Yamaha Banner
Search

মোটরসাইকেল সার্ভিসিং এ কি কি করাবেন?

2017-04-18

মোটরসাইকেল সার্ভিসিং এ কি কি করাবেন?



motorcycle-servicing-guidelines


মোটরসাইকেল সার্ভিসিং করতে গেলে কি সার্ভিস করাবো, কি বলবো, কাকে দিয়ে সার্ভিসিং করাবো, কোন কাজ করলে ভাল হবে ইত্যাদি কথা মাথায় আসে, নতুন বাইকার হলে তো কথাই নাই , তাদের জন্য আজ এই লেখা। মোটরসাইকেল সার্ভিসিং এ অন্তত ২২টা কাজ জেনে রাখা দরকার।।

মোটরসাইকেল ধুলাবালি লেগে থাকুক আর না থাকুক কিন্তু বাইকের পারফরমেন্স টিপটপ থাকুক এটা আমরা সবাই চাই। মোটরসাইকেল সার্ভিসিং এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়মতো সার্ভিসিং করলে পাশাপাশি যত্ন নিলে দীর্ঘদিন ইঞ্জিনে হাত দিতে হয়না। রাস্তায় কোথাও দাড়াতে হয়না। এটা হলো সুনির্দিষ্ট কিছু কাজের সমষ্টি। আপনার মোটরসাইকেল যেখানেই সার্ভিসিং করান, খেয়াল করে নিম্নের ২২টা কাজ নিশ্চিত করুন।

১ম কাজ : মোটরসাইকেল ধুয়ে মুছে পরিষ্কার করুন। ভালোভাবে কম্প্রেসার বাতাস দিয়ে শুকিয়ে ফেলুন।
২য় কাজ : স্পার্ক প্লাগ, প্লাগের স্থান পরিষ্কার করুন , প্লাগ এর গ্যাপ (০.৮ - ০.৯ এমএম ) ঠিক করুন।
৩য় কাজ : ভাল্ভ / টেপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা দেখুন , না থাকলে ঠিক করুন। (হাতের আন্দাজে করলে ভালো হবে না, পারফেক্ট চাইলে ফিলার গজ দিয়ে কাজটা করুন।)
৪র্থ কাজ : আইডল আরপিএম ঠিক করুন। ১২০০-১৫০০ আরপিএম মধ্যে রাখুন।
৫ম কাজ : ফুয়েল লাইনের কোথাও লিক, ফাটা আছে কিনা দেখুন। চেক করুন।
৬ষ্ঠ কাজ : এয়ার ফিল্টার নির্দেশিকা অনুসারে পরিস্কার করুন।
৭ম কাজ : ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার পরিবর্তন করুন।
৮ম কাজ : সামনের এবং পিছনের ব্রেক চেক করুন। সমন্বয় করুন।
৯ম কাজ : ক্লাচ লিভার ফ্রি প্লে চেক করুন। সমন্বয় করুন। (সাধারনত ১০-১৫ এমএম।)
১০ম কাজ : চাকার হাল /অবস্থা দেখুন, কাচ, ছোট পিন, পেরেক কোথাও লুকায়ে আছে কিনা দেখুন। পরিষ্কার করুন। মেয়াদ উত্তীর্ণ মার্কিং স্পর্শ করলে চাকা পরিবর্তন করুন।
১১তম কাজ : উভয় চাকার বিয়ারিং ঢিলা বা ক্ষতিগ্রস্ত কিনা চেক করুন।
১২তম কাজ : হ্যান্ডেল বার ডান দিকে বাম দিকে মসৃন ভাবে ঘুরতেছে, কোথাও টাইট ঢিলা অনুভুত হলে এডজাস্ট করুন।
১৩তম কাজ : সামনের চাকার ফর্ক (সাসপেন্সান ), পিছনের চাকার শক (সাসপেন্সান ) ঠিকভাবে কাজ করছে, তেল লিক হচ্ছে কিনা চেক করুন।
১৪তম কাজ : ড্রাইভ চেইন বেশি ঢিলা , বেশি টাইট থাকলে এডজাস্ট করুন , চাকার দুপাশের মার্কিং অনুযায়ী চেইন সমান্তরাল করুন। নির্দেশিত লুব্রিকেন্ট চেইন এ লাগান।
১৫তম কাজ: সকল নাট বোল্ট চেক করুন , ঢিলা হলে টাইট করুন।
১৬তম কাজ : সকল বাতি, ইলেকট্রিকেল সুইচ পরীক্ষা করুন।
১৭তম কাজ : চাকার হাওয়ার প্রেসার চেক করুন, প্রয়োজনে হাওয়া দিন।
১৮তম কাজ : আইডল আরপিএম এ নির্গত ধোয়ায় কার্বন ডাই অক্সাইড পরিমাপ করুন, সমন্বয় করুন। (আধুনিক সুবিধাযুক্ত সার্ভিসিং সেন্টার ছাড়া সম্ভব নয়।)
১৯তম কাজ : সকল নড়াচড়া স্থান (মেটাল টু মেটাল) চেক করুন, লুব্রিক্যান্ট দিন। সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড , স্প্রিং এর দুই প্রান্ত।
২০তম কাজ : উভয় চাকার ব্রেক সুইচ চেক করুন।
২১তম কাজ : ক্লাচ ক্যাবল, থ্রটল ক্যাবল চেক করুন, ব্রেক কেবলে লুব্রিক্যান্ট দিন।
২২তম কাজ : উপরের সব শেষ হলে একটা টেস্ট ড্রাইভ দিন।এরপর ক্লিন করে পালিশ করুন।

আশা করি আপনার মোটরসাইকেল চমত্কার পারফরমেন্স দিবে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন।

সাইড নোট :
১. সার্ভিসিং এর পর ফ্রন্ট ডিস্ক রটর পানি দিয়ে ধুয়ে নিবেন। তেল জাতিয় কিছু লেগে থাকলে ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে নিবেন।
২. বাইকের কাগজ পত্র ঠিকঠাক আছে নিশ্চিত করুন।
৩. বাইক চালানো শুরু করার আগে সাইড স্টান্ড তুলছেন কিনা চেক করুন।
৪. আপনার কাজ করা অবস্থায় মেকানিক অন্যজনের কাজ ধরলে, ওই দোকানে কাজ করাবেন না।
৫. নিজে হেলমেট পরিধান করুন, আপরকে হেলমেট পরতে উৎসাহিত করুন ।

কৃতজ্ঞতা: মেহেদী হাসান
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 5
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

বাইকের সাইলেন্সরে বা ইঞ্জিনে পানি গেলে কি হতে পারে?
2024-05-08

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও জলাবদ্ধতা এর কারনে অনেকেই বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা সম্মুখীন হচ্চেন, তবে অনেকে না যেনে বুঝে পানির মধ্যে বাইক নিয়ে চলে যায় বা হাটু পানির মধ্যেও বাইক নিয়ে তা পার হয়, এতে করে বাইকের ইঞ্জিন ও সাইলেন্সরে পানি যাওয়ার সম্ভবনা থাকে, এবং এর ফলে বাইকের ইঞ্জিনে মারান্তক...

Bangla English
অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়
2024-04-02

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া চলছে, তবে তাই বলে তো আর বাইকাররা থেমে থাকবে না, আমাদের নিন্ত দিনের কাজের জন্যে বাইক ব্যবহার করতে হয়, অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং আপনাদের উদ্দেশে কিছু টিপস শেয়ার করবো। সর্বদা ভাইসর নামিয়ে বাইক রাইড করবেন, ভাইস...

Bangla English
বাইকে ঈদ যাত্রার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
2024-04-02

রমজান মাস প্রায় শেষের দিকে আর কিছু দিন পরেও পবিত্র ঈদুল ফিতর, এই ঈদ কে কেন্দ্র করে অনেকেই আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে থাকি, ব্যাস্তু কর্মজীবন থেকে কিছুদিনের জন্য আমরা পরিবার পরিজনের কাছে সময় কাটাতে পারি, তবে আমাদের দেশে ঈদ যাত্রার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি এড়াতে আমাদের মধ্য...

Bangla English
বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়
2023-09-14

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...

Bangla English
বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক
2023-09-05

একটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...

Bangla English
Filter

Filter