অব্যাহত জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারনে জনসাধারনে যেমন নাভিশ্বাস উঠছে তেমনি বাইক যাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ বাইক যাদের রুজিরুটির অন্যতম মাধ্যম তাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেক কষ্টকর আর তাই আমাদের সকলের চিন্তা করা উচিত কোন কোন বাইকে মাইলেজের বিষয়টা আপনাকে সর্বদা নিশ্চিত রাখবে।বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে জ্বালানী সাশ্রয়ী বাইকের সংখ্যাটা নেহায়েত কম না কিন্তু আমরা অনেক সময় ডিজাইন, হাই সিসি, লং ট্যুর ইত্যাদি বিষয়গুলা মাথায় রেখে সবগুলা বৈশিষ্ট্যের সমন্বয় করে বাইক পছন্দ করে থাকি যেখানে দিনশেষে দেখা যায় মাইলেজের বিষয়টায় চিন্তার কারন হয়ে দাঁড়ায়।
বাংলাদেশে মোটরসাইকেল বাজারের যে সকল বাইক আপনাকে সর্বোচ্চ মাইলেজ দিবে তার তালিকা এবং টিম মোটরসাইকেলভ্যালীকে দেওয়া এইসব বাইক ব্যবহারকারীদের জেনুইন তথ্য সাথে সাধারন ফীচারসমুহ নিম্নে উল্লেখ করা হলোঃ
Bajaj Platina 100 ES
বাংলাদেশে এই বাইকটা অনেক পরিচিত একটি মোটরবাইক বিশেষ করে মোটরসাইকেল যাদের নিত্যদিনের সংগী তাদের কাছে বেশভালভাবেই পরিচিত। আমাদের সাথে Bajaj Platina 100 ES বাইকের ১০ জন ব্যবহারকারী কথা বলেছেন যাদের প্রায় সবাইই দামের সাথে তুলনা করে বাইকের মাইলেজ এবং পারফরমেন্স নিয়ে অনেক সন্তুষ্ট। কোম্পানী পক্ষ থেকে এই বাইকের মাইলেজ ৭৫ কিলোমিটার প্রতি লিটার বলা হলেও আমাদের সাথে যে সকল Bajaj Platina 100 ES ব্যবহারকারী কথা বলেছেন তারা গড়ে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন বলে জানিয়েছেন। বাংলাদেশে Bajaj Platina 100 ES এর দাম 109,000/- টাকা। প্লাটিনা 102cc ইঞ্জিন দিয়ে তৈরি যা সর্বোচ্চ শক্তি 8.2 ps @ 7500 rpm এবং এর সর্বোচ্চ টর্ক 8.6 Nm @ 5000 RPM উৎপন্ন করতে সক্ষম।
Bajaj CT100 ES
বাংলাদেশে বাজাজ অর্থাৎ উত্তরা মোটরসের আরেকটি খ্যাত মডেল হলো Bajaj CT100 ES যা তৃনমুল পর্যায়ে বেশ ভালভাবে পরিচিত হলেও সসকল শ্রেনীর বাইকারদের কাছে সেভাবে ঢাকঢোল পিটিয়ে পরিচিত না যার কারনে বর্তমান দুর্মুল্যের বাজারে এই বাইকটা অনেকেরই নজর কাড়বে বলে আমরা আশা করছি। Bajaj CT100 ES নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ৮ জন ব্যবহারকারী আর তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই বাইকটিও গড়ে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। বাংলাদেশে Bajaj CT100 ES এর দাম 103,500/- টাকা। CT100 ES 102 cc ইঞ্জিন দিয়ে তৈরি যা সর্বোচ্চ শক্তি 7.7 Ps @ 7500 rpm এবং এর সর্বোচ্চ টর্ক 5500 rpm এ 8.24 Nm উৎপন্ন করে।
Yamaha Saluto SE
বাংলাদেশে কমিউটার বাইকের বাজারে Yamaha Saluto SE একটি বিস্ময়কর নাম কারন এই বাইকটা Yamaha Saluto SE এর দাম 140,000/- টাকাআর স্যালুটো 125cc ইঞ্জিন দিয়ে তৈরি হলেও আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা ১৯ জন ব্যবহারকারী আমাদের জানিয়েছেন তারা ইয়ামাহা স্যালুটো থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৬৫ কিলোমিটার প্রতি লিটার। বলা বাহুল্য যে Yamaha Saluto SE সর্বোচ্চ শক্তি 8.18 Bhp @ 7000 rpm এবং এর সর্বোচ্চ টর্ক 10.1 Nm @ 4500 rpm উৎপন্ন করতে সক্ষম।একটি ১২৫সিসি বাইকে এমন মাইলেজ রেঞ্জ বাংলাদেশের বাজারে খুব বেশি দেখা যায় না।
Hero ISmart+ & Hero ISmart
বাংলাদেশে ফুয়েল সাশ্রয়ী বাইক প্রস্তুতকারক এবং সরবরাহকারী হিসেবে হিরো মটোকর্পের আলাদা একটা সুনাম আছে আর মাইলেজ, স্টাইল, আরাম এবং পারফরমেন্স বিবেচনায় হিরোর তালিকায় শীর্ষে আছে ১১০সিসির দুইটা মডেল Hero ISmart+ এবং Hero ISmart. প্রথম মডেলটি নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ৫ জন ব্যবহারকারী যারা গড়ে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন বলে জানিয়েছেন অন্যদিকে Hero ISmart নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ১০ জনের এবং উনাদের প্রাপ্ত মাইলেজের গড় হিসাব ৬৩ কিলোমিটার প্রতি লিটার। অফারের আওতায় থাকা Hero ISmart+ এর বর্তমান দাম ১,০১,৯৯০ টাকা অন্যদিকে Hero ISmart এর দাম ৯৯,৯৯০ টাকা। একইসাথে Hero HF Deluxe Self এবং Hero Splendor+ Self এই দুটি মডেলের ব্যবহারকারীরা গড়ে ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন বলে আমাদের সংগৃহিত তথ্য থেকে উঠে এসেছে।
Suzuki Hayate & Suzuki Hayate EP
বিখ্যাত ব্র্যান্ড সুজুকির কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি মডেল হলো Suzuki Hayate এবং Suzuki Hayate EP প্রথমটির ৩৪ জন এবং ২য়টির ৪ জন ব্যবহারকারী আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তাদের থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষন করলে আমরা দেখতে পায় যে এই দুইটি বাইকের গড় মাইলেজ ৬০ কিলোমিটার প্রতি লিটার। যদিও কোম্পাণীর পক্ষ থেকে দাবী করা হয়েছে যে একটি ৮০ কিলোমিটার এবং অন্যটি ৭০ কিলোমিটার প্রতি মাইলেজ দিবে কিন্তু গ্রাহক পর্যায়ে গড় মাইলেজ হিসেবে দুইটাতেই সমান মাইলেজের হিসাব আমরা দেখতে পাচ্ছি। Suzuki Hayate & Suzuki Hayate EP এর দাম ক্রমান্বয়ে ৯৪,৯৫০ টাকা এবং ১,০৫,৯৫০ টাকা।
Roadmaster Prime
৮০সিসির বাইক সবার কাছে সেভাবে গৃহিত না হলেও Roadmaster Prime মাইলেজ প্রিয় বাইকারের কাছে অন্যতম সেরা একটি পছন্দ কারন ধীরেসুস্থে এবং স্বাচ্ছন্দ্যে পথ চলার জন্যে এমন ছোটখাট বাইক পছন্দ করে এমন বাইকার বিভিন্ন বাইকার কমিউনিটিতে প্রায়ই দেখা মিলে। Roadmaster Prime নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ৭ জন ব্যবহারকারীর যাদের সবাই মাইলেজের ব্যাপারে অনেক সন্তুষ্ট এবং গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০ কিলোমিটার প্রতি লিটার। ৮০সিসির Roadmaster Prime এর দাম মাত্র ৫৯,৯০০ টাকা।
Honda Livo Disc Brake & Honda Livo Drum Brake
সাম্প্রতিক সময়ের হোন্ডার বেশ জনপ্রিয় একটি কমিউটার বাইক মডেল হলো Honda Livo Disc Brake এবং Honda Livo Drum Brake. বলা বাহুল্য যে বাংলাদেশের কমিউটার বাইক প্রেমীদের মনে খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আর আমাদের এই দুইটি মডেলের সবমিলিয়ে ৮ জন ব্যবহারকারী আমাদের সাথে তাদের বাইকের সামগ্রিক পারফরমেন্স নিয়ে আলাপ করেছেন যেখান থেকে আমরা দেখতে পায় যে তারা গড়ে Honda এর এই দুইটি মডেল থেকে মাইলেজ পাচ্ছে ৬০ কিলোমিটার প্রতি লিটার। Honda Livo Disc Brake এর বর্তমান দাম ১,২৩,৫০০ টাকা এবং Honda Livo Drum Brake এর দাম ১,১২,৯০০ টাকা।
TVS Metro Series
বাংলাদেশে কমিউটার সেগমেন্টে মাইলেজের জন্যে বিখ্যাত আরও একটি মডেল হলো TVS Metro এবং এর মধ্যে থাকা প্রায় প্রতিটি বাইক যা কমিউটার বাইক প্রেমীদের অন্যতম একটি আস্থার জায়গা। TVS Metro এর ৪টি মডেলের মোট ৪২ জন ব্যবহারকারী আমাদের সাথে কথা বলেছেন এবং তাদের পাওয়া তথ্যমতে এই মডেল থেকে উনারা প্রতি লিটারে মাইলেজ পাচ্ছেন ৫৮ থেকে ৬০ কিলোমিটার প্রতি লিটার। TVS Metro ELS এর দাম ৯৭,৯৯৯ টাকা, TVS Metro KLS এর দাম ৯৩,০০০ টাকা, TVS Metro Plus Drum এর দাম ১,০৬,৯৯৯ টাকা এবং TVS Metro Plus Disc এর দাম ১,১১,৯৯৯ টাকা।
এছাড়াও ভাল মাইলজ সমৃদ্ধ আরও বাইক সম্পর্কে জানতে ক্লিক করুন আমাদের Best Mileage Bike এই লিংকে।
Hyosung is a blessing name for giving bike lovers in Bangladesh a taste of different bikes. It has a few models but each bike ...
English BanglaCFMoto is a bike brand that has created a stir in the motorcycle market of Bangladesh, whose brand value and global recognitio...
English BanglaFor Bangladeshi bike lovers, Yamaha is such a motorcycle brand that almost every biker dreams of owning a Yamaha bike at least...
English BanglaYamaha Exchange Festival is one of Yamaha’s regular events to make premium quality bikes easily available to bike enthusiast...
English BanglaConsidering the interests of bike lovers of all classes and levels, Yamaha offers various offers and gifts for bike lovers dur...
English Bangla