This user provides ratings about this bike
মোটরসাইকেল অনেক প্রয়োজনীয়ও একটি বাহন। প্রায় সকল পেশার মানুষেরই বাইকের প্রয়োজন হয়। আমি একজন ব্যবসায়ী এবং মোটরসাইকেলের সখ আমার অনেক আগে থেকেই। যেহেতু আমার ব্যবসার জন্যে আমার বাইকের প্রয়োজন দেখা তাই মোটরসাইকেল কেনাত সিদ্ধান্ত নিয়।বাজারে যে ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো বেশি চলে তাদের মধ্যে টিভিএস একটি। যেহেতু আমার কম দামে ভালো মাইলেজ সমৃদ্ধ মোটরসাইকেল দরকার ছিলো তাই আমি অন্যান্য ব্র্যান্ডের থেকে আমি টিভিএস ব্রান্ডকে বেশি প্রাধান্য দিয়েছি। আমার টিভিএস মেট্রো বাইকটি অনেক ভালো লেগে যায় এবং আমার আশাপাশের যে মানুষ গুলো এ মোটরসাইকেলটি ব্যবহার করে তাদের সাথে কথ বলে এবং জানতে পারি এ মোটরসাইকেলের মাইলেজ নাকি অনেক ভাল এবং ইঞ্জিন পারফর্মেন্সও নাকি খুব ভালো। প্রায় দুই বছর আগে আমি এ বাইকটি কিনি এবং এখন পর্যন্ত প্রায় ২০০০০কিনি রাইন্ড করেছি। আজ আমি এ বাইক নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনারা উপকৃত হবেন।
ভালো দিকঃ
-এ বাইকের ডিজাইনটা অনেক আকর্ষনীয়।
-ইঞ্জিনের পারফরমান্স অনেক ভালো।
-এ বাইক থেকে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়।
-বাইকের বিন্ড কোয়ালিটি অনেক মজবুত।
-এ বাইকটি চালিয়ে অনেক আরামদায়ক।
খারাপ দিকঃ
-বাইকের সেলফ-স্টার্ট মাঝে মাঝে কাজ করে না।
-চাপা এবং সুইচের কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হইনি।
বাইকটি কেনার পেছনে প্রধান যে কারন গুলো রয়েছে তা হচ্ছে, এ বাইকের ডিজাইনটি অনেক সুন্দর, মাইলেজ অনেক ভাল এবং বাইকের দামডা আমার সাদ্ধের মধ্যে।
আমি আমার মোটরসাইকেল থেকে শহরের মধ্যে মাইলেজ পাই ৫৫ এবং হাইওয়েতে ৬০।
পরিশেষে বলতে চাই, এ বাইকে ভালো দিক, দাম এবং পারফরমান্স দিবেচনা করে আপনারাও এ বাইকটি কিনতে পারেন। আশা করি ভালো পারফর্মেন্স পাবেন। ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 2