ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড হিরো খুব কমদামে ভালো ফিচারস দিয়ে বাইক সরবরাহ করে বলে তাদের জনপ্রিয়তা এবং বাইকের চাহিদা অনেক বেশি। আমাদের দেশে হিরো বাইকের অনেক চাহিদা রয়েছে, বিশেষ করে ১০০ থেকে ১২৫সিসির যে বাইকগুলো রয়েছে সেগুলো চাহিদা অভাবনীয়। সেই চাহিদা পূরণের লক্ষ্যে হিরো প্রতিনিয়তই নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সিসির বাইক নিয়ে আসছে। বাংলাদেশের সিসি লিমিটের কথা চিন্তা করে, গ্রাহকদের ভালো মানের বাইক সরবরাহ করার জন্য হিরো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি যে হিরো বাংলাদেশের বাজারে গ্রাহকদের মন জয় করেছে এবং তাদের বাইক কোন ভাবেই অবহেলিত নয়।
১৫০সিসির মধ্যে তারা অভিনব কিছু বাইক নিয়ে এসেছিল যা একযুগের অধিক সময় ধরে বাজারে রয়েছে এবং চাহিদা খুব বেশি কমেনি। অন্যান্য বাইকের ক্ষেত্রে দেখা যায় যে একটি মডেল বেশি দিন বাজারে থাকবে সেটি তার আকর্ষণ হারায় কিন্তু হিরো এমন একটি ব্র্যান্ড যাদের বাইক অনেক বছর ধরে বাংলাদেশের বাজারে রয়েছে এবং বেশদাপটের সাথে বাংলাদেশের রাস্তায় চলাচল করছে।আজকে আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে হিরোর সেরা ১৫০সিসির বাইক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা আমাদের এই তথ্যগুলো গ্রাহকদের অভিজ্ঞতা, আমাদের ডাটাবেজ, ওয়েবসাইটের তথ্য, ইত্যাদির উপর ভিত্তি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। চলুন দেখে নিই হিরোর সেরা ১৫০সিসির বাইক।
Hero Hunk বাংলাদেশের রাস্তায় অত্যন্ত জনপ্রিয় একটি ১৫০সিসি মোটরসাইকেল। অনেক বছর ধরেই এই বাইকটি আমাদের বাংলাদেশের বাজারে রয়েছে এবং গ্রাহকদের চাহিদার শীর্ষে থাকে এই মোটরসাইকেল। আমাদের যখন ১৬৫সিসির বাইক অনুমতি দেয় তখনও হিরো তাদের এই হাঙ্ক সিরিজ দিয়ে দাপটের সাথে ব্যবসায় পরিচালনা করে এসেছে। Hero Hunk পছন্দের মূল কারণ এটি অনেকের খুব ভালোবাসার একটি বাইক যারা অতীতে বাইকটি ব্যবহার করেছেন তারা এই Hero Hunk কথা কখনোই ভুলেন না। তাই এই বাইকের সাথে অনেকের আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। হিরো এই বাইকটিতে ব্যবহার করেছে মাসকুলার ডিজাইন যা যেকোনো বাইকারদের আকর্ষণ করতে সক্ষম। তাছাড়া আরও শক্তিশালী ইঞ্জিন গ্রাহকদের ভালো রাইডিং অভিজ্ঞতা দিয়ে থাকে। হিরো এই বাইকের ইঞ্জিনে সরবরাহ করছে ১৪৯.২সিসি এয়ার কুল্ড,৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন এবং এই ইঞ্জিন ১৪.৪ পিএস ম্যাক্স পাওয়ার ও ১২.৮ এনএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনকে অগ্রসর করার জন্য এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। ১২.৪ কেজি তেল ধারণ ক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাংকারের সাথে বাইকটির ওজন রয়েছে ১৪৫ কেজিতে। কোম্পানী দাবি করে যে এইবাইকটি ম্যাক্স স্পীড ১০৭কিমি প্রতি ঘণ্টা দিতে সক্ষম। ইঞ্জিনের কম্প্রেশান রেটিং হচ্ছে ৯:১:১ এবং ইগনিশনের জন্য রয়েছে এএমআই- এডভান্স মাইক্রো প্রসেসর ইগনিশন সিস্টেম। মোট কথায় হিরো হাংক বাইকটি সবদিক থেকেই পারফেক্ট একটি ১৫০সিসির বাইক যার জন্য এর চাহিদা কোন অংশেই হ্রাস পায়না। ভালোর সাথে ভালো দামটাও এ বাইকের সাথে যায় যার কারণে এ বাইক কিনতে কেউ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েনা। যাদের বাজেট কম কিন্তু একটি ভালোমানের ১৫০সিসির বাইক কিনতে চান তারা নিঃসন্দেহে এই বাইকটি কিনেন।
Hero Hunk বাইকেরবর্তমানদাম ১,৪৪,৪৯০ টাকা।
আমাদের সাথে প্রায় ৫ জন Hero Hunk নিয়ে তাদের মতামত দিয়েছেন। সবাই এই বাইকের দাম, মাইলেজ ও কন্ট্রোল বেশি পছন্দ করেছেন। তারা এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৪০-৪৫কিমি প্রতিলিটার।
৫ জন ব্যবহার কারীর মতামত পড়তে ক্লিককরুন
বাজারে সিঙ্গেল ডিস্ক ভার্সন আসার পর গ্রাহকদের চাহিদার ভিত্তিতে হিরো নিয়ে আসে ডাবল ডিস্ক। বাইকের সমস্ত কিছু বিষয় একই রেখে তারা এই বাইকের সাথে শুধুমাত্র ডাবল ডিস্কযুক্ত করে বাজারে এনেছে।
Hero Hunk DD বাইকেরবর্তমানদাম১,৫২,৪৯০টাকা।
আমাদের সাথে প্রায় ৬ জন Hero Hunk DD নিয়ে তাদের মতামত দিয়েছেন । সবাই এই বাইকের দাম, মাইলেজ ও ডিজাইন বেশি পছন্দ করেছেন। তারা এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৪০-৪৫কিমি প্রতিলিটার।
৬ জন ব্যবহারকারীর মতামত পড়তে ক্লিককরুন
Hero Hunk Matt SD এবং Hero Hunk Matt DD
যুগের সাথে তালমিলিয়ে প্রতিটি কোম্পানী চেষ্টা করে গ্রাহকদের নতুন কিছু উপহার দেওয়ার। হিরো তার ব্যাতিক্রম নয় তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে Hero Hunk Matt সিরিজ। পুর্বের মডেলের থেকে এই মডেলে শুধুমাত্র গ্রাফিক্স ছাড়া অন্যান্য বিষয়গুলো আগের মতই রাখা হয়েছে যেমন-ডিজিটাল মিটার কনসোল, স্টাইলিশ সাইড প্যানেল, টিউবলেস টায়ার, এলিডি টেল ল্যাম্প, একটি এক্সজস্ট কভার, এবং সুন্দর রঙ্গয়ের গ্রাবরেল। আকর্ষণীয় ফিচারস হিসেবে রয়েছে একটি এফটি ইঞ্জিন ডেলিভারিং, নতুন মিটার কনসোল এবং সাথে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইনভারটেড জিআরএস সাসপেনশন, স্পোর্টস স্পীডলাইন গ্রাফিক্স, নতুন ভেসকাস এয়ার ফিল্টার। ইঞ্জিন ফিচারস ১৪৯.২সিসি এয়ার কুল্ড, ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন এবং এই ইঞ্জিন ১৪.৪ পিএস ম্যাক্সপাওয়ার ও ১২.৮ এনএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম যেটা আগের মতই রয়েছে।
Hero Hunk Matt SD বাইকের বর্তমান দাম ১,৪৭,৪৯০ টাকা এবং Hero Hunk Matt DD বাইকের বর্তমান দাম ১,৫৭,৪৯০ টাকা।
আমাদের সাথে Hero Hunk Matt SD নিয়ে ২ জন এবং Hero Hunk Matt DD নিয়ে ৪ জন তাদের মতামত দিয়েছেন। কমবেশি সবাই এই বাইকের দাম, মাইলেজ ও ডিজাইন বেশি পছন্দ করেছেন। তারা এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৪০-৪৫ কিমি প্রতি লিটার।
Hero Hunk Matt SD নিয়ে ব্যবহারকারীর মতামত পড়তে ক্লিককরুন
Hero Hunk Matt DD নিয়ে ব্যবহারকারীর মতামত পড়তে ক্লিককরুন
Hero Achiever 150 সবচেয়ে কম মুল্যে ১৫০সিসির একটি বাইক। এই বাইকটির ডিজাইন বেশ সাধারণ যার ফলে যারা বেশি স্টাইল পছন্দ করেন সেসকল গ্রাহকদের নিকট তেমন একটি আকর্ষণীয় হবে না এবং আগের মডেলের থেকে নতুন মডেলটির খুব একটি ভিন্নতা খুজে পাওয়া যায় না। বাইকটি দেখতে কমিউটার বাইকের মতো এই কথা হিরো স্বভাবতই মেনে নেয়। হিরো এচিভারের সাথে ১৫০সিসির সিংগেল সিলিন্ডার (ওএইচসি ) ইঞ্জিন রয়েছে যেটা ১৩.৪ বিএইচপি এবং ১২.৮ এনএম টর্ক সরবরাহ করে থাকে। বাইকটি ৫ স্পীড ট্রান্সমিশন গিয়ার বক্সের সাথে রাস্তায় চলতে প্রস্তুত। ইঞ্জিন যে শক্তিশালী এ বিষয়ে কোন সন্দেহ নেই। ইঞ্জিনে বেশ কিছু পজিটিভ মডিফিকেশনের মধ্যে ভাল পিকআপ রেসপন্স অন্যতম যা ট্রাফিক কিংবা ভিড়ের রাস্তায় বেশ কার্যকরী।
Hero Achiever 150 বাইকেরদাম১,২৪,৯৯০টাকা।
আমাদের সাথে Hero Achiever 150 নিয়ে ১ জন মতামত দিয়েছেন। এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৪৫-৫০কিমি প্রতিলিটার।
আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে আজ আলোচনা করলাম হিরোর সেরা ১৫০সিসির বাইক। আশা করি আপনারা এই তথ্যর মাধ্যমে উপকৃত হবেন এবং আপনাদের পছন্দের হিরোর সেরা ১৫০ বাইক খুঁজে নিশ্চিন্তে কিনতে পারবেন।
ধন্যবাদ।
For Bangladeshi bike lovers, Yamaha is such a motorcycle brand that almost every biker dreams of owning a Yamaha bike at least...
English BanglaYamaha Exchange Festival is one of Yamaha’s regular events to make premium quality bikes easily available to bike enthusiast...
English BanglaConsidering the interests of bike lovers of all classes and levels, Yamaha offers various offers and gifts for bike lovers dur...
English BanglaElectric bikes, or e-bikes, have gained global popularity as a solution to high fuel costs and harmful environmental pollution...
English BanglaYamaha is a premium motorcycle brand among bike lovers in Bangladesh, one of the reasons being Yamaha’s after-sales customer...
English Bangla