
বাংলাদেশে ১৫০সিসি বাইকের মধ্যে উত্তরা মোটরস এর আমদানীকৃত বাজাজ পালসার হলো জনপ্রিয়তা শীর্ষে এবং সর্বাধিক বিক্রিত একটি মোটরসাইকেল। বলা বাহুল্য যে ১৫০সিসি সেগমেন্টে পালসারই একমাত্র বাইক যা বাংলাদেশের আনাচে কানাচে এবং অল্পবয়স্ক বাইকার থেকে শুরু সিনিয়রদের কাছেও ব্যাপকভাবে জনপ্রিয়।
এই জনপ্রিয়তার পেছনের বেশ কয়েকটি কারনকে উল্লেখ করা যায়ঃ
-প্রথমত, বাজাজের ব্রান্ড ভ্যালু যা বাজাজের ১৫০সিসির এই বাইকটাকে সম্পুর্নই আলাদা একটা লেভেলে নিয়ে গেছে।
-বাজাজ পালসারের অসাধারন ইউনিক ডিজাইন যা যে কোন বয়সের রাইডারের সাথে মানিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। অর্থাৎ এই একটি বাইক একটি পরিবারের সবাই মানানের কথা না ভেবেই ব্যবহার করতে পারে।
-অসাধারন ইঞ্জিন পারফরমেন্স এবং স্মুদ রাইডিং এর অভিজ্ঞতা যার ব্যাপারে বাজাজ পালসার ১৫০সিসির অন্য যেকোন বাইকের থেকে আলাদা।
-ওজন ব্যালেন্সের দিক দিয়েও বাজাজ পালসারের তুলনা বাজাজ পালসার নিজেই। অন্য বাইকে বেশি গতিতে যখন কাপাকাপি শুরু হয়ে যায় সেখানে বাজাজ পালসার স্মুদ রাইডিং এর অভিজ্ঞতা একজন গতি প্রেমী রাইডার মুগ্ধ করে।
-১৫০সিসির কমিউটার বাইকের মধ্যে বলা যায় সবচেয়ে সেরা ডিজাইন হলো বাজাজ পালসারের যা এই বাইকের জনপ্রিয়তার অন্যতম একটি কারন। যেখানে অতিরিক্ত কোন ডিজাইন বা প্লাস্টিকের কিট ব্যবহার করা হয়নি, কালার কম্বিনেশনও প্রশংসার দাবীদার।
-এছাড়া মাইলেজ, প্রাইস রেঞ্জ, আফটার সেলস সার্ভিস ইত্যাদি বিষয়গুলা বাজাজ পালসারকে ১৫০সিসির অন্য যেকোন বাইকের থেকে অন্য লেভেলে নিয়ে গেছে।
সবশেষে দামের ব্যাপারে বলতে গেলে সবার পরিচিত বাজাজ পালসারের মোট ৪টি মডেল বাজারে বর্তমানঃ
সাধারন ব্যবহারের জন্য তুলনামুলক কমদামে আরামদায়ক, কোয়ালিটি সম্পন্ন এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তাপুর্ন ১৫০সিসি বাইকের কথা বলতে গেলে বাজাজ পালসারের নাম আসবে সবার ওপরে।
One of the few motorcycle brands that has created a stir among bike lovers since the amateur CC limit was increased in the mot...
English BanglaWith the change of time, the desires and preferences of bike lovers change and with this change, every model and bike in the b...
English BanglaBajaj Pulsar 150cc is one of the most used and best-selling bikes in Bangladesh in the 150cc segment. Keeping in mind the popula...
English BanglaThe specialty of CFMoto bikes is its innovative technology, partnership with the world-famous sports bike brand KTM, KTM's attra...
English BanglaCFMoto is currently a very well-known premium motorcycle brand in the high-cc segment among motorcycle enthusiasts in Bangladesh...
English Bangla