Yamaha Banner
Search

হিরো হাংক ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সনি

English Version
2018-09-19
Owned for 0-3months   []   Ridden for 1000-5000km


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

হিরো হাংক ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সনি


Hero-Hunk-DD-user-review-by-Sony


পরিচিত অনেকেই জানতে চায় এই মোটর-সাইকেলটা কেমন হবে, ইঞ্জিন কেমন, জিজ্ঞাস করে "ভাই লিটারে কত যায়" তাদের জন্য আজ আমার এই অনেস্ট রিভিউ। বলে রাখা ভাল আমি কোন কোম্পানির সাথে যুক্ত না বা আমার তাদের কোন স্পন্সর নেই বা কোন পেইজের এডমিন ও না, শো-রুমে গেলে মাঝে মাঝে কফি খেতে বলে, কিন্তু বেশিরভাগ সময় তাদের মেশিনে কফি থাকে না তাই না করে দেই।


Hero-Hunk-DD-user-review-by-Sony

বাইকের বয়স - ১১ মাস
চালানো হয়েছে - ১৩,০০০+ কিলোমিটার

মাইলেজ
লিটারে ৪২-৪৩ কিলো পাই ভদ্র অভদ্র মিলিয়ে
ভদ্র ভাবে চালালে - ৪৫-৪৬ কিলো/লিটার
অভদ্র ভাবে চালালে - ৩৮-৪০ কিলো/লিটার

হাইওয়েতে -
মোটামুটি মাথা ঠান্ডা করে চালালে - ৫০- ৫২ কিলো/লিটার
মাথা গরম করে চালালে - ৪৫-৪৬ কিলো/লিটার
বেস্ট পারফরম করে - ৬০ - ৭০ কিলোমিটার রেঞ্জে

ব্যালেন্স এন্ড ম্যানুভারিটি –এই সেগমেন্টের অন্য বাইকগুলোর তুলনায় বেস্ট।

সিটিং কম্ফোরট - ফুটপেগ সহ বেশ কমফোর্টেবল

হ্যান্ডেলবার - সিটিং পজিশানের সাথে এডজাস্ট করে নিলে এটা নিয়ে দ্বিতীয় বার ভাবা লাগে না।

টায়ার এন্ড ব্যালেন্স - সাইক্লিস্ট পাব্লিক, মুখের তুলনায় কোমরের ব্যালেন্স ভাল তাই ওটা নিয়ে চিন্তা করতে হয় না!! যদিও ১১০ থাকলে বেটার হত। হালকা বালু বা কাদাতে স্কিড করতো না।

হেডলাইট - হ্যালোজেন দেয়া থাকে, ওটা ফেলে হারিকেন লাগিয়ে নিলে আরো ভালো দেখা যাবে!! কেনার দিন-ই মটোলেড লাগিয়েছিলাম।

ভেপু বা হর্ন - চেঞ্জ করে ডুয়েল হর্ণ লাগানো, যেটা লাগানো থাকে ওটার শব্দের চেয়ে সোনা ব্যাং- এর ডাকার শব্দ বেশি!!

ব্যাটারি - কোন প্রব্লেম হয়নি, যতটুকু বুঝতে পারি এলিডি লাগানোর জন্য কিছুটা; কারন আমি সেল্ফ স্টারট দেই সবসময় এবং রেগুলার রাতে হাইওয়েতে লাইট প্লাস হর্ণ এর ব্যাপক ব্যবহার করি।

ইঞ্জিন - কম্প্যাকড এয়ার কুল্ড ইঞ্জিন, পাওয়ার লস করেনা মোটেও। কিন্তু গিয়ার র্যাশিও কম, প্রতি গিয়ারে ৬০০০-৬৫০০ আরপিএমে ( RPM) এ টানলে প্রবল সম্ভবনা আছে ট্যাপিড লুজ হয়ে যাবার। অনেকে বলে ইঞ্জিন হাল্কা গরম হলেই নাকি ক্যাট ক্যাট ট্যাপিডের আওয়াজ বোনাস!! যদিও আমার বাইক ৮৫-৯০ কিলোতে টানলে পরে এই আওয়াজটা আসে, আদার ওয়াইজ ওকে। এর ক্লাচ প্লেট/ক্যাবল এডজাস্টমেন্টে আমি বিরক্ত, প্রোপারলি এডজাস্ট করলেও সপ্তাহে একবার এডজাস্ট করতেই হয়।


চেইন ড্রাইভ - ডব্লিং চালালে ৪-৫ দিনে চেন লুজ হয় তাড়াতাড়ি, একা চালালে ১৫ দিনে একবার এডজাস্ট করাই।

ব্রেক - আমার ডবল ডিস্ক, আসাধারন ব্রেকিং হাংক এর আই মাস্ট সে।

সাসপেন্সন - যেহেতু আমার আগের বাইকে ছিল মনোশক তাই হাংক নেয়ার পর মারাত্তক ঝাকি ফিল করতাম, ৭ মাস পর স্টকের টা বদলে ২০১৬ মডেলের হিরো এক্সট্রিম এর নন-রিভারস শক এবসরবার লাগিয়েছি। এখন যথেষ্ট ভালোই বলা যায়।

ফুয়েল – অকটেনে চালাই, ভাল জায়গা থেকে তেল নেই আর ইঞ্জিন অয়েলে হ্যাভলিন মিনারেল ইউজ করি, হাংক এ এটাই স্যুট করে ভাল। টেস্টেড।

এছাড়াও মটরবাইকটি আমি আমার নিজের মত করে সামান্য কিছু মডিফাই করেছি, বাহিরে এবং ভিতরে কিছু জিনিস বদলিয়েছি। ইঞ্জিনে হাত দেয়া লাগেনি একবার-ও। ব্যাস, কেনার একদিন পর দশ হাজার টাকা কমে যাওয়া বাইক্টা আমাকে সেই শোক মনে করায় নি কোনভাবে, যারা জানে বা দেখেছে আমার রাইডিং তারাই বুঝবে আমি কেন বলেছি, যদিও এখনকার বাইকগুলোতে অনেক কমপ্লেইন শুনি। আমি কিন্তু শুধুই বাইকে তেল ভরি আর চালাই না, হারিসের গ্যারেজে আমাকে দেখলেই ওর কাজ অনেক বেড়ে যায়!



Rate This Review

Is this review helpful?

Rate count: 23
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Hunk DD

হিরো হাংক ডাবল ডিস্ক ১৫,০০০কিমি রাইডিং রিভিউ - ইকবাল হোসেন
2020-01-09

বাংলাদেশের বাজারে সর্বপ্রথম যে মাস্কুলার বাইকের ধারণা নিয়ে আসে তা হল হিরো হাংক। ১ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ...

Bangla English
হিরো হাংক ডাবল ডিস্ক ৪০,০০০কিমি রাইডিং রিভিউ - ড. জাহিদ
2019-12-27

আমি একজন ডাক্তার । রাজশাহীর স্থানীয় একজন বাসিন্দা । রাজশাহীর রাস্তায় অন্যান্য শহরেরতুলনায় বাইক চালিয়ে অনেক আন...

Bangla English
হিরো হাংক ২৬,০০০কিমি রাইডিং রিভিউ - কামরুল ইসলাম
2019-11-30

আমি একজন ব্যবসায়ী । শখের বসে নয় প্রয়োজনের তাগিদেই আমার একটি বাইক কেনার প্রয়োজন পড়ে যা আমার সকল চাহিদা পুরন করবে।...

Bangla English
হিরো হাংক ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সনি
2018-09-19

পরিচিত অনেকেই জানতে চায় এই মোটর-সাইকেলটা কেমন হবে, ইঞ্জিন কেমন, জিজ্ঞাস করে "ভাই লিটারে কত যায়" তাদের জন্য আজ আমা...

Bangla English
হিরো হাংক মোটরসাইকেল রিভিউ - কামরুজ্জামান
2017-10-14

হিরো মটো কর্প। হিরো সম্বন্ধে আসা করি আপনাদের সকলেরই ভালো ধারনা রয়েছে। তাদের কিছু বাইক রয়েছে যেগুলো সব রেঞ্জের ব...

Bangla English
হিরো হাংক মোটরসাইকেল রিভিউ - মাসুদ মাহমুদ
2017-10-08

আমি মাসুদ মাহমুদ, পেশায় একজন ছাত্র। পাশপাশি নিজেকে বাইকার হিসেবে সবার সামনে পরিচয় দিতে ভালো লাগে। আমার বাইক চাল...

Bangla English
2015-07-10

...

English
Filter