সিসির এই বাইকটি। আমার কাছে বাইকটি অনেক ভালো লাগে। বাইকটি দেখতে সুন্দর, ডিজাইন সুন্দর সব মিলিয়ে বলতে গেলে সাধ্যের মধ্যে অনেক সুন্দর একটি বাইক। এই বাইকটি কেনার মুল উদ্দেশ্য হল আমার কলেজে যাতায়াত এবং ছুটির দিনে ঘুরাঘ...
  English Bangla
 • 2017-11-14
  ১০০ সিসি জনপ্রিয় বাইকগুলোর নাম উল্লেখ করতে গেলে হিরো স্প্লেন্ডার ১০০ সিসি বাইকের নাম উঠে আসে। বাংলাদেশের মধ্যে জনপ্রিয় কিছু বাইকের মধ্যে হিরো স্প্লেন্ডর একটি। আমি মোঃ মিনহাজুর রহমান পেশায় একজন চাকুরীজীবী। পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমার পক্ষে মোটরসাইকেলের বিকল্প কিছু নেই। আমাকে প্রায় সারাদি...
  English Bangla
 • 2015-06-14
  ...
  English
 • 2014-05-03
  ...
  EnglishFilter
Brand
CC
Mileage
Price

Advance Search
Motorcycle Brands in Bangladesh

View more Brands