Sunra
Yamaha Banner
Search

১ লক্ষ টাকার মধ্যে রানার বাইক

2021-09-13

১ লক্ষ টাকার মধ্যে রানার বাইক

runner-bikes-in-1-lakh-1631530711.jpg
মোটরসাইকেল ক্রয় করার পুর্বে বাজেট খুব বড় একটি বিষয়। অনেকের বাজেট আছে কিন্তু স্বপ্নের বাইকের মত হচ্ছে না আবার অনেকের পছন্দ হচ্ছে কিন্তু বাজেটে হচ্ছে না। এই রকম সমস্যার সম্মুখীন বাইক কেনার ক্ষেত্রে আমাদের হতেই হয়। বর্তমানে এই পরিস্থিতি একটু ভিন্ন লক্ষ্য করা যায়। এখন ঘরে বসেই একজন বাইকপ্রেমী তার কাঙ্ক্ষিত বাইকটি পছন্দ করতে পারেন তার বাজেট অনুযায়ী কিন্তু তারপরেও দেখা যায় যে স্বল্প কিছু বাজেটের জন্য আরেকটি যে বাইক পছন্দ হয়েছিলো সেটিকে হয়তো হাত ছাড়া করতে হয়।


আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের বাইক পছন্দ করার পথ আরেকটু সুগম করে দিবো। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে হয়তো আপনি আপনার পছন্দের বাইকটি অনায়াসেই খুঁজে নিয়ে পারবেন। আজকে আমরা ১ লক্ষ টাকার মধ্যে রানার এর যে বাইকগুলো আছে সেগুলো নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। যারা রানার বাইক ১ লক্ষ টাকা বাজেটের মধ্যে খুঁজছেন তারা খুব সহজেই হয়তো এখানেই কাঙ্ক্ষিত বাইকটি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন।

এছাড়াও রানার এর সকল বাইকের দাম জানতে ক্লিক করুন।

Runner Bike RT
Runner-Bike-RT-1631530750.jpg


যদি রানার এর কম মুল্যে ভালো বাইক কিনতে চান তাহলে Runner Bike RT একবার কিনে দেখতে পারেন। এটা আমাদের সাথে যারা তাদের Runner Bike RT বাইক নিয়ে মন্তব্য শেয়ার করেছেন তাদের কথা। Runner Bike RT ৮০ সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে জনপ্রিয় ও অতি কম মূল্যের একটি বাইক। অন্যান্য ব্র্যান্ডের যেসকল ৮০ সিসির বাইক রয়েছে সেগুলোর সাথে তুলনা করলে দেখা যায় যে দামের দিক থেকে একধাপ এগিয়ে Runner Bike RT। এই বাইকের সাথে রয়েছে মার্জিত ডিজাইন, সেরা দাম,আরামদায়ক সিটিং পজিশন,আকর্ষণীয় গ্রাফিক্স, ৮০ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৪ কিলোওয়াট@ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৫ এনএম@ ৪৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও রয়েছে রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস। এই সমস্ত কিছু রানার অফার করছে একদম কম দামে। Runner Bike RT বাইকের দাম ৬৪,০০০ টাকা।


আমাদের সাথে এই Runner Bike RT নিয়ে প্রায় ৪ জন্ ব্যবহারকারী তাদের বাইক ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন । তাদের কাছে এই বাইকের সবচেয়ে বেশি ভালো লেগেছে দাম, দাম বিবেচনায় বাইকের পারফরমেন্স এবং ডিজাইন খুবই সুন্দর। রানার বলে যে তাদের এই বাইক মাইলেজ সরবরাহ করবে ৬০-৬৫ কিমি প্রতি লিটার । আমাদের সম্মানিত ব্যবহারকারীরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬৫ কিমি প্রতি লিটারে গড়ে।


Runner Bike RT নিয়ে ব্যবহারকারীর বিস্তারিত জানতে ক্লিক করুন


Runner Cheeta
Runner-Cheeta-1631530794.jpg


১০০ সিসির মধ্যে রানার অটোমোবাইলের জনপ্রিয় বাইক হচ্ছে এই Runner Cheeta । এই বাইকে রয়েছে মার্জিত ডিজাইনের সাথে, সহনীয় দাম সেই সাথে রয়েছে কম দামের মধ্যে আধুনিক সব সুবিধা ১০০ সিসি সেগমেন্টে। Runner Cheeta এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৭.৬৭ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.২ কিলোওয়াট@৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৬.৫ এনএম @৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০ সিসির মধ্যে দাম অনুযায়ী সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স । Runner Cheeta বাইকের দাম ৮৮,০০০ টাকা।


আমাদের সাথে এই Runner Cheeta নিয়ে ১ জন্ ব্যবহারকারী তাদের বাইক ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন । তাদের কাছে এই বাইকের সবচেয়ে বেশি ভালো লেগেছে দাম, দাম বিবেচনায় বাইকের পারফরমেন্স এবং মাইলেজ অনেক ভালো। রানার বলে যে তাদের এই বাইক মাইলেজ সরবরাহ করবে ৬০-৬৫ কিমি প্রতি লিটার । আমাদের সম্মানিত ব্যবহারকারীরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬০ কিমি প্রতি লিটারে গড়ে।


Runner Cheeta নিয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন


Runner Deluxe
Runner-Deluxe-1631530833.jpg


৮০ সিসির মধ্যে রানার অটোমোবাইলের আরেকটি জনপ্রিয় বাইক হল Runner Delux। এই বাইকটিতে ৮০ সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ভালো ফিচারস দেওয়ার চেষ্টা করেছে রানার। যারা কম দামের মধ্যে ৮০ সিসির সুন্দর একটি বাইক কিনতে চান পাশাপাশি মার্জিত ডিজাইনের সাথে ভালো ফিচারস কম দামের মধ্যে চান তারা অনেকেই এই Runner Deluxe বাইকটি বেছে নেন। এই Runner Deluxe মডেলটি অনেক বছর ধরে বাজারে রয়েছে এবং এখনও গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। ইঞ্জিনের দিক লক্ষ্য করলে দেখা যায় যে রানার এখানে ব্যবহার করেছে শক্তিশালী ৮৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৫৮ কিলোওয়াট @৮৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৫ কিলোওয়াট@৫৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। বাইকটির সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে বাইকের দাম ও মাইলেজ। একজন রাইডারের রাইডের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই কম দামের মধ্যে এই বাইকের সাথে দেওয়ার চেষ্টা করেছে। Runner Deluxe বাইকের দাম ৮৬,০০০ টাকা।


আমাদের সাথে এই রানার Runner Deluxe বাইক নিয়ে প্রায় ১১ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন কিছু তথ্য শেয়ার করেছেন। অনেক গ্রাহক এই বাইকের দাম, মাইলেজ ও আরাম বেশি পছন্দ করেছেন এবং রানার এর সার্ভিস মান উন্নত করার পরামর্শ দিয়েছেন। এই বাইক থেকে ব্যবহারকারীরা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬৮ কিমি প্রতি লিটার।


Runner Deluxe নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন


Runner F100 6A
Runner-F100-6A-1631530870.jpg


১০০ সিসির মধ্যে কম দামে সুন্দর ও মার্জিত একটি বাইক হচ্ছে Runner F100 6A। রানার খুব সুন্দর ভাবে এই বাইকটি ডিজাইন ও ফিচারস বিবেচনা করে দাম নির্ধারণ করেছেন।   যার ফলে এই বাইকের চাহিদা এবং বাইকের প্রতি আকর্ষণ অনেকেরই বেশি। বিশেষ করে যারা মাইলেজ বেশি পেতে চান কিংবা বাইক থেকে ভালো বিল্ড কোয়ালিটি পেতে চান তারা অনেকেই এই বাইকটি পছন্দ করেন। শহরের রাস্তা থেকে শুরু করে গ্রামের রাস্তায় এই বাইক দেখতে পাওয়া যায় । ডিজাইন এর পাশাপাশি এই বাইকের ইঞ্জিনের রয়েছে ৯৫.৭৪ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.২ কিলোওয়াট @৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৬.৫ এনএম @৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০ সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স । Runner F100 6A বাইকের দাম ৮৮,০০০ টাকা।


আমাদের সাথে এই Runner F100 6A বাইক নিয়ে প্রায় দুইজন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সবাই এই বাইকের দাম, ডিজাইন, মাইলেজ ও সার্ভিস বেশি পছন্দ করেছেন। এই বাইক থেকে তারা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫০-৬০ কিমি প্রতি লিটার।


Runner F100 6A নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন


Runner Kite+
Runner-Kite+-1631530932.jpg


Runner Kite+ বাইকটি রানার অটমোবাইলের সুন্দর একটি স্কুটার। এই স্কুটারটি দেখতে যেমন সুন্দর তেমন এর পারফরমেন্স ও অনেক ভালো। বাজারে যারা কম দামের মধ্যে স্কুটার এর স্বাদ নিতে চান তারা অন্যায়াসেই এই Runner Kite+ নিতে পারেন। এই স্কুটারটিতে সুন্দর ডিজাইনের পাশাপাশি সুন্দর কালার কম্বিনেশন ও গ্রাফিক্স লক্ষ্য করা যায়। ইঞ্জিন রানার এই Runner Kite+ স্কুটারে ব্যবহার করেছে ১১০ সিসি সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.8 Kw @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 7 N.m @ 5500 rpm। রানার বলে যে, তাদের এই স্কুটারটি মাইলেজ দিবে ৫০-৬০ কিমি প্রতি লিটার। Runner Kite+ বাইকের দাম ৯১,০০০ টাকা।


Runner Kite+ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


Runner AD80S Alloy
Runner-AD80S-Alloy-1631530978.jpg


৮০ সিসির মধ্যে সাশ্রয়ী একটি বাইক হচ্ছে এই Runner AD80S Alloy। বাইকটি অনেক বছর ধরে আমাদের দেশের বাজারে রয়েছে এবং খুব সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। গ্রাহকদের থেকে ভালো সাড়া পেয়ে এই বাইকটি বর্তমানে রানার এর ৮০ সিসির সুন্দর একটি বাইক হিসেবে পরিচিত। মার্জিত ডিজাইনের পাশাপাশি এই বাইকের ইঞ্জিনে রানার ব্যবহার করেছে ৮৫ সিসি সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.58 kw @ 8500 rpm এবং ম্যাক্স টর্ক 5.5 kw @ 5500 rpm উৎপন্ন করতে সক্ষমRunner AD80S Alloy বাইকের দাম ৮৪,০০০ টাকা।


Runner AD80S Alloy নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।


এছাড়াও ১ লক্ষ টাকার একটু বেশি যে বাইকগুলোর দাম রয়েছে


Runner Bullet বাইকের দাম ১, ০৬,০০০ টাকা।


Runner Bullet 100 v2 বাইকের দাম ১, ১০,০০০ টাকা।


Runner Royal+ বাইকের দাম ১, ০২,০০০ টাকা ।


Runner Skooty 110 বাইকের দাম ১, ০৪,০০০ টাকা।


রানার সর্বদা চেষ্টা করে কম দামের মধ্যে গ্রাহকদের সেরা বাইক উপহার দেওয়ার সেজন্য রানার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আজকে আপনাদের সাথে যে বাইকগুলো নিয়ে আলোচনা করা হল সেগুলো ১ লক্ষ টাকার মধ্যে এবং বাইকগুলো অনেক সুন্দরভাবে রানার উপস্থাপন করেছে।


 

Bike News

Hyosung Bike Price and Features in Bangladesh
2025-12-27

The demand for Hyosung motorcycles in Bangladesh is mainly due to its powerful V-Twin engine and classic cruiser look. As of ...

English Bangla
Bangladesh Honda Private Limited Launches All New Honda NX200
2025-12-21

Bangladesh Honda Private Limited (BHL) yesterday 20 December 2025, unveiled the All New Honda NX200, an adventure-inspired motor...

English Bangla
CFMoto bike prices Latest update on 2025
2025-12-20

CFMoto was one of the main attractions in the motorcycle market of Bangladesh in 2025, behind which two main reasons can be ment...

English Bangla
GPX Motorcycles in Bangladesh 2025: Price, Features, and Comprehensive Review
2025-12-18

In the Bangladeshi sports bike market, the popular Thai brand GPX has become the top choice for the younger generation. Known fo...

English Bangla
Yamaha Bike Prices in the last of 2025
2025-12-17

For all the young and senior bike lovers in Bangladesh, Yamaha is a premium quality motorcycle brand, each model of which is wel...

English Bangla

Featured Reviews

...
2025-08-09
Filter