Sunra
Yamaha Banner
Search

GPX Demon GR165RR 4V ABS ব্যবহারিক অভিজ্ঞতা শাকিলুর রহমান

English Version
2022-07-30

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

gpx-demon-gr165rr-4v-abs-user-review-by-shakilur-rahman.jpg
বাংলাদেশের স্পোর্টস বাইক গুলোর মধ্যে অন্যতম একটা বাইক GPX DEMON 165 RR. স্পোর্টস বাইক লাভারদের প্রথম দেখাতেই প্রেমে পরার মতো একটা বাইক এটি।


আমার এই বাইকের বয়স আজ প্রায় ২০ দিন। এই ২০ দিনে বাইকটি ৯৮০ কিলোমিটার চালিয়েছি।


বাইকটির কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আজকের এই পোস্ট।


আচ্ছা আগে আমার চোখে খারাপ দিকগুলো বর্ণনা করিঃ


১। পিছনে গ্র‍্যাবনিল না থাকায় বাইক টি ছোট জায়গায় ঘুরানো কঠিন।
২। ট্রিপ মিটার মাত্র একটি, সেক্ষেত্রে আমার ইঞ্জিন ওয়েল ও তেলের হিসাব রাখা কষ্টকর।
৩। ইঞ্জিনে কিছুটা ভাইব্রেশন আছে তবে সেটা সহনীয় ( আমার কাছে মনে হয়েছে)।
৪। হেডলাইটের আলো অনেকটাই কম লেগেছে, যদিও R15-v3, Hornet & X-Blade এর চেয়ে বেশিই কিন্তু আমি আগে 4v abs ব্যবহার করতাম সেই তুলনায় অনেক কম।
৫। ইঞ্জিন ওয়েল ফিল্টার ও কুলান্ট পরিবর্তন করতে বডি কিট খুলতে হয়।
৬। প্রথম দিকে ইঞ্জিন প্রচুর হিট হতো কিন্তু এখন ৬৮-৭০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে সচারাচর হয় না। সেজন্য অবশ্যই আপনাকে ভালো মানের ইঞ্জিন ওয়েল ও কুলান্ট ব্যবহার করতে হবে।
৭। লুকিং গ্লাস বারবার মুভ করার ফলে লুজ হয়ে ওয়াসার কেটে গিয়েছিল। পরবর্তীতে ওয়াসার পরিবর্তন করার ফলে ঠিক হয়েছে।
৮। সবচেয়ে বড় সমস্যা কর্দমাক্ত মাটিতে চাকা স্কিড করে। ছবি টি যেখানে তোলা হয়েছে সেখানে চালানো যায় নি।
৯। হ্যান্ডেলবারের বাম পাশের সুইচ গুলো একটু দূরে মনে হয়েছে।


 


আসলে কোন স্পোর্টস বাইকই ১০০% তৃপ্তি দিবে না আপনাকে। এবার আসি বাইকের ভালো দিক গুলো নিয়েঃ


১। লুকিং ও বিল্ড কোয়ালিটি দামের তুলনায় অনেক অনেক ভালো।
২। ব্রেক ইন পিরিয়ড থাকায় এবং আমি কখনো কোন বাইকে টপ চেক করিনা তাই স্পীড তুলিনি তবে যেটা পেয়েছি তাতে মনে হয়েছে ইঞ্জিন টা যথেষ্ট টান তোলার ক্ষমতা রাখে৷
৩। স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও বাইকটি চালিয়ে হাতে কোন পেইন হয় নি। সাধারণত স্পোর্টস বাইক চালিয়ে কমফোর্ট পাওয়া যায় না।
৪। বাইকের মাইলেজ অনেক ভালো পেয়েছি প্রায় ৪৩ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পেয়েছি।
৫। লুকিং গ্লাসের ভিউ টা যথেষ্ট আসে।


সবকিছু মিলিয়ে যে সকল খারাপ দিক পেয়েছি সেগুলো তেমন কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট না তাই বাইক টাতে আমি সন্তুষ্ট। অনেকেরই ধারণা GPX চায়না বাইক বা লিফানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাদের অবগতির জন্য বলছি GPX থাইল্যান্ডের বাইক তবে এটি এসেম্বল হয় আমাদের দেশে, যে কারণে কোম্পানি বাইকটি এতো কম মূল্যে বাইকটি বাজারে দিতে পারছে।



Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on GPX Demon GR165RR 4V ABS

GPX Demon GR 165RR ব্যবহারের অভিজ্ঞতা আরিয়ান তায়েব
2022-12-15

GPX Demon GR 165RR ব্যবহারের অভিজ্ঞতা আরিয়ান তায়েব বাইক আমাদের সকলেরই পছন্দের জিনিস, আমার শুরু থেকেই স্পোর্টস বাইক অনেক...

Bangla English
GPX Demon GR165RR 4V ABS ব্যবহারিক অভিজ্ঞতা শাকিলুর রহমান
2022-07-30

বাংলাদেশের স্পোর্টস বাইক গুলোর মধ্যে অন্যতম একটা বাইক GPX DEMON 165 RR. স্পোর্টস বাইক লাভারদের প্রথম দেখাতেই প্রেমে পরার ম...

Bangla English
GPX Demon GR 165RR ফিচার রিভিউ
2022-06-29

জিপিএক্স থাইল্যান্ডের বাজার সফলভাবে পথ পাড়ি দেবার পর, বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে এক বছর আগে। তাদের একটি ফ্ল...

Bangla English
Filter