Yamaha Banner
Search

English Version
2016-08-24

KEEWAY RKS100 Motorcycle ownership review by Touhid Ahmed Rasel


keeway rks 100ছেলে বেলায় ভাবতাম আর যাই হোক আমার একটা বাইক থাকলেই চলবে। এখন এ কথা ভাবলে হাসি পায়। বাইক পছন্দের কারনের দিকে এগিয়ে রাখবো প্রথমেই 'নিজের স্বাধীনতা' যেখানে অন্য কোন বাহনে নেই । মাঝে মাঝে তো মনে হয় পুরা পৃথিবী ঘুরে আসি আমার বাইক নিয়ে।

আমার প্রথম বাইক ছিল Walton, তখন অবশ্য টাকা ছিল না, ২০১০/১১ হবে। আব্বু হজ্বে ছিলেন বিধায় আম্মু আমাকে ৪০,০০০/- দিয়েছিলেন। এ ইতিহাস আর নাই টানি, এবার অবশ্য বাজেট কোন বিষয় ছিল না, নিজের যথেষ্ট সামর্থ ছিল তারপরও একটা ব্লাংক চেক পেয়েছিলাম বউয়ের কাছ থেকে :-P, বউ দিয়ে আমাকে বলেছিল এবারই লাষ্ট, আর চেঞ্জ করা চলবে না। (বউ চাকুরী করে,) যৌতুকের বিষয় ভেবে নিয়েন না কেউ আবার হাহা হাহা হা। তাই বুঝে শুনেই Keeway RKS 100 v1 বেছে নেয়া।

কারন ১ম : বাইকের লুক আর স্টাইল।
কারন ২য় : ফুয়েল Cost ।
কারন ৩য় : বাইকের দাম (গরীবের FZS)।
কারন ৪র্থ : কন্ট্রোল ক্যাপাসিটি অসাধারণ (কcনার আগেই চালিয়ে দেখেছিলাম), আর এই মূহুর্তে বলতে পারছি না। (প্রেমেও পড়েছিলাম খানিকটা)

৫ মাসের অভিজ্ঞতার আলোকে বলছি:
-------------------------------
ভাল দিক :
১. অসাধারণ লুকের কারনে পথে ঘাটে বেশ মজার অভিজ্ঞতা হয়েছে।(বিশেষ করে ফেরীতে)
২. কন্টোলিংএর ক্ষেত্রে ব্রেক, এক কথায় অসাধারণ।সে ক্ষেত্রে চাকা মোটার কারনে সহজে স্লিপ খায় না।
৩. সিট, লং জার্নির জন্য পারফেক্ট মনে হয়েছে।
৪. স্পিড ১০০ cc তুলোনায় এক কথায় বেষ্ট। আমি অবশ্য সর্বচ্চ ৯০ তুলেছিলাম।
৫. ইঞ্জিন যথেষ্ট স্মুথ। খুব একটা গরম হয় না।
৬. ফুয়েল খরচ ৫০-৫৫, যা আমার মতে ঠিকই আছে।
৭. উচ্চ গতিতে একদম ভাইব্রেট হয় না।
৮. লাইটিং খারাপ বলা যাবে না।
৯. বাইকটির বডি যথেষ্ট মজবুত মনে হয়েছে।

keeway rks 100যে দিকে আরো চেঞ্জ হলে ভাল হতো :
- হর্ন, মাঝে মাঝে ফ্যাচ ফ্যাচ করে। ইন্ডিকেটর লাইটের শব্দ নাই ( লাগানো যায় হয়ত, কিন্তু থাকলে আর বাড়তি ঝামেলা নিতে হতো না)
- ক্লাস প্লেটটা আরো স্মুথ করা যেত, আবার আমারটাও প্রব্লেম থাকতে পারে।
- চাকাগুলি টিউবলেস থাকলে ভাল হতো।
- সবচেয়ে অদ্ভুত সমস্যা বাইকটায় কোন এক্সটা বক্স নেই। সামান্য পরিস্কার করা কাপড়ও রাখার জায়গা খুঁজে পাইনি।
আর কিছু এখনো পাইনি

উল্লেখ্য : ঢাকার বাইরে সার্ভিসিং নিয়ে আমি সুন্তুষ্ট না একদম। মহাখালী যাওয়া হয়ে উঠে না। জেলা শহরে পর্যাপ্ত সার্ভিসিং সেবা ও পার্স /মালামাল পাওয়ার ব্যবস্থা থাকা অতীব জরুরী।

জানি না কি লিখলাম, আমি তো আর এতটা এক্সপার্ট না, বিশেষ করে বাইকের খুঁটিনাটি বিষয়ে। আর যাই হোক এটা আমার একান্তই ব্যাক্তিগত অভিমত।



Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on KeeWay RKS 100 v2

কিওয়ে আরকেএস ১০০ ভি১ মোটরসাইকেল রিভিউ - সাকিব আহমেদ সৈকত
2018-01-30

আলহামদুলিল্লাহ! আমার KEEWAY RKS 100 v1 এর ২ বছর পূর্ন হল। এই ২ বছরে তার সাথে ২৪০০০+ কিমি পাড়ি দিলাম।। এই ২ বছরে সে আমাকে কখনো...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি২ মোটরসাইকেল রিভিউ - মোস্তাফিজুর রহমান
2018-01-27

আমি মোঃমোস্তাফিজুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসায়িক বিভিন্ন কাজে এবং ব্যাক্তিগত ঘুরাঘুরি করার জন্য মোটর...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - তানভীর মেহেদী
2017-10-28

কিওয়ে আর কে এস ভার্সন ১ বাইকটি কিনি ১৩ মার্চ ২০১৫ সালে কিওয়ের মেইন শো-রুম স্পীডোজ লিমিটেড থেকে যেটা ঢাকার মহাখাল...

Bangla English
2017-10-18

বাংলাদেশের উদীয়মান কিছু মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি যে কিওয়ে অন্যতম।তাদের প...

Bangla English
2017-08-11

বিগত বছরগুলোতে জাপানিজ এবং ইন্ডিয়ান ব্রান্ডের পাশাপাশি পৃথিবীর অন্যান্য অনেক দেশের জনপ্রিয় মোটরসাইকেলও বাং...

Bangla English
2017-08-09

চায়না বেশিদিন যায় না। চাইনিজ ব্রান্ড বা চাইনিজ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের দেশের সবচেয়ে প্রচলিত কথা। অথচ পৃথি...

Bangla English
2017-07-31

আমি শাহারিয়ার রহমান, পেশায় একজন ছাত্র পাশাপাশি ওয়েব ডেভেলপার। আমি দীর্ঘদিন ধরে keeway RKS 100 বাইকটি ব্যবহার করে আসছি। ...

Bangla English
2017-07-22

আমি রাজিবুল ইসলাম রাজ, পেশায় চাকুরীজীবি। আজ আমি আমার বাইক Keeway RKS 100 নিয়ে আপনাদের সাথে আমার কিছু মতামত শেয়ার করতে যা...

Bangla English
2017-06-15

এই রিভিউটা যখন লিখতে বসেছি ততক্ষণে বাইক ৯১২ কিলোমিটার চলেছে। বাইকটা কেনা দুই সপ্তাহ হয়েছে। প্রায় প্রতিদিনই চা...

Bangla English
2016-08-24

ছেলে বেলায় ভাবতাম আর যাই হোক আমার একটা বাইক থাকলেই চলবে। এখন এ কথা ভাবলে হাসি পায়। বাইক পছন্দের কারনের দিকে এগিয়ে ...

Bangla English
2016-06-26

আমি শাহরিয়ার মাহমুদ মামুন। ছোটবেলা থেকেই মোটরসাইকেলের প্রতি এক দূর্বার আকর্ষণ ছিল আমার। এই আকর্ষনের কারনেই আমি ...

Bangla English
2016-06-22

...

English
2015-05-06

...

English
Filter