সাজেকের পথে পথে || পর্ব--০২ |
Description X
সাজেকের পথে পথে// পর্ব--০২
মেঘ বাতায়ন ইকো রিসোর্টে থাকতে হলে শুক্রবার বাদে আপনাকে ৪ হাজার টাকা গুনতে হবে। সরকারী ছুটির দিন গুলোতে সব পর্যটন কেন্দ্র গুলোতেই অতিরিক্ত টাকা গুনতে হয়। আর খাবারটা নির্ভর করবে আপনি কি খাবেন এবং কোথায় খাবেন। সাজেকে কম থেকে শুরু করে বেশি টাকায় খাবার সুযোগ রয়েছে। তবে পাহাড়ের অনেক উপরে খাবার বয়ে নিয়ে উঠার কারনে অন্যান্য জায়গার তুলনায় সাজেকে খাবারের দাম তুলনামূলক বেশি। |
সাজেকের পথে পথে// পর্ব--০২
মেঘ বাতায়ন ইকো রিসোর্টে থাকতে হলে শুক্রবার বাদে আপনাকে ৪ হাজার টাকা গুনতে হবে। সরকারী ছুটির দিন গুলোতে সব পর্যটন কেন্দ্র গুলোতেই অতিরিক্ত টাকা গুনতে হয়।
আর খাবারটা নির্ভর করবে আপনি কি খাবেন এবং কোথায় খাবেন।
সাজেকে কম থেকে শুরু করে বেশি টাকায় খাবার সুযোগ রয়েছে।
তবে পাহাড়ের অনেক উপরে খাবার বয়ে নিয়ে উঠার কারনে অন্যান্য জায়গার তুলনায় সাজেকে খাবারের দাম তুলনামূলক বেশি।