ENI I-Ride 20w 40 Engine oil User Review

ENI I-Ride 20w 40 Engine oil User Review

Description X
আমি ইঞ্জিন অয়েল নিয়ে স্টাডি করছিলাম, সেখান থেকে জানতে পারি Eni বিশ্বের সাতটি সুপার মেজর অয়েল কোম্পানির মধ্যে একটি, সেখান থেকে ভাবলাম এইবার ENI ব্যবহার করলে কেমন হয়। আমি ENI I-Ride 20W40 ইঞ্জিন অয়েলটি প্রায় ৭০০ কিলোমিটার ব্যবহার করছি, আমার এই স্বল্প রাইডের অভিজ্ঞতায় ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন লক্ষ করেছি, আমার বাইকের ইঞ্জিন থেকে বেশ ভালো সাউন্ড পাচ্ছি, এবং ইঞ্জিন থেকে কোনো হিটিং ইস্যু পাইনি, এছাড়া লং রাইড ও সিটি রাইডে ক্লাচ ও গেয়ার শিফটিং এ স্মুথনেস লক্ষ করেছি। অনেকের কাছে শুনেছি যে engine oil ব্র্যান্ড পরিবর্তন করলে মাইলেজের কম বেশি হয়ে থাকে, কিন্তু ENI ব্যবহারের ফলে আমি মাইলেজের তেমন কোনো পরিবর্তন দেখিনি। Overall Eni 20W40 মিনারেল product টি আমার কাছে affordable price এর মধ্যে বেশ ভালো মনে হয়েছে। আপনারা যারা মিনারেলের মধ্যে ভালো কিছু খুজছেন তারা আমার মতো Eni ব্যবহার করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না ।
616 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন