Sunra
Yamaha Banner
Search

রানার মোটরসাইকেলের মুল্য তালিকা জুলাই ২০১৭

2017-07-26

রানার মোটরসাইকেলের মুল্য তালিকা জুলাই ২০১৭


runner-motorcycle-price-july-2017


বর্তমানে ইন্টারন্যাশনাল ব্রান্ডের পাশাপাশি দেশীয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলো বেশ ভালভাবে গ্রাহকদের কাছে পরিচিত হচ্ছে এবং তারা গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করছে। রানার তাদের মধ্যে একটি ব্র্যান্ড এবং শুধু তাই নয় তারা বাংলাদেশের মধ্যে অনেক সুনামধন্য একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের লোকাল মার্কেটে রানার একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা প্রমান করেছে যে তাদের সকল প্রোডাক্ট গ্রাহকদের সাধ্যের মধ্যে।তাদের মূল লক্ষ্য হল তাদের বাইকগুলো সকল শ্রেণীর মানুষের হাতে তুলে দেওয়া। তাদের অনেক প্রোডাক্ট আমাদের দেশের রাস্তায় চলতে দেখা যায় যেগুলোর দাম গ্রাহকদের সাধ্যের মধ্যে। চলুন দেখে আসি তাদের মোটরসাইকেলের আপডেট দামগুলো।

Dayang Runner DY50
৫০ সিসির এই মোটরসাইকেলটি রানারের অসাধারণ একটি মোটরসাইকেল যার ইঞ্জিনে রয়েছে সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড, পেট্রল ইঞ্জিন। খুব ভাল মাইলেজের পাশাপাশি প্রয়োজনীয় সকল ফিচার এবং ইলেকট্রিক স্টার্ট অপশন রয়েছে। দাম ৭২,০০০.০০ টাকা।

Dayang Runner AD80S (Alloy Rim)
রানারের এই মোটরসাইকেলটি ৮০ সিসির সিংগেল সিলিন্ডার,৪ স্ট্রোক, পেট্রল ইঞ্জিন রয়েছে যেটা খুব ভাল ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক তৈরি করতে সক্ষম। এই ইঞ্জিন টপ স্পীড ৮০ এর বেশী প্রতি ঘন্টায় এবং মাইলেজ ৬০ কিমি প্রতি লিটারে দিতে সক্ষম। বাইকটির দাম ৮১,০০০.০০ টাকা।

Runner AD80 Deluxe
Runner AD80 Deluxe বাইকটি অন্যান্য ৮০ সিসির বাইকের তুলনায় দেখতে বেশ ভাল কিন্তু আগের মতই পুরাতন ইঞ্জিন রাখা হয়েছে তবে এর ইঞ্জিন পারফরমেন্স বেশ সন্তোষজনক। বাইকটির ইঞ্জিনের পাওয়ার 4.58 Kw/8500rpm রয়েছে সাথে ইঞ্জিন চালু করার জন্য কিক এবং ইলেকট্রিক স্টার্ট অপশন রাখা হয়েছে। এছাড়াও বাইকটির ফিচার AD80 বাইকটির সাথে একবারে মিল রয়েছে। বাইকটির দাম ৮৩,০০০.০০ টাকা

Runner Cheta 100cc
১০০ সিসির এই বাইক তৈরিতে রানার তাদের বিচক্ষন কিছু চিন্তা ভাবনার পরিচয় দিয়েছে। বাইকটির প্রত্যেকটি ফিচার বলতে গেলে অসাধারণ পাশাপাশি মাইলেজ এবং স্পীড অনেক ভাল। ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কোন সন্দেহ নেই। বাইকটির দাম ৮৫,০০০.০০ টাকা।

Freedom Runner F100-6A
বাইকটির ডিজাইনটা তেমন স্টাইলিশ না যার কারণ দেখতে তেমন একটা চমৎকার নয় কিন্তু বাইকটির ইঞ্জিন কন্ডিশন বেশ ভাল। ভাল মাইলেজ,স্পীড এবং পারফরমেন্স বাইকটার থেকে আশা করা যায় এবং অন্যান্য ফিচার গুলো বেশ সন্তোষজনক। ১০০ সিসির এই বাইকটির দাম ৮৮,০০০.০০ টাকা।

Freedom Runner TROVER
১০০ সিসির কিছুটা সাধারণ স্টাইলিশ মোটরসাইকেল হল Freedom Runner TROVER। বাইকটির লক্ষ্যনীয় কিছু জিনিস যেমন এর ইঞ্জিনে রয়েছে ৯৫ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড, পেট্রল ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 5.2 KW / 8000 rp এবং ম্যাক্স টর্ক 6.5N.m/6500 rpm তৈরি করতে সক্ষম। বাইকটির দাম ৯০,০০০.০০ টাকা।

Freedom Runner Royal + 110cc
১১০ সিসির বাইক হিসেবে বাইকটি আরও ভাল হতে পারত কিন্তু বাইকটি মন্দও নয়। বাইকটির দাম ফিচার এবং অন্যান্য সকল কিছু একদম গ্রাহকদের সধ্যের মধ্যে। বাইকটির দাম ১,০১,০০০.০০ টাকা।

Runner Turbo 125
Runner Turbo 125 বাইকটি ডিজাইন ১২৫ সিসি কমিউটার বাইক হিসেবে বেশ ফ্যাশানেবল। পাওয়ারফুল ইঞ্জিন আউটপুট, ভাল মাইলজে এবং ভাল স্পীড, কালারের অসাধারণ কম্বিনেশন ইত্যাদি অনেক ভাল। বাইকটির দাম ১,৩০,০০০.০০ টাকা।

Freedom Runner Kite +
Freedom Runner Kite + বাইকটি এর পূর্বের মডেলের আপডেট ভার্সন। বাইকটির ইঞ্জিনে রয়েছে সিংগেল সিলিন্ডার, SHOC, ৪ স্ট্রোক, ডুয়েল ভাল্ড এছাড়াও আগের মডেলের থেকে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন- কালার কম্বিনেশন, ডিজাইন, টায়ার,ইলেক্ট্রিক্যালে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই স্কুটারটির বর্তমান দাম ৮৬,০০০.০০ টাকা।

Dayang Runner Bullet 100cc
Dayang Runner Bullet 100cc বাইকটি সকলের পছন্দের একটি বাইক এবং অন্যান্য রানার বাইকের থেকে এটি বেশ জনপ্রিয় একটি বাইক। বাইকটির ইঞ্জিনে রয়েছে ১০০ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ারকুল্ড, পেট্রল ইঞ্জিন যেটা নিঃসন্দেহে অনেক ভাল ম্যাক্স পাওয়ার এবং টর্ক তৈরি করে এর ইঞ্জিন পারফরমেন্স বৃদ্ধি করে থাকে। এছাড়াও বাইকটির ডিজাইন, কনফিগারেশন,কালার কম্বিনেশন এবং অন্যান্য কিছু অসাধারন ফিচার গ্রাহকদের মনে জায়গা করে নিবে। বাইকটি দাম ১,০৫,০০০.০০ টাকা।

Runner Knight Rider 150
রানারের এই বাইকটি খুব সম্প্রতি বাজারে আসতে দেখা যায়। বাইকটির ইঞ্জিন ১৫০ সিসি সিংগেল সিলিন্ডার, SOHC , ৪ স্ট্রোক, ডুয়েল ভাল্ভ পাওয়ারফুল ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 11.92 BHP@ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 12.2 Nm @ 5500 rpm দিতে সক্ষম। পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি অসাধারণ ডিজাইন, শেডস এবং অন্যান্য কনফিগারেশন গুলো গ্রাহকদের চোখ ধাঁধানো। বাইকটির বর্তমান মুল্য ১,৫৬,০০০.০০ টাকা।

LML FREEDOM
এই মোটরসাইকেলটি সাধারণত রানারের আমদানীকৃত একটি মোটরসাইকেল। বাইকটির আওউটলুক, ডিজাইন, মাইলেজ এবং স্পীড বলতে গেলে অসাধারণ। বাইকটির দাম ১,২৫,০০০.০০ টাকা।

Bike News

CFMotos in Rangpur PCDT – CFMoto Rangpur
2025-11-09

Today, November 8, a grand ceremony was held to inaugurate the new CFMoto showroom in Rangpur, one of the most important divisiona...

English Bangla
Yamaha presents Rev up before Winter offer for bike lovers
2025-11-09

Yamaha, as always, has brought Rev up before Winter at the beginning of the new month to fulfill the dream of owning a bike for bi...

English Bangla
Hyosung Bike Price in Bangladesh October 2025
2025-10-19

Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh October 2025
2025-10-16

The world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...

English Bangla
New Era of E-Mobility in Bangladesh: Global E-Bike Brand ‘Sunra’ Officially Launches
2025-10-15

Bangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...

English Bangla
Filter