স্বদেশি মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে রানার অটোমোবাইলের বেশ সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। । বাংলাদেশে বিদ্যমান মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে জাপানিজ, ইন্ডিয়ান এবং চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর সংখ্যা তুলনামূলক বেশি। স্বদেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে একধাপ এগিয়ে রানার অটোমোবাইল। এটি আমাদের দেশের জন্য অনেক গর্বের একটি বিষয়। রানার শব্দের প্রথম বর্ণমালা হল "আর" এবং এই R এর মানেই হচ্ছে "গ্রাহকদের অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ"(Respect customers feelings)। গ্রাহকদের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই রানার প্রতিনিয়ত তাদের বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসছে এবং কম দামের মধ্যে ভালো মানের বাইক সরবরাহ করার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যেই হয়তো জেনেছি যে রানার নামিদামি যেসকল ব্র্যান্ড রয়েছে যেমন এপ্রিলিয়া, ইউএম , ভেসপা ইত্যাদি যেসব রয়েছে তাদের নিয়েই বাংলাদেশের বাজারে খুব ভালো মানের বাইক নিয়ে আসছে। মোটকথা রানার অটোমোবাইল এর হাত ধরেই বাংলাদেশের বাজারে স্বনামধন্য কিছু ব্র্যান্ডের বাইক আসছে।
আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি রানার এর সেরা ৮০ থেকে ১০০ সিসির বাইকগুলো নিয়ে। পূর্বের মতো এবারও আমরা আমাদের টিম মোটর সাইকেল ভ্যালি রিসার্চ, গ্রাহকদের মতামত, ডাটাবেজ, ওয়েবসাইটের তথ্য ইত্যাদির আলোকে আপনাদের সামনে তুলে ধরব রানার এর সেরা ৮০ থেকে ১০০ সিসির বাইকগুলো। আশা করি আপনারা এর তথ্যের মাধ্যমে অনেক উপকৃত হবেন।
০৬- Runner Royal+
১০০ এবং ১১০সিসি বাইকের মধ্যে ইঞ্জিন গত দিক থেকে সামান্য কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে আমরা দেখি যে ১০০ এবং ১১০সিসি বাইকের চাহিদা অনেক বেশি। ভালো মাইলেজ, মার্জিত ডিজাইন এবং কম দামসহ বিশেষ কিছু সুবিধা পাওয়া যায় বিধায় এগুলোর চাহিদা বেশি পরিলক্ষিত হয়। রানার এর Runner Royal+ বাইকটি ১১০ সিসির বাইক। যেহেতু রানারের ১১০ সিসি বাইকের সংখ্যা একটু কম তাই আমরা এই বাইকটি কে আপনাদের সামনে উপস্থাপন করব বলে ভেবেছি। ১১০ সিসির এই বাইকটি অনেক সুন্দর ডিজাইন লক্ষ্য করা যায় পাশাপাশি কিছু আকর্ষণীয় গ্রাফিক্স রয়েছে যেটা দেখলে গ্রাহকদের খুব সহজেই নজরকাড়বে। বাইটির সুন্দর ডিজাইনের পাশাপাশি এর বডি ডাইমেনশনটা বেশ ভালো রয়েছে। এলয় রিম,আধুনিক ফিচারস, সামনে ডিস্ক ব্রেক এসব কিছু বাইকটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে। Runner Royal+ ইঞ্জিনে রয়েছে ১০৯.১ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যেটা ৬ কিলোওয়াট @৭৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ৭.৮ এনএম @ ৬০০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে। বাংলাদেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ি এবং রাস্তায় চলাচলের উপযোগি করে বাইকটি তৈরি করা হয়েছে।
Runner Royal+ বাইকের দাম ১,০১,০০০ টাকা।
আমাদের সাথে এই Runner Royal+ বাইক নিয়ে প্রায় দুইজন তাদের গুরুত্বপূর্ণ অভিমত শেয়ার করেছেন। সবাই এই বাইকের দাম, ডিজাইন, মাইলেজ ও সার্ভিস বেশি পছন্দ করেছেন। এই বাইক থেকে তারা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫০-৬০ কিমি ।
Runner Royal+ সম্পর্কে আরও অভিজ্ঞতা জানতে ক্লিক করুন
০৫- Runner Cheeta
Runner Cheetaরানার অটোমোবাইল এর ১০০ সিসির একটি বাইক। এই বাইকটি যখন প্রথম বাজারে আসে তখন রানার খুব ভালোভাবে এবার একটি গ্রাহকদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছিল। সুন্দর ডিজাইন থেকে শুরু করে ফিচারস এবং অন্যান্য বিষয় গ্রাহকদের চাহিদা ও অভিরুচি মাথায় রেখেই এই বাইকের সাথে দেওয়া হয়েছে। এই বাইকটি রানার দাবি করে যে তাদের তেল সাশ্রয়ী একটি বাইক এবং এই বাইকটি দাম তুলনামূলক ১০০ সিসির অন্যান্য বাইকের থেকে অনেক কম। এর ফলে বাজারে বেশ ভালই সাড়া ফেলেছে এই Runner Cheeta বাইক। সুন্দর ডিজাইন এর পাশাপাশি এ বাইকের ইঞ্জিনে রয়েছে ৯৭.৬৭ সিসি সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.২ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৬.৫ এনএম @ ৬৫০০ আরপিএম।
Runner Cheeta বাইকের দাম ৮৭,০০০ টাকা।
আমাদের সাথে এই Runner Cheeta বাইক নিয়ে যারা অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা বাইকটি নিয়ে মোটামুটি সন্তুষ্ট এবং তারা সবাই এই বাইকের মাইলেজ কে বেশী পছন্দ করেছে। রানার দাবি করে যে তাদের এই বাইকটি মাইলেজ দিবে ৬০ কিমি প্রতি লিটার এবং আমাদের সম্মানিত গ্রাহকের এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৫০-৬০ কিমি প্রতি লিটার গড়ে।
Runner Cheeta নিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা জানতে ক্লিক করুন
০৪- Runner F100 6A
১০০ সিসির মধ্যে কম দামে সুন্দর একটি বাইক হচ্ছে Runner F100 6A। রানার খুব সুন্দর ভাবে এই বাইকটি ডিজাইন ফিচারস বিবেচনা করে দামটা সঠিক নির্ধারণ করেছেন। যার ফলে এই বাইকের চাহিদা এবং বাইকের প্রতি আকর্ষণ অনেকেরই বেশি। বিশেষ করে যারা মাইলেজ বেশি পেতে চান কিংবা বাইক থেকে ভালো বিল্ড কোয়ালিটি পেতেচান তারা অনেকেই এই বাইকটি পছন্দ করেন। শহরের পিচঢালা রাস্তা থেকে শুরু করে গ্রামের মেঠোপথ পর্যন্ত সব জায়গায় এই বাইকের আনাগোনা রয়েছে। ডিজাইন এর পাশাপাশি এই বাইকের ইঞ্জিনের রয়েছে৯৫.৭৪ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.২ কিলোওয়াট@৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৬.৫ এনএম @৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০ সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স ।
Runner F100 6A বাইকের দাম ৮৮,০০০ টাকা।
আমাদের সাথে এই Runner F100 6A বাইক নিয়ে প্রায় দুইজন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সবাই এই বাইকের দাম, ডিজাইন, মাইলেজ ও সার্ভিস বেশি পছন্দ করেছেন। এই বাইক থেকে তারা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫০-৬০ কিমি প্রতি লিটার।
Runner F100 6A নিয়ে যারা অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতা আরও বিস্তারিত পড়তে ক্লিক করুন
০৩- Runner Bullet
Runner Bulletহচ্ছে রানার অটোমোবাইলের আরেকটি জনপ্রিয় ১০০ সিসির বাইক। Bullet সিরিজটি রানার অটোমোবাইলের অনেক জনপ্রিয় একটি সিরিজ। ১০০ সিসি সেগমেন্ট এর মধ্যে কম দামে সুন্দর একটি বাহিক হওয়ার কারণে আমাদের দেশের বাজারে এই বাইকের চাহিদা শুরু থেকে এখন পর্যন্ত অনেক বেশি পরিলক্ষিত হয়। যারা এই Runner Bullet ব্যবহার করেছেন তারা সবাই ইঞ্জিনের শক্তি নিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন। ইঞ্জিনের ব্যবহার করেছে ১০০.৫৪ সিসি সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক , এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৮ কিলোওয়াট @ ৭৫০০আরপিএম এবং ম্যাক্স টর্ক ৭ এনএম @ ৫৫০০ আরপিএম উৎপন্ন করতে পারে। শক্তিশালী ইঞ্জিন হওয়ার কারণে ১ ০০ সিসির ইঞ্জিন থেকে অনেকেই ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড পেয়ে থাকেন। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাজেটের মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স। রানার চেষ্টা করেছে ১০০ সিসির মধ্যে সর্বোচ্চ ফিচারস এবং আধুনিক ডিজাইনের একটি বাইক সরবরাহ করার।
Runner Bullet বাইকের দাম ১,০৫,০০০ টাকা।
আমাদের সাথে এই Runner Bullet বাইক নিয়ে প্রায় ৩ জন তাদের গুরত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। সবাই এই বাইকের মাইলেজ, দাম ও কন্ট্রোল নিয়ে বেশি প্রশংসা করেছেন। এই বাইক থেকে তারা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫০-৬০ কিমি প্রতি লিটার।
Runner Bullet নিয়ে যারা অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতাগুলো পড়তে ক্লিক করুন
০২- Runner Deluxe
৮০ সিসির মধ্যে রানার অটোমোবাইলের আরেকটি জনপ্রিয় বাইক হল Runner Delux। এই বাইকটি রানার খুব সুন্দর ভাবে ৮০ সিসির মধ্যে ডিজাইন ও ভালো ফিচারস দেওয়ার চেষ্টা করেছে। যারা কম দামের মধ্যে ৮০ সিসির সুন্দর একটি বাইক কিনতে চান পাশাপাশি মার্জিত ডিজাইনের সাথে ভালো ফিচারস কম দামের মধ্যে চান তারা অনেকেই এই Runner Deluxe বাইকটি বেছে নেন। এই Runner Deluxe মডেলটি অনেক বছর ধরে বাজারে রয়েছে এবং এখনও গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। ঞ্জিনে রানার ব্যবহার করেছে শক্তিশালী ৮৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৫৮ কিলোওয়াট @৮৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৫ কিলোওয়াট@৫৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। বাইকটির সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে বাইকের দাম ও মাইলেজ। একজন রাইডারের রাইডের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই কম দামের মধ্যে এই বাইকের সাথে দেওয়ার চেষ্টা করেছে।
Runner Deluxe বাইকের দাম ৮৫,০০০ টাকা।
আমাদের সাথে এই রানার Runner Deluxe বাইক নিয়ে প্রায় ১১ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন কিছু তথ্য শেয়ার করেছেন। অনেক গ্রাহক এই বাইকের দাম, মাইলেজ ও আরাম বেশি পছন্দ করেছেন এবং রানার এর সার্ভিস মান উন্নত করার পরামর্শ দিয়েছেন। এই বাইক থেকে ব্যবহারকারীরা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬৮ কিমি প্রতি লিটার।
Runner Deluxe নিয়ে যারা অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতাগুলো পড়তে ক্লিক করুন
০১- Runner Bike RT
যদি কেউ কম মুল্যে ভালো বাইক কিনতে চান তাহলে Runner Bike RT একবার কনে দেখতে পারেন। এটা আমাদের বক্তব্য না এটা আমাদের সাথে যারা তাদের Runner Bike RT বাইক নিয়ে মন্তব্য শেয়ার করেছেন তাদের কথা। Runner Bike RT ৮০ সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে জনপ্রিয় ও অতি কম মূল্যের একটি বাইক। অন্যান্য ব্র্যান্ডের যেসকল ৮০ সিসির বাইক রয়েছে সেগুলোর সাথে তুলনা করলে দেখা যায় যে দামের দিক থেকে একধাপ এগিয়ে Runner Bike RT। এই বাইকের সাথে রয়েছে মার্জিত ডিজাইন, সেরা দাম,আরামদায়ক সিটিং পজিশন,আকর্ষণীয় গ্রাফিক্স, ৮০ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৪ কিলোওয়াট@ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৫ এনএম@ ৪৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও রয়েছে রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস।
Runner Bike RT বাইকের দাম ৬৪,০০০ টাকা।
আমাদের সাথে এই Runner Bike RT নিয়ে প্রায় ৪ জন্ ব্যবহারকারী তাদের বাইক ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন । তাদের কাছে এই বাইকের সবচেয়ে বেশি ভালো লেগেছে দাম, দাম বিবেচনায় বাইকের পারফরমেন্স এবং ডিজাইন। রানার বলে যে তাদের এই বাইক মাইলেজ সরবরাহ করবে ৬০-৬৫ কিমি প্রতি লিটার । আমাদের সম্মানিত ব্যবহারকারীরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬৫ কিমি প্রতি লিটারে গড়ে।
Runner Bike RT নিয়ে ব্যবহারকারীর বিস্তারিত অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন
আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম রানার এর সেরা ৮০ থেকে ১০০ সিসির বাইকগুলো নিয়ে। আমরা আশাবাদী যে আপনারা সকল বাইক সম্পর্কে ভালো ধারনা পাবেন এবং রানার এর সেরা ৮০ থেকে ১০০সিসির বাইকগুলো নিয়ে আরও স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
ধন্যবাদ।
Generally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...
English BanglaYamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...
English BanglaSince the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...
English BanglaTo give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...
English BanglaIndia’s iconic motorcycle manufacturer, Royal Enfield, is set to enter the 250cc segment for the first time. However, the mo...
English Bangla