Yamaha Banner
Search

GPX Demon GR 165 R এর সুবিধা এবং অসুবিধা

English Version
2022-03-20

GPX Demon GR 165 R এর সুবিধা এবং অসুবিধা

gpx-demon-gr-165-r-advantages-and-disadvantages.jpg
GPX Demon GR 165R এমন একটি বাইক যা দেখতে অনেকটাই রিয়াল বিস্ট।  এই বাইকটি ২০২১  সালে বাংলাদেশের বাইকারদের মধ্যে অনেক কৌতূহল জাগিয়ে তুলে। যখন বাইকটি বাজারে আসে, তখনই সকল বাইকার এবং যেকোন বাইক লাভার বাইকটি চেক করার প্রতিটি সুযোগ কাজে লাগায়। GPX একটি থাই মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি আর তাদের তৈরী GPX Demon GR 165R হল একটি পিউর স্পোর্টস বাইক। বাইকটিতে ক্লিপ-অন হ্যান্ডেলবার, স্প্লিট স্পোর্টি সিট এবং এগ্রেসিভ লুক রয়েছে।  এই বাইকটির অনেক সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। বাইকটি ব্যবহার করার পরে এই সুবিধা এবং অসুবিধাগুলি সকলে সামনে উঠে আসে, যেমনটি নিচে তুলে ধরা হচ্ছে।
 
GPX Demon GR 165R এর সুবিধা:

এগ্রেসিভ স্পোর্টস লুকঃ
 
Demon 165R একটি পিউর স্পোর্টস বাইক। বাইকটিতে থাকছে ক্লিপ-অন হ্যান্ডেলবার, স্প্লিট স্পোর্টি সিট এবং বাইকটির চেহারা এগ্রেসিভ।

ফাস্ট এক্সেলেরেশন সহ শক্তিশালী ইঞ্জিনঃ

Demon 165R আসলেই রিয়েল ডিমোনের গতি ও শক্তি নিয়ে বাজারে এসেছে। ইঞ্জিন সত্যিই খুব ভাল শক্তি উৎপন্ন করে এবং ফাস্ট এক্সেলেরেশন সত্যিই মন্ত্রমুগ্ধকর।

USD সাসপেনশনঃ

USD সাসপেনশনের কারণে এই বাইকটি সহজে এবং স্টেবলভাবে কর্নারিং এ সাপর্ট দেই। YSS ব্র্যান্ডের রেয়ার মোনশক রাইডার এবং পিলিয়নের কমফোর্ট নিশ্চিত করে।

ফুয়েল ইনজেকশনঃ

বিখ্যাত ডেলফি ব্র্যান্ড থেকে আনা ফুয়েল ইনজেকশন প্রযুক্তিএই বাইকের ইঞ্জিনকে মসৃণ রাখে এবং বেস্ট পারফর্মেন্স দেয়।

এক্সপেন্সিভ বডি পার্টসঃ

GPX Demon GR 165 R-এর প্রতিটি বডি পার্টস যেমন, ইঞ্জিন, সাসপেনশন, ফ্রেম, বডি প্লাস্টিক, ব্রেক জনপ্রিয় এবং নামকরা ব্র্যান্ডের থেকে কালেক্টেড।

GPX Demon GR 165 R-এর অসুবিধা:

দুর্বল লাইটিংঃ

এই বাইকটিতে এলইডি লাইট থাকলেও পিউর স্পোর্টস ডিজাইনের কারণে আলোর বিস্তার অনেক কম।

ABS বা CBS নেইঃ

ABS বা CBS এখন ট্রেন্ড এবং সবচেয়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এই বাইকটিতে এর কোনোটি নেই।

ছোট পিলিয়ন সিট:

Demon GR 165R বাইকের খুব ছোট পিলিয়ন সিট দেয়া হয়েছে। স্পোর্টস বাইক হিসাবে তা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি আসলে মূল্যহীন।

সবমিলিয়ে, এই বাইকটি একটি বিস্ট এবং অনেক দামী ফিচার অফার করে। বিদ্যমান ফিচার, বাইকের মূল্য এবং পারফরমেন্স অনুযায়ী এই বাইকটি এখন বাংলাদেশে খুবই ট্রেন্ডি। বাইকটির, মূল্য, রিলেটেড নিউজ, রিভিউজ এবং বিস্তারিত জানতে ক্লিক করুন।



Rate This Review

Is this review helpful?

Rate count: 8
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on GPX Demon GR165R

GPX Demon GR 165 R এর সুবিধা এবং অসুবিধা
2022-03-20

GPX Demon GR 165R এমন একটি বাইক যা দেখতে অনেকটাই রিয়াল বিস্ট।  এই বাইকটি ২০২১  সালে বাংলাদেশের বাইকারদের মধ্যে অনেক কৌতূহল জ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক রহমত উল্লাহ
2021-04-21

জিপিএক্স ডিমন বাইকটা যখন বাংলাদেশের বাজারে প্রথম আসে তখন থেকেই এই বাইকের প্রতি আমার আকর্ষণ অন্য রকম ছিলো কারণ আম...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা আবদুল্লাহ আল মামুন
2021-04-18

জিপিএক্স থাইল্যান্ডের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বাংলাদেশের তাদের নতুন বাইক জিপিএক্স ডিমোন জিআর...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা ইসকেন্দার কবির
2021-04-16

আমার কাছে জিপিএক্স ডিমোন বাইকের ডিজাইন, লুকিং, বডি গঠন এগুলো অনেক ভালো লেগেছে এবং এই বাইকটি থাইল্যান্ড থেকে আমাদ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা অলিউর রহমান খান
2021-04-16

To Be Honest জিপিএক্স ডিমোন বাইকটা আমি কিনেছি শুধুমাত্র এর সুন্দর ডিজাইনের জন্য। আমি ইয়ামাহা আরওয়ানফাইভ ভার্সন ৩ বাইকট...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা আসির ফয়সাল
2021-04-15

একটি বাইক কেনার আগে অনেক বিষয় চিন্তা করতে কিনতে হয়। আমি যখন জিপিএক্স ডিমোন বাইকটা কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা জুবায়ের
2021-04-11

আমি অনেক দিন থেকেই একটা বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি আমার পছন্দের বাইক খুঁজছিলাম । বাইক খুঁজতে খুঁ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা এনায়েত
2021-04-11

জিপিএক্স ডিমোন বাইকটি প্রথম দর্শনেই আমার অনেক পছন্দ হয় । এই বাইকটা বাংলাদেশের বাজারে নতুন আসে এবং আমি লক্ষ্য করে...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা সাইফুল ইসলাম
2021-04-10

আমার অনেক দিনের ইচ্ছা যে সুন্দর প্রিমিয়াম একটা বাইক কিনবো। জিপিএক্স ডিমোন যখন শুনি যে বাংলাদেশের বাজারে আসছে তখ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর ১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা প্রনয় সুত্রাধর
2021-04-08

জিপিএক্স ডেমন বাইকটি দেখলেই আমার মন পরিপুর্ন হয় যায়। এই বাইকের মধ্যে অন্যরকম এক অনুভুতি রয়েছে যেটা আমি ব্যাক্তি...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর ১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা তাহোসিন আলম
2021-04-06

জিপিএক্স ডিমোন যখন প্রথম বাংলাদেশের বাজারে আসে তখন থেকেই এই বাইকের কিলার ডিজাইন আমার নজর কাড়ে। আমার কাছে এই বাইক...

Bangla English
জিপিএক্স ডিমোন জিআর ১৬৫ আর ফিচার রিভিউ
2021-02-25

মাত্র এক দশক আগে থাইল্যান্ডেজিপিএক্স তাদের যাত্রা শুরু করেছিল, তবে সময়ের সাথে সাথে তাদের পণ্যগুলি বেশ অনেক দেশ ...

Bangla English
Filter