
স্বদেশি মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে রানার অটোমোবাইলের বেশ জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশে বিদ্যমান মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে ইন্ডিয়ান এবং চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর সংখ্যা তুলনা মূলক বেশি। স্বদেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে একধাপ এগিয়ে রানার অটোমোবাইল। দিনদিন রানার অটোমোবাইল চেষ্টা করছে যে ভালোমানের ভালো বাইক সরবরাহ করার। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো রানারের সেরা ৫টি ভালো মাইলেজ সমৃদ্ধ বাইক। এই তথ্যটি আমরা আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতাদের থেকে পেয়েছি। তারা রানার এর কোন কোন বাইককে ভালো মাইলেজ সমৃদ্ধ বাইক বলেছে চলুন সেই বাইকগুলো এক পলক দেখে নেওয়া যাক।
রানার ডিলাক্স রানার অটোমোবাইলের জনপ্রিয় একটি ৮০ সিসির বাইক। এই বাইকে রয়েছে সাধারণ ডিজাইনের সাথে ৮৫সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৫৮ কিলোওয়াট@৮৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৫.৫ এনএম @৫৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর দাম। অন্যদিকে আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতার এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন গড়ে ৬০-৭০ কিমি প্রতিলিটার।
Runner Deluxe বাইকের দাম ৮৫,০০০ টাকা।
রানার বুলেট হচ্ছে রানার অটোমোবাইলের আরেকটি জনপ্রিয় ১০০ সিসির বাইক। এই বাইকে রয়েছে মার্জিত ডিজাইনের সাথে ১০০.৫৪সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৮ কিলোওয়াট@৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৭ এনএম @৫৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাজেটের মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স। অন্যদিকে আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতার এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫ কিমি প্রতি লিটার।
Runner Bullet বাইকের দাম ১০৫,০০০ টাকা।
রানার এফ১০০ ৬এ হচ্ছে রানার অটো মোবাইলের কম বাজেটে জনপ্রিয় ১০০ সিসির বাইক। এই বাইকে রয়েছে মার্জিত ডিজাইনের সাথে, সহনীয় দাম, ৯৫.৭৪সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.২ কিলোওয়াট@৮০০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৬.৫ এনএম @৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স। অন্যদিকে আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতার এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫ কিমি প্রতি লিটার।
Runner F100 6A বাইকের দাম ৮৮,০০০ টাকা।
১০০সিসির মধ্যে রানার অটোমোবাইলের আরেকটি জনপ্রিয় বাইক হচ্ছে এই রানার চিতা। এই বাইকে রয়েছে মার্জিত ডিজাইনের সাথে, সহনীয় দাম, ৯৭.৬৭সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.২ কিলোওয়াট@৮০০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৬.৫ এনএম @৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স। অন্যদিকে আমাদের সম্মানিত ইউজার রিভিউদাতার এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫ কিমি প্রতিলিটার এবং তারা খুবই সন্তুষ্ট ।
Runner Cheeta বাইকের দাম ৮৭,০০০ টাকা।
১২৫সিসির মধ্যে রানার অটোমোবাইলের খুবই সুন্দর ও জনপ্রিয় বাইক হচ্ছে এই রানার চিতা । এই বাইকে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের সাথে, সহনীয় দাম, ইঞ্জিনের রয়েছে ১২৪.৮৪সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৮.৪ কিলোওয়াট@৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১১ এনএম @৭০০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১২৫সিসির মধ্যে আকর্ষণীয় ডিজাইন, দাম ও ইঞ্জিন পারফরমেন্স । অন্যদিকে আমাদের সম্মানিত ইউজার রিভিউদাতারা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৫৫-৬০ কিমি প্রতি লিটার এবং তারা খুবই সন্তুষ্ট ।
Runner Turbo 125 বাইকের দাম ১,৩০,০০০ টাকা।
উপরিউক্ত তথ্য গুলো আমরা আমাদের ওয়েবসাইটের সম্মানীত ইউজার রিভিউদাতাদের থেকে পেয়েছি। আশাকরি আপনাদের এই তথ্য গুলো অনেক উপকারে আসবে।
ধন্যবাদ।
Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...
English BanglaThe world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...
English BanglaBangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...
English BanglaAmong the few foreign premium sports category motorcycle brands that do business in Bangladesh, one of the most renowned motorcy...
English BanglaYamaha is a very well-known brand among bike lovers and this recognition is worldwide. Yamaha's reputation in Bangladesh is not ...
English Bangla