Is this review helpful?
Rate count: 2Ratings:
Rating Parameters (out of 10)
About The Reviewer
| Owned For | 3 Months to 1 Year |
| Ridden for | 5000-10000km |

Hero Glamour বাইকটা চালিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে । এই বাইকটা রাইড করেছিলাম আমার বন্ধুর তারপর থেকে হিরোর ব্রান্ডের বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি। বাজারে অনেকগুলো ব্রান্ডের বাইক ছিলো কিন্তু Hero Glamour বাইকটা রাইড করে আমার মন জয় করে এবং তারপরে হিরোর লেটেস্ট মডেলের বাইক Hero Ignitor Techno বাইকটা আমি কিনি। বিগত ১০ মাস যাবত আমি এই বাইকটা ব্যবহার করছি এবং ৬,০০০ কিমি রাইড করেছি। আজকে আমি আপনাদের সাথে এই বাইক রাইডের পর কিছু ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করবো।
Hero Ignitor Techno বাইকের যে সকল ভালো দিক আমি লক্ষ্য করেছি
এই বাইকের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি দেখলাম যে অন্যান্য ১২৫ সিসির বাইকের তুলনায় এই বাইকের ডিজাইন অনেক সুন্দর এবং যেহেতু Hero Glamour বাইকটা আমি রাইড করেছি । তাই সেই বাইকের থেকে এই Hero Ignitor Techno এর ডিজাইন অনেক ভালো দেখেছি।
ব্রেকিং সিস্টেমটাও অনেক ভালো লেগেছে। আমি এই বাইকটা সবভাবে রাইড করে দেখেছি যে ব্রেকিং ফিডব্যাক অনেক সুন্দর।
রাইড করে অনেক আরামদায়ক মনে হয়েছে। সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের ফিডব্যাক অনেক ভালো যার কারণে আমি খুব ভালোভাবে এই বাইকটা রাইড করতে পারি। একদিনে আমি ১৬০ কিমি রাইড করে কোন ক্লান্তি অনুভব করিনি।
১২৫ সিসির এই বাইক থেকে আমি মাইলেজ পাচ্ছি ৫৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার। আমার মতে এই মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট।
Hero Ignitor Techno বাইকের কিছু মন্দ দিক
আমি এই বাইকটা যখন বেশি সময় ধরে রাইড করি তখন দেখি যে বাইকে ইঞ্জিনের শব্দ নষ্ট হয়ে যায় যা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে।
ইঞ্জিনের শক্তি আমার কাছে Hero Glamour বাইকের তুলনায় এই Hero Ignitor Techno বাইকে অনেক কম মনে হয়েছে।
সব মিলিয়ে এই দামের মধ্যে আমার কাছে বাইকটা অনেক ভালো লেগেছে। আপনারা যারা এই বাইকটি ব্যবহার করছেন আশা করি তারা সন্তুষ্ট এবং আমিও ভালো মন্দ বিষয় মিলিয়ে অনেক সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে।
Is this review helpful?
Rate count: 2
বাইক কেনার ক্ষেত্রে মুখ্য ভুমিকা পালন করে বাজেট, আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিলো। আমি যখন একটি বাইক কিনবো বল...
Bangla Englishআমার কাছে সব সময় ভিন্নধর্মী বাইক একটু বেশিই ভালো লাগে। কম বাজেটের মধ্যে আমার একটা সুন্দর বাইক দরকার যার কারণ আমি...
Bangla Englishপ্রতিদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুটাছুটি করতে হয়। আমি সব মিলিয়ে দেখলাম যে আমার একটি ভালো বাইক দরকার যা প্রতিদিনের র...
Bangla Englishইঞ্জিনের শক্তি অনেক বেশি মনে হয়েছে, আমি চাইলেই নিমিষেই বাইকের স্পীড তুলতে পারি এবং যে কোন অভারটেকিং সহজেই করতে পা...
Bangla Englishআমি রুহুল আমিন বর্তমানে ব্যবহার করছি Hero Ignitor Techno। এই বাইকটি কেনার আগে আমি অনেকজনের বাইক রাইড করেছি এবং শোরুমে গিয়ে টে...
Bangla EnglishHero Glamour বাইকটা চালিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে । এই বাইকটা রাইড করেছিলাম আমার বন্ধুর তারপর থেকে হিরোর ব্রান্ডের ব...
Bangla Englishআমি অনেক আগে থেকেই শুনেছি যে হিরোর বাইকগুলো অনেক ভালো । আমার এই বাইকের পুর্বে একটি ১৫০ সিসির বাইক ছিলো এবং আমার কা...
Bangla English