Yamaha Banner
Search

Yamaha FZS V2 ফিচারস রিভিউ

English Version
2022-06-28

Yamaha FZS V2 ফিচারস রিভিউ

yamaha-fzs-v2-feature-review.jpg
ইয়ামাহা সকলের পছন্দের একটি মোটরসাইকেল ব্র্যান্ড। যুগের সাথে তাল মিলিয়ে তারা নিত্য নতুন বাইক নিয়ে আসছে এবং তাদের খ্যাতি দিন দিন বেড়েই চলেছে । বাংলাদেশের মত দেশে যেখানে সিসি লিমিট ১৬৫সিসি সেখানে ১৬৫ সিসির বাইকগুলো বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং কোম্পানীগুলো এই সিসির মধ্যে ভালো ভালো কিছু ফিচারস অফার করছে। ইয়ামাহা কিছু অসাধারণ বাইক অফার করে যেগুলো ব্যবহারকারী হৃদয় স্পর্শ করে থাকে । তাদের মধ্যে Yamaha FZS সিরিজ অন্তর্গত যেটা শুধু বাংলাদেশেই নয় ইন্ডিয়াতেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে । প্রথম যখন এটা বাজারে আসে তখন থেকেই ১৫০ সিসির এই বাইকের সেগমেন্টে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠে। এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এটি দেখতে অনেক সুন্দর এবং বর্তমানে ইয়ামাহা তাদের এই বাইকটি নতুনভাবে Yamaha FZS এর আপডেট ভার্সন লঞ্চ করে গ্রাহকদের সামনে তুলে ধরে যেটা FZS Version 2.0 Fi হিসেবে পরিচিত। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সামনে তুলে ধরবো Yamaha FZS V2 বাইকের ফিচারস রিভিউ নিয়ে। চলুন এক নজরে দেখে নিই এই বাইকের মধ্যে কি কি ফিচারস আছে। 


এক নজরে দেখে নিই এই বাইকের মধ্যে কি কি ফিচারস আছে



  • রুচিশীল আরমাডা ব্লু কালার কম্বিনেশন।

  • ইয়মাহার অত্যাধুনিক ব্লু কোর প্রযুক্তি।

  • এফআই ( ফুয়েল ইঞ্জাকশন সিস্টেম )।

  • ডাবল ডিস্ক ব্রেকিং।

  • স্প্লিট সিটিং পজিশন।

  • ফুল ডিজিটাল মিটার।

  • সামনে এবং পেছনে মোটা টায়ার।


ডিজাইন ও ডাইমেনশন
Design-and-Dimension-1656405125.jpg


ডিজাইনের দিক থেকে ইয়ামাহা তাদের বাইক তৈরিতে কোন আপোষ করে না। এই বাইকের মধ্যে আছে মার্জিত ডিজাইন যা সব বয়সের রাইডারের সাথে খুব ভালোভাবে ম্যাচিং করে। এদিকে ডিজাইনের পাশাপাশি কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর করা হয়েছে। সামনের দিক থেকে শুরু করে পেছনের দিক পর্যন্ত প্রতিটা অংশ এই বাইকের নিখুঁত ডিজাইন করা হয়েছে যা গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম।


ডাইমেনশনের দিকে রয়েছে লম্বায় ১৯৯০ মিমি , চওড়ায় ৭৭০ মিমি ও উচ্চতায় ১০৫০ মিমি। Yamaha FZS V2 এর সিট উচ্চতা ৭৯০ মিমি , হুইলবেজ ১৩৩০ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি। লং রাইড নিশ্চিন্তে করার জন্য এই বাইকের সাথে আছে ১২ লিটার তেল ধারণ ক্ষমতা এবং সব মিলিয়ে বাইকের কার্ব ওয়েট ১৩৩ কেজি। একটি বাইকের ডাইমেনশন দেখলে বুঝা যায় বাইকের ব্যালেন্স কতটা ভালো হবে এবং Yamaha FZS V2 বাইকে খুব সুন্দর ডাইমেনশন রয়েছে যা রাস্তায় চলাচলে একজন রাইডারকে সাহায্য করে । 


ইঞ্জিন
Engine-1656405157.jpg


আমরা জানি যে , ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের ইঞ্জিন অনেক নিখুঁতভাবে তৈরি করে থাকে। এই Yamaha FZS V2 বাইকের ইঞ্জিনে রয়েছে ১৪৯সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ,২ ভালভ ব্লু কোর ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 13 Bhp @ 8000 rpm এবং ম্যাক্স টর্ক 12.8 Nm @ 6000 rpm উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিন থেকে ভালো মাইলেজ নিশ্চিত করার জন্য ইয়ামাহা এখানে ব্যবহার করেছে এফআই ( ফুয়েল ইঞ্জাকশন প্রযুক্তি যা বাইকের পারফরমেন্স ঠিক রেখে মাইলেজ বাড়িয়ে তোলে । এদিকে ব্লু কোর প্রযুক্তি কম জ্বালানী দিয়ে বেশি শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে। এই অত্যাধুনিক ইঞ্জিন চালু করার জন্য আছে শুধুমাত্র ইলেকট্রিক স্টার্ট অপশন। অনেকেই ভাবছেন শুধু ইলেকট্রিক স্টার্ট অপশন কেন? এর উত্তর হল, এফ আই ইঞ্জিন খুব সহজেই স্টার্ট নিতে সক্ষম তাই বেশি ব্যাটারীর প্রয়োজন পড়ে না। ইঞ্জিনের ট্রান্সমিশন সিস্টেমে আছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স। 


সাসপেনশন ও ব্রেকিং
Suspension-and-Breaking-1656405195.jpg


আরামের দিক থেকে ইয়ামাহার বাইক সব সময়ে এগিয়ে , বিশেষ করে Yamaha FZS V2 বাইকটি খুব ভালো আরাম সরবরাহ করে । সাসপেনশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন । এই উভয় সাসপেনশন মিলে একজন রাইডারজকে হাইওয়েতে এবং বিভিন্ন রাস্তায় খুব ভালো আরাম সরবরাহ করতে সক্ষম।


ব্রেকিং সিস্টেমে আছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম যেটা খুব ভালো ব্রেকিং সরবরাহ করে থাকে। সামনের ডিস্ক প্লেট এর সাইজ ২৮২মিমি এবং পেছনের ডিস্ক প্লেটের সাইজ ২২০ মিমি । সব মিলিয়ে ব্রেকিং এর দিক থেকেও এই Yamaha FZS V2 বাইকটি অনেক ভালো সাপোর্ট দেয়। 


টায়ার এবং হুইল
Tyre-and-Wheel-1656405233.jpg


রাইডারের ব্যালেন্স ও কন্ট্রোল উন্নত করার জন্য এই বাইকের সাথে রয়েছে সামনে ও পেছনে উন্নতমানের মোটা টায়ার। সামনের টায়ারের পরিমাপ 100/80-17M/C টিউবলেস এবং পিছনের অংশে রয়েছে 140/60-R17M/C  টিউবললেস। উভয় টায়ারই ব্রেক করার সময় এবং নিখুঁত কর্নারিং করার জন্য যথেষ্ট ভাল। এদিকে সামনে এবং পেছনে এলয় হুইল রয়েছে যা অধিক চাপ শোষণ করতে পারে।


মিটার কনসোল ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
Meter-Console-and-Instrument-Cluster-1656405270.jpg


এই বাইকের সাথে রয়েছে ফুল ডিজিটাল মিটার যা রাইডারের সকল প্রয়োজনীয় ফিচারস দেওয়া হয়েছে । এখানে আপনারা দেখতে পারবেন  ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গেজ এবং ডিজিটাল ট্রিপ মিটার রয়েছে এবং আপনি প্রতিটি প্রয়োজনীয় ফিচারস সম্পর্কে জেনে রাইড উপভোগ করতে পারবেন।


শেষ কথা
Finally-1656405315.jpg


Yamaha FZS V2 বাইকটি বর্তমানে বাংলাদেশের সকল ইয়মাহার অথরাইজড শোরুমে পাওয়া যাচ্ছে । বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট দিন দিন বড় হচ্ছে এবং সেই সাথে গ্রাহকদের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। ইয়ামাহার এই বাইকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাজারে চাহিদা রয়েছে। আশা করা যায় এই বাইকটি ভবিষ্যতে আরও অনেক বেশি সাড়া ফেলবে।


 



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha FZS v2

Yamaha FZS V2 ব্যবহার অভিজ্ঞতা –জেলাল জিল
2024-01-23

ট্যুর দেয়া আমার সেই অনেক আগে থেকেই ভাল লাগে। এর জন্যই বাইক কিনেছিলাম। বাইক কেনার পর থেকে নিয়মিতই বাইক ট্যুর দেয়া...

Bangla English
Yamaha FZS V2 ব্যবহার অভিজ্ঞতা- মোকলেসুর রহমান
2023-10-30

যখন এই বাইকটা প্রথম দেশের বাজারে আসে তখন থেকেই এর প্রতি আকর্ষণ আমার অনেক বেড়ে যায়...

Bangla English
Yamaha FZS V2 ব্যবহার অভিজ্ঞতা – মুরসালিন সিদ্দিক
2023-10-23

আমি অনেক আগে থেকেই Yamaha এর বাইক ব্যবহার করে আসছি এবং শুরুতে আমি ব্যবহার করতাম Yamaha FZS Version 1 সিংগেল ডিস্ক। এখন পর্যন্ত Yamaha ...

Bangla English
Yamaha FZS V2 ব্যবহার অভিজ্ঞতা – আরিফ
2023-09-18

যদি কেউ আমাকে জিজ্ঞেস করে Yamaha FZS V2 কেন কিনেছেন? তাহলে আমার এক কথায় উত্তর হয় – এটা আমার ক্রাশ বাইক। কারণ আমি এই বাইকের ম...

Bangla English
Yamaha FZS V2 ব্যবহার অভিজ্ঞতা – নয়ন
2023-09-17

পছন্দের। কারণ এই বাইকের মাস্কুলার ডিজাইন, লুকস, কালার কম্বিনেশন, আরাম, কন্ট্রল ইত্যাদি সব কিছু আমার খুব ভালো...

Bangla English
Yamaha Fazer Fi V2 ব্যবহারিক অভিজ্ঞতা মোজাম্মেল হক
2022-09-01

  আমি বর্তমানে ব্যবহার করছি Yamaha FZS V2 , এই বাইকটি আমার অনেক আগে থেকেই পছন্দের ছিলো কিন্তু আমার বাজেট ও অন্যান্য কারণে ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস ভি২ ব্যবহারিক অভিজ্ঞতা আতাউর রহমান
2022-07-16

আমি অনেক আগে থেকেই বাইক রাইড করি এবং বাইক রাইড করতে আমার কাছে খুব ভালো লাগে। বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহার খু...

Bangla English
Yamaha FZS V2 ফিচারস রিভিউ
2022-06-28

ইয়ামাহা সকলের পছন্দের একটি মোটরসাইকেল ব্র্যান্ড। যুগের সাথে তাল মিলিয়ে তারা নিত্য নতুন বাইক নিয়ে আসছে এবং তাদের ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস ভি২ ডার্ক নাইট ব্যবহারিক অভিজ্ঞতা ১২০০০ কিমি মোস্তাফিজুর রহমান
2022-03-13

আমি বাইক প্রেমি তাই বাইক নিয়ে বিভিন্ন স্থানে যেতে আমার অনেক ভালো লাগে। ছোট বেলা থেকেই বাইক রাইড করি বিধায় আমার জীব...

Bangla English
ইয়ামাহা এফযেডএস ভি২ ব্যবহারিক অভিজ্ঞতা এএসএম জাহিদ হাসান
2022-01-30

আমি অনেক আগে থেকেই ইয়ামাহা বাইক রাইড করতাম এবং রাইড করে আমার কাছে অন্যান্য ব্রান্ডের তুলনায় ইয়ামাহার বাইক অনেক ভ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক ২২০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা রাব্বি হাসান
2021-06-13

আমার বাইকের প্রতি বিশেষ আকর্ষন কাজ করতো ছোটবেলা থেকেই । আমি মনে করি যে বাইক মানেই হচ্ছে খুব দামী ও স্বাধীন একটি ব...

Bangla English
ইয়ামাহা এফযেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক২০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সাউদুল হক
2021-05-23

বাইক আমার কাছে ভালবাসার আরেকটি নাম। শৈশবকাল থেকেই আমি সবসময় ভ্রমণের জন্য আমার সঙ্গী হিসাবে বাইককেই চেয়েছিলাম...

Bangla English
ইয়ামাহা এফযেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক৯০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা আরেফিন সুলতান
2021-05-10

আমি আরেফিন সুলতান বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহা এফজেডএস ভার্সন ২ । এই বাইকটা আমি বেছে নিয়েছি কারণ বাংলাদেশে...

Bangla English
ইয়ামাহা এফযেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক২৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা প্রান্ত খান
2021-05-09

বাইকের প্রতি ভালোবাসা আমার অনেক ছোট বেলা থেকেই কারন এই একটি মাত্র বাহন যার দ্বারা নিজের ইচ্ছামত যে কোন স্থানে স্...

Bangla English
ইয়ামাহা এফযেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক২১০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মুস্তাফিজুর রহমান
2021-05-05

বাইক আমার কাছে খুব পছন্দের একটি বাহন এবং এই বাইক নিয়েই আমি বিভিন্ন স্থানে যেতে পছন্দ করি। বাইক রাইড করার মধ্যে এক...

Bangla English
ইয়ামাহা এফযেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক ৩০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মাহাদী হাসান
2021-05-03

বাইক শব্দটা শুনলেই আমার মনে অনেক প্রশান্তি লাগে কারণ এই বাইকের মাধ্যমে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি পাশা...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক ৮৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মিজানুর রহমান
2021-03-20

বাংলাদেশের বাজারে জনপ্রিয় বাইক এফজেডএস ভার্সন ২ জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা এজন্য আমি বেছে নিয়েছি ইয়ামাহা এফজেড...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই রেয়ার ডিস্ক ২৬০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মেহেদী
2021-03-14

জাপানিজ ব্র্যান্ডের মধ্যে ইয়ামাহা খুব জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং তাদের বাইকের কোয়ালিটি গুলো মন জয় ক...

Bangla English
ইয়ামাহা এফযেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক ৯৫০০ কিমি ব্যবহারিক অভিজ্ঞতা ওয়াসিম
2021-03-10

আমি একজন বাইক প্রেমী মানুষ এবং আমি বাইক নিয়ে ট্যুর করতে খুব পছন্দ করি।কাজের ফাঁকে একটু ছুটি পেলেই বাইক নিয়ে দূরে ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ রেয়ার ডিস্ক ২৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা হুমায়ন
2021-03-09

আমার কাছে ইয়ামাহা এফজেডএস ভার্সন এর ব্রেকিং ও কন্ট্রলিং খুবই ভালো লাগে এবং এই বিষয়টি আঁচ করতে পারি বন্ধুর এফজেডএ...

Bangla English
ইয়ামাহা এফজেড এস এফআই ভি২ রেয়ার ডিস্ক ৪৭০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা নাইম রাজীব
2021-03-02

বাংলাদেশের বাজারে সেরা কন্ট্রোল এবং আরামদায়ক বাইকের খাতায় নাম রয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন ২। ব্র্যান্ড ভালো, ...

Bangla English
ইয়ামাহা এফজেড এস এফআই ভি২ রেয়ার ডিস্ক ৭৮০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আকরাম আলী
2021-02-16

আমি পেশায় একজন ব্যাবসায়ী, আর এই কারনে অনেক দূরদুরান্তে বাইক নিয়ে পথ পাড়ি দিয়ে থাকি। এর পাশাপাশি বাইক চালানো আমার ...

Bangla English
ইয়ামাহা এফজেড এস এফআই ভি২ রেয়ার ডিস্ক ১৪,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা রাব্বি হোসেন
2020-12-17

আমি এখনও ছাত্র এবং আমি ঘোরাঘুরি করতে ভালোবাসি। এই কারনেরআমার একটি ভাল বাইক দরকার ছিল যা আমাকে সবদিক থেকে ভাল পার...

Bangla English
ইয়ামাহা এফজেড এস এফআই ভি২ রেয়ার ডিস্ক ১৬,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা ডাঃ ফয়সাল কবির
2020-12-08

পেশায় আমি একজন ডাক্তার, পাশাপাশি বাইক প্রেমিক। প্রথম থেকেই আমি ইয়ামাহা মোটরসাইকেল ভালবাসি। যখন আমি ছাত্র ছিল...

Bangla English
ইয়ামাহা এফযেডেএস এফআই ভি২ ৬০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা রেজাউল করিম
2020-11-24

আমি পেশায় চাকুরীজিবী এবং কাজের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলের প্রয়োজনীয়তা সবসময় ছিল আমার। ইয়ামাহা সর্বদা আম...

Bangla English
ইয়ামাহা এফযেডেএস এফআই ভি২ ব্যাবহারিক অভিজ্ঞতা সাজেদুলইসলাম
2020-11-19

আমি একজন পুলিশ অফিসার এবং বাইক চালানোর জন্য আমার খুব একটা সময় হয়ে ওঠে না। তবে বাইক চালানোর উপর আমার আগ্রহ আছে। আমা...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ রেয়ার ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা ওয়াসিম আহমেদ
2020-08-10

আমি ওয়াসিম আহমেদ পেশায় চাকুরীজীবী। আমার পেশাগত দায়িত্বপালন এবং পারিবারিক বিভিন্ন কাজের জন্য যাতায়াত প্রয়োজন হ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ রেয়ার ডিস্ক ২১,০০০ কিমি রাইডিং অভিজ্ঞতা - মেহেদি
2020-07-26

ইয়ামাহা এফজেডএস ভার্সন ২ বাইকটি যখন বাজারে প্রথম আসে তখন আমি এই বাইকটার লুক দেখে মুগ্ধ হই। আমি জানি ইয়ামাহা ব্র্...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই রেয়ার ডিস্ক ১০,০০০কিমি রাইডিং রিভিউ হুমায়ন
2020-07-14

অফিসে যাতায়াতের জন্য বাইক খুবই গুরুত্বপূর্ণ । কারণ বাইক নিয়ে নিজের স্বাধীনতা অনুযায়ী চলাচল করা যায় এবং গণপরিবহ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ রেয়ার ডিস্ক ৩১০০০ কিমি রাইডিং অভিজ্ঞতা অতুল রয়
2020-07-09

বাংলাদেশে নামীদামী ব্র্যান্ডগুলোর মধ্যে সেরা বাইক হচ্ছে ইয়ামাহা। কারণ আমি দেখেছি যে ইয়ামাহা তাদের প্রডাক্ট নি...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ ৩৬০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - নাইম রাজীব
2020-06-30

ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো ইয়ামাহা বাইক কেনার। ইয়ামাহা হচ্ছে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড সারা বিশ্বব্যাপী। যারা ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই রেয়ার ডিস্ক ১৬,০০০কিমি রাইডিং রিভিউ - মেহেদি হাসান
2020-04-04

আমি মেহেদি হাসান বর্তমানে ব্যবহার করছি বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের জনপ্রিয় একটি মোটরসাইকেল যার নাম ইয়ামাহ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ৬,০০০কিমি রাইডিং রিভিউ - সাউদুল হক
2019-12-22

বাইক আমার কাছে ভালবাসার আরেকটি নাম। শৈশবকাল থেকেই আমি সবসময় ভ্রমণের জন্য আমার সঙ্গী হিসাবে বাইককেই চেয়েছিলা...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই রেয়ার ডিস্ক মোটরসাইকেল রিভিউ - মাসুম তালুকদার
2018-11-01

ব্র্যান্ড ভ্যালু তৈরী করতে একটি পন্যের গুনগত মান খুবই গুরুত্বপূর্ন বিষয়। মানসম্মত পন্য ক্রেতাদের মনে আস্থা ত...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই রেয়ার ডিস্ক মোটরসাইকেল রিভিউ - আরিফ
2018-09-09

প্রত্যেক ছেলের একটি ইচ্ছা থাকে নিজের একটি মোটরসাইকেল কেনার । মোটরসাইকেল এমন একটি বাহন যেটি সময় বাঁচিয়ে দেয় এবং ...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই রেয়ার ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সামিউল আরেফিন
2018-07-07

বাইক চালানোর গল্পটা শুরু হয়েছিলো হোন্ডা ৫০ সিসি বাইক দিয়ে। সেই থেকে বাইকের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায় । আমি দ...

Bangla English
Filter