-
সুজুকি হায়াতে ব্যাবহারিক অভিজ্ঞতা কামাল
2020-12-01
মোটরসাইকেল চালানো শুধুমাত্র আমার শখের বিষয় নয়, আমার প্রতিদিনের প্রয়োজনে আমাকে চালাতেইহয়। আমি সবসময় নিজের জন্য ভাল মাইলেজ দেই এমন একটি বাইককিনতে চেয়েছিলাম এবং সেই কারণেই বাজাজ সিটি ১০০ আমার প্রথম অগ্রাধিকার ছিল। আমার এক বড় ভাইয়ের সুজুকি হায়াতে রয়েছে এবং আমি কোন একটা ব্যক্তিগত কারণে এক সপ্তাহ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৬০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা শরিফুল ইসলাম
2020-11-30
আমি একটি গ্রামে থাকি এবং আমার প্রতিদিনের যাতায়াতের জন্য আমার মোটরসাইকেলের প্রয়োজন। হুট করেই কোথাও যাওয়ার দরকার হলে বেশিরভাগ সময় আমি সমস্যার মুখোমুখি হই। তাই আমি বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি খোজ শুরু করি এবং আমার এক বন্ধু ও বড় ভাই আমাকে সুজুকি হায়াতে সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। নিজস্...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৯০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা হাফিজুর রহমান
2020-11-30
গত ১০ মাস ধরে আমি সুজুকি হায়াতে ব্যবহার করছি। ৯০০০ কিলোমিটারেরও বেশি সময় ধরে এই বাইকটি চালানোর পরে আমি এই বাইকটি সম্পর্কে কয়েকটি জিনিস বুঝতে পারলাম এবং ভালভাবে জানতেও পারলাম। গত সপ্তাহে আমার মোটরসাইকেলভ্যালীর কয়েকটি সদস্যের সাথে দেখা এবং তারা আমার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছিল। তাদের অনুর...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৫,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এরশাদ হোসেন
2020-11-29
বাইকটা আমার প্রয়োজন তাই কেনা কারন আমি এমন এলাকায় বাস যেখান থেকে মফস্বল এলাকায় আসতে হলে অনেকখানি পথ আসা লাগে আর এর জন্যে আমার কাছে সবচেয়ে ভাল বাহন হল মোটসাইকেল। শুধুমাত্র আমার কাছে বললে ভুল হবে মুলত আমাদের এলাকায় কমবেশি সবারই প্রিয় বাহন হল মোটরসাইকেল। আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র যোগাযোগ রক্ষা করা তাই ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৭৫০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আবু তালেব
2020-11-24
চাকুরী সামলানো এবং আমার গ্রামের বাড়ির সাথে যোগাযোগের জন্যে মোটরসাইকেল আমার জন্যে আবশ্যিক হয়ে গিয়েছিল একইসাথে সকল প্রয়োজন বিবেচনায় ভাল পারফরমেন্স এবং ভাল মাইলেজ দিবে এমন একটা মোটরসাইকেল আমার প্রয়োজন ছিল। তাই আমার উপজেলার স্বনামধন্য সুজুকির শোরুমে গিয়ে আমি কমিউটার সেগমেনটের সুজুকির সেরা বাইক সুজু...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৭৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মানিক প্রামানিক
2020-11-19
মোটরসাইকেল প্রয়োজন ছিল আমার পারিবারিক কাজের জন্যে কারন আমাদের ব্যবসা এবং পন্য আমা নেওয়া করা লাগে প্রতি নিয়ত। একইসাথে আমাদের বাড়ি গ্রামে হউয়ার কারনে যোগাযোগ রক্ষার প্রয়োজনে মোটরসাইকেলের চেয়ে ভাল কোন বকল্প নাই। অন্যদিকে দেখতে অনেক ভাল, অনেক জোরে চলে এমন বাইকও আমাদের প্রয়োজন নাই বরং আমাদের সকল প্রয়োজ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ১৪,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা শাহিন আলম
2020-11-18
আমার প্রতিদিনের জীবনযাপনের জন্য আমাকে ব্যবসা করতে হবে এবং এই কারনে এদিকে ওদিকে ছুটে বেড়ানো আমার প্রতিদিনের প্রয়োজন। আমার বড় ভাই সুজুকি হায়াতে তার নিয়মিত কাজের জন্য ব্যবহার করতেন এবং আমি তার কাছ থেকে তা মাঝে মধ্যে ধার করে চালাতাম। কিছু দিন পরে আমার ব্যস্ততা আমাকে জানান দিতে লাগলো যে আমার নিজের এক...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৩১,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ শরিফুল ইসলাম
2020-11-16
আমার এলাকা যেখানে আমি বসবাস করি সেটাকে ঠিক মফস্বল বলা যায় বরং গ্রাম বলাই ঠিক হবে আর এই কারনে আমি বা আপনি যদি ছোটখাটো ব্যবসার সাথে যুক্ত হউন তবে আপনি মোটরসাইকেল ভিন্ন অন্যকোন যানবাহনে ব্যবসা করে শান্তি পাবেন না। আবার এমন একটা মোটরসাইকেল আপনার প্রয়োজন যার দ্বারা দুরের পথে যাওয়া আসা করে শান্তি পাবেন সাথে...
English
Bangla
-
সুজুকি হায়াতে ১৯,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আজিজুল হক
2020-11-15
আমি অনেক দিন ধরে বাইক চালাচ্ছি এবং এখন আমার বয়স বাড়ছে। তাই আমি এমন বাইক অনুসন্ধান করছিলাম যা আমার জন্য ভাল মাইলেজ সরবরাহ করতে পারে এবং আমার সাথে ডিজাইনটি মানানসই। যেমনটি বলেছি যে আমি বয়স্ক হয়ে উঠছি তাই স্পোর্টস টাইপ বা এই জাতীয় ভারী বাইকগুলি আমার পক্ষে চালানো সহজ হবে না। আমি ব্যবসা করি, তাই আমার আম...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৮৮০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এনামুল হক
2020-11-12
আমাদের প্রতিদিনের যাতায়াত এবং ব্যবসায়িক প্রয়োজনে একটি মোটসাইকেলের বিকল্প বা ভাল কোন যানবাহন নেই কারন আমাকে বা আমার পরিবারকে প্রতিনিয়তই আমাদের স্থানীয় বাজারে ব্যাবসার জন্যে পন্য আনা নেওয়া করা লাগে। এক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল ভাল মাইলেজ দেয় এবং পন্য আনা নেওয়া করা যায় এমন একটা শক্তপোক্ত মোটরসাইকে...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৫৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - তন্ময় ভদ্র
2020-04-28
২০১০ সাল থেকে আমি বাইক রাইড করছি এবং বাইক রাইড বলতে গেলে আমার কাছে খুবই আনন্দের একটি বিষয়। আমি চাইলেই যে কোন স্থানে খুব ভালোভাবে এবং সময় বাচিয়ে যেতে পারি । ২০১০ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত প্রায় ১০ বছর বাইকিং জীবনে বাইক নিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। যেহেতু ১০ বছর বাইক রাইড করি এবং সচারচর আমি কম স...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সোহাগ আলী
2020-03-28
আমার ইচ্ছা ছিল নিজে বাইক কেনার পরে চালানো শিখবো। তবে আমার আগে থেকেই জাপানি ব্র্যান্ডের বাইক গুলো খুব ভাল লাগত। তাই আমি বাইক কেনার সময় জাপানি ব্র্যান্ডের সুজুকি হায়াতে বাইকটি সিলেকশন করি। এছাড়াও আমার এলাকার মানুষের মুখে সুজুকি হায়াতে বাইকটি বেশ প্রশংসা শুনি। তাই আমি নিশ্চিত মনে এটি কেনার সিদ্ধান্ত ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৪০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - রাকিব হোসেন
2020-03-24
আমি একজন ব্যবসায়ী। তাই ব্যবসায়িক কাজে এবং ফাঁকা সময়ে একটু ঘোরাঘুরি করার জন্য মূলত এই সুজুকি হায়াতে ১১০ সিসি বাইকটি কিনেছি। এটিই আমার জীবনের ১ম বাইক। তবে ছোট বেলা থেকেই বাইকের প্রতি আমি খুব আগ্রহী ছিলাম। আমি আমার এই বাইকটি ৭ মাস যাবত ব্যবহার করছি এবং এযাবৎ আমি প্রায় ৪,০০০ কিমি পথ চালিয়েছি। আর তাই এই বাই...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সুজন আলী
2019-12-28
আমি সুজন আলী। নিজের নিত্যদিনের প্রয়োজনের তাগিদে এবং ঘুরাঘুরির স্বপ্নগুলো পূরণ করতে আমি বাইক ব্যবহার করে থাকি। একেক জনের কাছে একেক বাইক পছন্দের। মানুষ একটি বাইক কিনে নানা দিক বিবেচনা করে, আর আমার কাছে বাইকের পারফমেন্স এবং মাইলেজ বেশি গুরুত্ব পায়। আর সেই জন্যই আমি এখন সুজুকি হায়াতে ১১০ সিসি বাইক কিনেছ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ২২,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - আবু বকর সিদ্দিক
2019-12-21
আমার পরবর্তী বাইক কেনার ইচছা হলো সুজুকি হায়াতে ১১০ সিসি যা বর্তমানে আমি ব্যবহার করছি। শুরুতেই এটি বলার পেছনে আমার যথেষ্ট কারণ রয়েছে।এই বাইকটি আমার পছন্দের তালিকার মধ্যে অন্যতম একটি বাইক যেটা চালানো আমার ২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে । আমার এই পর্যন্ত ২২,০০০কিমি চালানোর অভিজ্ঞতা হয়েছে। আমার এই অভিজ্...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সুজন আলী
2019-12-02
আমি সুজন আলী। নিজের নিত্যদিনের প্রয়োজনের তাগিদে এবং ঘুরাঘুরির স্বপ্নগুলো পূরণ করতে আমি বাইক ব্যবহার করে থাকি। একেক জনের কাছে একেক বাইক পছন্দের। মানুষ একটি বাইক কিনে নানা দিক বিবেচনা করে, আর আমার কাছে বাইকের পারফমেন্স এবং মাইলেজ বেশি গুরুত্ব পায়। আর সেই জন্যই আমি এখন সুজুকি হায়াতে ১১০ সিসি বাইক কিনেছ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৬০০০কিমি রাইডিং রিভিউ - দুলাল
2019-11-27
আমি মোঃ দুলাল বর্তমানে ব্যবহার করছি সুজুকি হায়াতে। এই বাইকটি আমি বেশি ব্যবহার করি আমার যাতায়াত সুবিধার ক্ষেত্রে। এখন পর্যন্ত আমি বাইকটি নিয়ে ৬০০০ কিমি এর অধিক পথ পারি দিয়েছি। এই ৬০০০ কিমি এর মধ্যে বাইকটি আমাকে ভালোই সাপোর্ট দিয়েছে আবার কিছু কিছু বিষয় হতাশ করেছে। সব মিলিয়ে বলতে গেলে সুজুকি হায়াতে বাই...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সজল
2019-11-13
আমার বাইকের নাম সুজুকি হ্যায়াতি ১১০ সিসি। এই বাইকটি আমি মাত্র ২০ দিন আগে কিনেছি। এত অল্প সময় একটি বাইক ব্যবহার করে এর ভাল ও মন্দ দিক বিচার করা খুব কঠিন। তবুও আমি আজকে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আমার ৪০০ কিমি পথ যাতায়াতের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। আমি প্রথমেই বলবো, সুজুকি হ্যায়াতি বাইকটি পছন্দের প...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - আফজাল বিন নাজির
2019-11-12
আমি সুজুকি হায়াতে ১১০ সিসি মটর সাইকেলের একজন হ্যাপি ইউজার।আমার এই সন্তুষ্টির কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, সেই মাদ্রাসার যাবতীয় কাজ দেখাশুনার উদ্দ্যেশ্যেই আমার মুলত সুজুকি হায়াতে ১১০ সিসি বাইকটি কেনা। আমার দরকার ছিল এমন একটি মটরসাইকেল যা আমার মাইলেজ ও কম্ফোর...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৩১,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সাইফুল ইসলাম
2019-10-29
আমি যতদূর জানি যে মোটরসাইকেল বর্তমানে শহর ও গ্রামে বেশ জনপ্রিয় একটি বাহন যার দ্বারা যে কোন স্থানে অনায়সেই যাতায়াত করা যায়। আমার ক্ষেত্রে আমি মোটরসাইকেলকেই চলাচলের প্রধান বাহন হিসেবে বেছে নিয়েছি। আমার যাতায়াত সুবিধার্থে অনেক বছর ধরে মোটরসাইকেল ব্যবহার করে আসছি। আমার ব্যবহৃত মোটরসাইকেলগুলোর মধ্যে ...
English
Bangla
-
সুজুকি হায়াতে ১৮,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সুমন
2019-10-17
আমি মনে করি, আমার দৈনন্দিন কাজের সাথে একটি বাইক থাকা অতি প্রয়োজন। তাই আমি বেছে নিয়েছি আমার পছন্দের সুজুকি হায়াতে ১১০ সিসি বাইকটি। এটি আমার জীবনের প্রথম বাহন। সুজুকি হায়াতে ১১০ সিসি বাইকটি আমি ব্যবহার করছি দীর্ঘ ৩ বছর যাবত এবং প্রায় ১৮,০০০ কিমি চালিয়েছি। আর এই দীর্ঘ সময়ে আমি এই বাইক সম্পর্কে বেশ কিছু ভা...
English
Bangla
-
সুজুকি হায়াতে ২০,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - বারিক হোসেন
2019-10-17
আমি মোঃ বারিক হোসেন। বর্তমানে আমি ব্যবহার করছি সুজুকি হায়াতে ১১০ সিসির এই বাইকটি। আমার কাছে বাইকটি চালাতে অনেক ভালো লাগে। বাইকটি দেখতে সুন্দর, এর ডিজাইন সুন্দর, মাইলেজ ভাল সব মিলিয়ে বলতে গেলে সাধ্যের মধ্যে এটি অনেক সুন্দর একটি বাইক। এই বাইকটির মাধ্যমে আমি সাধারণ যাতায়াত করে থাকি। এটা আমার প্রথম ব্যব...
English
Bangla
-
সুজুকি হায়াতে নিয়ে দেশ ভ্রমনের ইচ্ছে রয়েছে - হায়াতে ব্যবহারকারী আবু বকর সিদ্দিক
2019-10-16
স্কুলে পড়ার সময় থেকেই আমার বাইক চালানোর গল্পটা শুরু ঠিক যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই মোটরসাইকেলের প্রতি অন্য রকম একটা টান ছিল। তাই ৮০’র দশক বা তার আগেও বাংলাদেশে আসা প্রতিটা বাইকের সাথে আমার সম্পর্ক রয়েছে বিশেষত হোন্ডা এবং সুজুকির প্রতিটা বাইক আমার কাছে এখনও অনেক পছন্দের। সেই সুত্রে আমার জীবনে...
English
Bangla
-
সুজুকি জিক্সার ১২,০০০কিমি রাইডিং রিভিউ - তুষার সরদার
2019-10-15
ছোটবেলা থেকেই আমি বাইকের প্রতি খুব আগ্রহী ছিলাম। তবে আমার কাছে জাপানি ব্র্যান্ডের বাইক গুলো খুব ভাল লাগত। তাই আমি বাইক কেনার সময় জাপানি ব্র্যান্ডের সুজুকি হায়াতে বাইকটি সিলেকশন করি। এই বাইকটি আমি ২ বছর যাবত ব্যবহার করছি এবং ১২০০০ কিমি চালিয়েছি। সুজুকি হায়াতে বাইকটির ভাল দিক গুলোই বেশি। এর গ্রাফিক্...
English
Bangla
-
সুজুকি হায়াতে ৩৩০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - হাজী মো: সালাউদ্দিন
2019-10-14
জাপানীজ ব্যান্ডের টু স্টক ইঞ্জিনের সুজুকি বাইক নিয়ে আমার জীবনে বাইকিং যাত্রা শুরু। আসলে সত্যিকার অর্থে জাপানীজ ব্রান্ডের সাথে অন্য কোন ব্র্যান্ডের তুলনা হয় না। এই বিশ্বাস থেকেই আমি শুরু থেকে সুজুকি জাপানিজ বাইকটি ব্যবহার করছি এবং বর্তমানে সুজুকি যে বাইকটি বাজারে নিয়ে আসছে সে বাইকগুলোর মধ্যে সুজু...
English
Bangla
-
সুজুকি হায়াতে ১৪০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - আকবর আলী
2019-10-07
আমি একজন পুলিশ ইন্সপেক্টর এবং বর্তমানে আমার পোস্টিং আমার বাসা থেকে প্রায় ৬০-৭০ কিমি দূরে। তাই মাঝে মাঝে বাসায় যাওয়ার জন্যে এবং আমার ডিউটি সঠিক ভাবে পালন করার জন্যে আমার সব সময় বাইকের প্রয়োজন হয়। আমার চাকুরী জীবনে আমি অনেক বাইক চালেয়েছি এবং বর্তমানে আমি যে বাইক টা ব্যাবহার করছি তার নাম সুযুকি হায়াতে। এ...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - হাসানুর রহমান
2019-09-21
সুজুকি হায়াতে বাইকটি সম্পর্কে আমি আমার এলাকায় অনেক শুনেছি। এই বাইকটির সবচেয়ে ভালো দিক শুনেছি এর মাইলেজ নিয়ে। যারা ব্যবহার করছেন তারা অনেকেই বলছেন যে বাইকের মাইলেজ অনেক ভালো। এই রিভিউগুলো শুনে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম সুজুকি হায়াতে নিবো। সব কিছু বিচার বিবেচনা করে আমি গত ৬ ফেব্রুয়ারী ২০১৯ সালে বাইক...
English
Bangla
-
সুজুকি হায়াতে ২০০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সৌমিত্র রানা
2019-09-07
আজ থেকে ২ বছর আগে সুজুকি হায়াতে বাইকটি কিনেছিলাম রিভিউ দেখে। রিভিউতে দেখেছি বাইকটির মাইলেজ অনেক বেশি এবং ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো কিন্তু আমি সেরকম পাচ্ছি না। এখন পর্যন্ত বাইকটি চালিয়েছি প্রায় ২০ হাজার কিলোমিটার এবং এই ২০ হাজার কিলোমিটারের মধ্যে বাইকের ইঞ্জিনের কিছু জিনিস পরিবর্তন করতে হয়েছে...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - হামজালা হোসেন
2019-04-23
সুজুকি হায়াতে ১১০ সিসির মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। এছাড়া আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য মোটরসাইকেলের প্রয়োজন অনুভব করি। আমার চাহিদা ছিল কম বাজেটের মধ্যে সুন্দর লুকিং একটি মোটরসাইকেল। কম বাজেটের মধ্যে ভাল ডিজাইন যুক্ত সুজুকি হ্যায়াতি মোটরসাইকেলটি আমাকে আকৃষ্ট করে এবং এটি কিনি। এর গ্রা...
English
Bangla
-
সুজুকি হায়াতে ২০০০০কিমি রাইড রিভিউ - পলাশ খান
2018-12-25
সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার মোটরসাইকেল সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ পলাশ খান। পেশায় আমি একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই আমি মোটরসাইকেল এর উপর খুব আকৃষ্ট ছিলাম। প্রথম মোটরসাইকেল চালানো শিখেছি মামার বাজাজ সিটি ১০০ দিয়ে। আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমি মোটরসাইকেল কিনেছি। ...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - মোহাম্মদ আলী
2018-08-28
আমার নাম মোহাম্মদ আলী। পেশায় আমি এক জন ব্যবসায়ী। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ভাল মাইলেজ সমৃদ্ধ একটি মোটরসাইকেল কিনার। তাই আমি আমার বন্ধুদের পরামর্শ নিয়ে সুজুকি হায়াতে ১১০ সিসির মোটরসাইকেল কিনি। এটা আমার জীবনের প্রথম বাইক। তবে আমি অনেক আগে মোটরসাইকেল চালানো শিখেছি। এর আগে আমি আমার বন্ধুদের বিভিন্ন ব...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - তুষার
2018-08-28
প্রতিটি মানুষের জীবনে কিছু চাহিদা থাকে। তেমনি আমার জীবনে একটাই চাহিদা ছিল, সেটি হল অল্প মূল্যে একটা ভাল মাইলেজ সমৃদ্ধ মোটরসাইকেল কিনার। দুই বছর আগে সেই ইচ্ছাটি আমার বাবা পূরন করেন। আমাদের পরিবারের বিভিন্ন যাতায়াতের জন্য মূলত এই মোটরসাইকেলটি কিনা। আমার পরিচয় আমি মোঃ তুসার আলী। পেশায় আমি একজন ছাত্র। ...
English
Bangla
-
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - হামজালা হোসেন
2017-12-26
আমি মোঃ হামজালা হোসেন, পেশা একজন চাকুরিজীবি। বিশেষ করে আমার দৈনন্দিন কাজের সাথে বাইক থাকা অতি প্রয়োজন। আর তাই আমি বেছে নিয়েছি আমার পছন্দের সুজুকি হায়াতে ১১০সিসি বাইকটি। আমি এর পূর্বে অবশ্য হিরো স্প্লেন্ডর প্লাস বাইক ব্যবহার করেছি তবে এই বাইকের মত এতো মজা পাইনি। এই বাইকটি ব্যবহার করে আমি বেশ সন্তুষ্...
English
Bangla