Yamaha Banner
Search

Speeder NSX 165R ফিচার রিভিউ

English Version
2022-01-11

Speeder NSX 165R ফিচার রিভিউ

speeder-nsx-165r-feature-review.jpg
বর্তমান প্রেক্ষাপটে আমাদের লোকাল মার্কেটে, বিশেষ করে মোটরসাইকেল মার্কেটে আমরা খুব দ্রুত পরিবর্তন দেখেতে পাচ্ছি। তবে বেশিরভাগ মানুষই স্পোর্টস বাইকের প্রতি আগ্রহী। গ্রাহকের সেই চাহিদা মেটাতে চেষ্টা করছে বিভিন্ন ব্র্যান্ডগুলো। সেই দৌড়ে স্পিডার একটি পরিচিত নাম। ডোমেস্টিক নির্মাতা হিসেবে স্পিডার সবসময়ই তালিকার শীর্ষে থাকে। এই কোম্পানি সবসময় তাদের গ্রাহকদের প্রয়োজন অনুসারে সবথেকে ভাল পণ্য সরবরাহ করার চেষ্টা করে এবং এই কারনে তাদের খ্যাতি সম্পর্কেও কোনও সন্দেহ নেই। এই চলমান উদ্যোগটি চালিয়ে যাওয়ার জন্য এই কোম্পানি Speeder NSX 165R নামে স্পোর্টস সেগমেন্টে তাদের সেরা বাইকের মদ্ধে একটি বাজারে নিয়ে এসেছে।


তাহলেআসুন দেখে ফেলি নতুন কি কি ফিচার এই নতুন স্পোর্টস বাইকটিকে অসাধারণ করে তোলে এবং স্পিডার লাইনআপের এই নতুন সংযোজন থেকে আমরা নতুন কী পেতে পারি।


Speeder NSX 165R এর কিছু আকর্ষনীয় ফিচারসঃ


- NBF2 প্রযুক্তি সহ নতুন ইঞ্জিন এবং গিয়ারবক্স
- স্মুথ গিয়ার ট্রান্সমিশন।
- স্টেবল ব্রেকিং।
- আকর্ষনীয় ডিজাইন।
- পারফেক্ট কন্ট্রলিং এবং হ্যান্ডেলিং।
- এলইডি প্রজেকশন হেডলাইট।
- ১৫০ সেকশন রেয়ার টায়ার।


ডিজাইন এবং লুকঃ


Design-and-looks-1641883893.jpg
Speeder NSX 165R-এর অন্যতম সেরা দিক হচ্ছে, বাইকটির লুক প্রথম নজরে প্রশংসিত হবার মত। এই নতুন মেশিনটি শুরু থেকে শেষ পর্যন্ত নতুনভাবে বানানো এবং আকর্ষনীয়। থেকে নিদারমস্ট পর্যন্ত পুনর্গঠন করা হয়েছে। NSX 165R এ থাকছে সম্পূর্ণ LED সেট আপ, এলইডি টেললাইট,কোয়াড প্রজেক্টর, এলইডি হেডলাইট এবং এলইডি ব্লিঙ্কার। ডিজাইন এবং পারফরম্যান্সের জন্য হেডলাইটটিকে বাংলাদেশের সেরা স্টক হেডলাইটগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। ফিজিক্যাল অ্যাট্রিবিউটগুলো ডিজাইনটিকে অনেকটা আকর্ষনীয় করে তোলে ডুকাটি পানিগলে। গ্লসি কালার শেড,চমৎকার ডিক্যালস এবং ব্র্যান্ডিং মার্কের সাথে এই বাইকটি তার নিজস্ব সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় বেশ আকর্ষণীয় করে তুলেছে। ডুয়াল সাইড ফ্রন্ট ডিস্ক প্লেট,টুইন এক্সহস্ট পাইপ এবং স্পোর্টি স্প্লিট সিট এনএসএক্স-কে নজর কাড়তে সাহায্য করবে বেশ ভালভাবেই।


ডি ডাইমেনশনঃ


Body-dimension-1641883857.jpg
Speeder NSX 165R এর দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থের ওজন যথাক্রমে 2040mm,770mm এবং 1130mm। বাইকটি ভারী, তবে ভারসাম্য এমনভাবে করা হয়েছে যাতে আপনি রাইড করার সময় ওজনেরকারনেকোনপ্রবলেমনা বোধ করেন। বাইকেথাকছে1380মিমি হুইলবেস রয়েছে এবং 160 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স।এই দুটো মেজারমেন্ট স্পোর্টস বাইকের জন্য আদর্শ এবং প্রত্যাশিত। এই বাইকটি 14 লিটার ফুয়েল ধারণ করতে পারে এবং মোট ওজন 153 কেজি।


ইঞ্জিন এবং ট্রান্সমিশনঃ


Engine-and-Transmission-1641883943.jpg
Speeder NSX 165R এ থাকছে একটি নতুন ইঞ্জিন এবং গিয়ারবক্স। NBF2 প্রযুক্তির অর্থ হল আরও ভাল পিস্টন ওয়ার্ক এবং মসৃণ পাওয়ার ডেলিভারি। এই বাইকটিতে রয়েছে 164.4cc 1 সিলিন্ডার, লিকুইড-কুলড, 4 স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন 16.8 BHP @ 8000 RPM সর্বোচ্চ শক্তি এবং 17 NM @ 6000 RPM সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। সামগ্রিক শক্তি এবং টর্ক ফিগার এই বিশাল বাইকটিকে চালাতে সত্যিই মজাদার করে তুলবে। স্পিডার NSX 165R-এর নতুন ট্রান্সমিশন সিস্টেমটি কিছুটা ভিন্ন। নতুন ট্রান্সমিশন স্মুথ ট্রান্সমিশন নিশ্চিত করবে, শিফটার থাকচবে নরম এবং সত্যিই স্মুথ। বাইকটিতে 6-স্পীড গিয়ারবক্স রয়েছে। এই ইঞ্জিন থাকায় কোম্পানি দাবি করে যে, বাইকের সর্বোচ্চ গতি হবে প্রায় 140 KM/H এবং মাইলেজ প্রায় 35 KM/L হতে পারে।


ব্রেক এবং সাসপেনশনঃ


Brakes-and-Suspensions-1641884013.jpg
Speeder NSX 165R এর ব্রেকিং কিছুটা ভিন্ন। এই বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল ABS এবং ডুয়াল সাইড ডিস্ক। আকর্ষণীয় অংশগুলির মধ্যে একটি হল সামনের দিকে উভয় পাশে ডিস্ক প্লেট দেখা যায়। যার ফলে, জরুরী ব্রেকিং আনন্দদায়ক হবে এবং টায়ার স্কিডিং তেমন একটা দেখা যাবে না।


NSX 165R সাসপেনশন সেক্টরের জন্য USD সাসপেনশন রাকাহ হয়েছে সামনেএবং রেয়ার সাইডে থাকছে মনো শক। একটি স্পোর্টস টাইপ মোটরবাইকে এই ধরনের ফিচার বেশ ভাল।


টায়ার এবং হুইলঃ


Tires-and-wheels-1641884062.jpg
Speeder NSX 165R-এর পিছনের টায়ার অন্যান্য বেশিরভাগ বাইকের চেয়ে মোটা। পিছনের টায়ারটি 150 সেকশনের। সামনের টায়ার হল 110/70। এই ধরনের টায়ার সেটআপ বাইকটিকে চালানোর জন্য সত্যিই মজাদার করে তোলে। উভয় পাশে টিউবলেস এবং অ্যালয় রিম রাখা হয়েছে এই বাইকে।


মিটার কনসোলঃ


Meter-console-1641884101.jpg
Speeder NSX 165R এ থাকছে সম্পূর্ণ ডিজিটাল TFT মনিটর। এখানে সকল ফিচারস ডিজিটাল এবং প্রয়োজনীয় সব ফিচারই রয়েছে, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচারস। এই মিটার কনসোল যাবতীয় ফিচার বাদে একটি USB চার্জিং পোর্ট বহন করে।


শেষ কথাঃ


Final-words-1641884139.jpg
Speeder NSX 165R এর সব গুরুত্বপূর্ন ফিচার পর্যালোচনা করার পর বাইকটিকে স্পোর্টস বাইক হিসেবে একটি দুর্দান্ত উদাহরন ধরে নেয়া যেতে পারে। প্রচুর শক্তি সহ সম্পূর্ণ আকর্ষণীয় এই প্যাকেজ সত্যিই নজর কাড়তে পারে বাইকারদের। তবে পারফরম্যান্সই নির্ধারণ করবে এই বাইকটি ব্যবহারকারীদের জন্য কতটা ভাল হতে পারে। এখন পর্যন্ত NSXR 165 R এর একটি রেড ভেরিয়েন্ট বাজারে রয়েছে যা সম্পূর্ণরূপে গ্লসি।



Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Speeder NSX 165R

Speeder NSX 165R ফিচার রিভিউ
2022-01-11

বর্তমান প্রেক্ষাপটে আমাদের লোকাল মার্কেটে, বিশেষ করে মোটরসাইকেল মার্কেটে আমরা খুব দ্রুত পরিবর্তন দেখেতে পাচ্ছি...

Bangla English
Filter