লাদাখের পথের পাহাড়গুলা রুক্ষ কিন্তু অসম্ভব সুন্দর || Ep: 9, Part: 1 || Ns Studio Vlogs |
Description X
কার্গিল থেকে বের হবার সাথে সাথেই বদলে যায় আশে পাশের পরিবেশ। যতই আগাতে থাকি ততই গাছপালা এবং সবুজ গায়েব হয়ে যেতে থাকে আর পাহাড়গুলা রূপ বদলে হয়ে যায় ন্যাড়া। দেখে মনে হচ্ছিল রাগে ফুলে ফেপে আছে পাহাড়গুলা। তবে এই ন্যাড়া পাহাড়গুলা রুক্ষ হলেও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর।
|