28 Reviews found
-
বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - কার্ত্তিক পাল
2019-11-27
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কার্ত্তিক পাল। পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবী। চাকুরীর ক্ষেত্রে যাতায়াতের জন্য প্রতিনিয়ত আমার মোটরসাইকেলের প্রয়োজন হয়। সেজন্য আমি পছন্দ করে একটি মোটরসাইকেল কিনি। আমার মোটরসাইকেলের নাম বাজাজ ডিস্কোভার ১১০ সিসি। এই মোটরসাইকেলটি আমি ৬ মাস যাবত ব্যবহার করছি এবং প্রা...
English
Bangla
-
বাজাজ ডিস্কভার ১১০সিসি ৩৬০০কিমি রাইডিং অভিজ্ঞতা - অনিল চন্দ্র রায়
2019-11-12
আমার ব্যক্তিগত জীবন সহজ করার লক্ষ্যে একটি মোটরসাইকেলের প্রয়োজন অনেকদিনের আবার পেশাগতভাবে আমি একজন শিক্ষক তাই বাইক পছন্দ করার ক্ষেত্রে আমাকে বাইকের মার্জিত লুক অবশ্যই খেয়াল করতে হবে অন্যদিকে একটি মোটরসাইকেল মানে তো আর শুধু নিজের না, পরিবারের আরও অনেকেই আছে যারা বাইক চাইতে বা চালাতে পারে। সুতরাং তাদ...
English
Bangla
-
বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল ৭৫০০কিমি রাইডিং রিভিউ - রবিউল ইসলাম
2019-10-12
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম। পেশায় আমি একজন চাকুরীজীবি। আমার চাকুরীর ক্ষেত্রে যাতায়াতের জন্য যে মোটরসাইকেলটি কিনেছি তার নাম হল বাজাজ ডিস্কোভার ১১০ সিসি। এর আগে আমার মোটরসাইকেলটি সম্পর্কে আমি ৫ মাসে ৪০০০ কিমি পথ চালানোর রিভিউ সবার সাথে শেয়ার করছি। আজকে আমি আবারো ১০ মাস পরে আমার মোটরসাইকে...
English
Bangla
-
বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - মাহতাব উদ্দীন
2019-09-01
আমি মোঃ মাহতাব উদ্দিন। আমার মোটরসাইকেলের নাম বাজাজ ডিস্কোভার ১১০ সিসি। এই মোটরসাইকেলটি আমি ১ মাস যাবত ব্যবহার করছি এবং এযাবৎ প্রায় ৭০০ কিমি পথ যাতায়াত করেছি। মোটরসাইকেলটি দেখতে অনেক সুন্দর। এর গ্রাফিক্স ডিজাইন গুলো চমৎকার। এর বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত। এই কয়েক দিন মোটরসাইকেলটি ব্যবহার করে বু...
English
Bangla
-
বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - আরিফুল ইসলাম
2019-08-30
মুলত আমার প্রতিদিনের জীবনের ব্যস্ততাকে হালকা করার জন্যে একটা বাইক আমার খুব প্রয়োজন ছিল এবং আমি অনেক দিন আগে থেকেই ভালছিলাম যে একটা বাইক হলে খুব ভাল হত কিন্তু যখনই আমি বাইক কেনার কথা ভেবেছি মাইলেজের ব্যাপারটা আমাকে সবসময়ই আমাকে সবার আগে ভাবিয়েছে কারন আমি একজন এনজিও কর্মী এবং পারিবারিক কাজেও আমাকে অনে...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - বায়েজিদ
2019-07-26
স্কুল জীবন থেকেই শখ ছিলো নিজে একটা মোটরসাইকেল ব্যবহার করবো। সেই শখ আমার পুরন হয়েছে। বাজাজের বাইক আমার আশেপাশের পরিচিত অনেকেই ব্যবহার করে তাদের থেকে মন্তব্য শুনে এবং নিজে চালিয়ে বাইকটা আমার কাছে খুব ভালো লেগেছে । আমি পেশায় একজন শিক্ষক তাই আমাকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় । বাজাজের দেশজুড়ে যে সার্...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - মোখলেসুর রহমান
2019-07-22
পড়াশোনা শেষ করার পর থেকেই একটি মোটরসাইকেলের প্রয়োজন সবসময় আমাকে পীড়া দিত তবে খুব জরুরী না হউয়ার জারনে আমি এই প্রয়োজনের দিকে তেমনভাবে পাত্তা দিতাম না। কিন্তু যেদিন থেক আমি চাকরী শুরু করেছি পথের দুরুত্বের পরিমান এমনভাবে বেড়েচগে যে আমি বাইক না নিয়ে পারলাম না। আমার অফিস আমার বাড়ি থেকে অনেকখানি দূরে তার ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - সন্তোষ কুমার বিশ্বাস
2019-07-17
সত্য কথা বলতে গেলে এখনকার সময়ে একটা মোটরসাইকেল বড়িতে না থাকলে যেন মনে হয় আমার বাড়িতে মৌলিক একটা ফার্নিচারের কমতি আছে যেটা না থাকার কারনে আমার অনেক সমস্যা হচ্ছে। আসলে এখনকার সময়ে মোটরসাইকেল ছাড়া চলা ফেরা করা খুব কঠিন এই ব্যাপারটাকে মাথায় রেখে আমি অনেকদিন থেকেই নিজের এবং বাড়ির প্রয়োজনে একটা মোটরসাইকে...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - শফিকুল
2019-07-16
নিজে স্বাধীনভাবে চলাচলের জন্য বাইকের বিকল্প হয় আর কিছু হয় না বলে আমি মনে করি। বাইক নিয়ে যে কোন স্থানে স্বাধীনভাবে চলাচল করা যায়। বাজাজ ডিস্কোভার ১১০ বাইকটি আমার অনেক পছন্দ ছিলো আর আমি শুনেছি এই বাইকের নাকি মাইলেজ অনেক বেশি , ডিজাইন অনেক সুন্দর , সব জায়গায় নিয়ে যাওয়া যায়। এই সকল দিক বিবেচনা করে আমি বাজাজ ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - হারুন অর রশিদ
2019-07-09
বাজাজ ডিস্কোভার ১১০ বাইকটি আমি কিনেছিলাম শুধুমাত্র ব্যাক্তিগত ব্যবহারের জন্য। প্রায় ১ মাসে আমি প্রায় ৫০০ কিমি চালিয়েছি। এই ৫০০ কিমি এর মধ্যে বাইকটি আমাকে স্মুথ লেগেছে । বলতে গেলে আমি তেমনভাবে বাইক ব্যবহার করিনা। এই বাইকটি নিয়ে আমি খুব ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। বাইকটা দেখতে অনেক মার্জিত এবং যে কোন ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - এরশাদ আলী
2019-07-03
মোটরসাইকেল কার না ভাল লাগে। আমি অনেক আগে থেকেই মোটরসাইকেল প্রিয় ছিলাম। বাজাজ ডিস্কোভার ১১০ সিসির মোটরসাইকেলটি কিনেছি মূলত ভাল মাইলেজ পাবার আশায়। এছাড়া এই বাইকটি নতুন নতুন ফিচারস নিয়ে এই প্রথম বাজারে বের হয়েছে। সেগুলো দেখে আমি এটি কিনার সিদ্ধান্ত নিই। এই বাইকটিতে ডিজিটাল মিটার যুক্ত হয়েছে, যা আগের ক...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - সাহেদ বিশ্বাস
2019-06-25
বাজাজ ডিস্কোভার ১১০সিসি বাইকটি পছন্দ করার মূল কারণ হল- আমি মোটরসাইকেল ভ্যালীতে এই বাইকের অনেক রিভিউ পরেছি এবং রিভিউ পড়ে অনেকের মতামতের ভিত্তিতে বাইকটি কেনার বেশ আগ্রহ জাগে। এছাড়াও ডিজিটাল মিটার এবং মাইলেজ বেশী হবার কারণে এই বাইক ছাড়া অন্য কোন বাইক আমার চোখে পড়েনি। আমি বাইকটা কিনেছিলাম মুলত অফিস যাত...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - হৃদয় ঘোষ
2019-06-21
আমি একজন নতুন বাইকার এবং আমার বাজাজ ডিস্কভার ১১০সিসি আমার জীবনের প্রথম বাইক। বলে রাখা ভাল যে আমি এর পুর্বে কোন বাইক চালাইনি এবং আমি বাইক চালানো শিখেছি আমার এই বাইক দিয়েই। পেশাগতভাবে আমি একজন শিক্ষক, আমার স্কুল আমার বাড়ি থেকে কিছুটা দূরে হউয়ার কারনে শুরুর দিকে আমি সাইকেল ব্যবহার করতাম যা আমার কাছে অনেক...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ -আজবিন হোসেন
2019-06-19
আমার বয়সের বেশিরভাগ ছেলেই মুলত সখের বশে মোটরসাইকেল কিনে থাকে এবং আমিও এই ট্রেন্ডের বাইরে না কারন আমি নিজে এখনও একজন ছাত্র এবং পেশাগত দিক দিয়ে এখনও তেমন কোন কর্মের সাথে যুক্ত হতে পারিনি। আরও পরিষ্কার করে বলতে গেলে আমাকে বলতে হবে যে আমার পরিবারের যাতায়াত সহজীকরন সহ একটি বাইক থাকার অন্যান্য সুবিধার কথা...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - জয়নাল আবেদিন
2019-04-23
পেশাগত দিক দিয়ে আমি এখনও একজন ছাত্র এবং সত্যি কথা বলতে গেলে মোটরসাইকেল আমার জন্যে একেবারে অতি জরুরী ছিল না কিন্তু পড়াশোনাসহ অন্যান্য সকল প্রকাআর যোগাযোগ রক্ষার্থে এর বিকল্প কিছুও আমি খুজে পায় নি তাই সবকিছু ঠিকঠাক সময়মত করার সুবিধার্থে আমি বাজাজ ডিস্কভার ১১০সিসি বাইকটা আআমার জন্যে পছন্দ করে ফেলি যা ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - নাহিদ
2019-04-13
বর্তমানে আমি একটি এনজিও তে চাকুরীরত রয়েছি। আমাকে যেহেতু প্রায় প্রতিদিন অনেক পথ যাতায়াত করতে হয় তাই ভাল মাইলেজ সমৃদ্ধ মোটরসাইকেল কিনার সিদ্ধান্ত নিই। তবে আগে থেকেই বাজাজ কোম্পানির প্রতি আমার আলাদা টান ছিল। তাই ১ মাস আগে বাজাজ ডিস্কোভার ১১০ সিসি মোটরসাইকেলটি কিনি। মোটরসাইকেলটির ডিজাইন অনেক সুন্দর। ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - মহসিন উদ্দীন
2019-03-28
বর্তমানে আমি একজন ছাত্র এবং আমার বাড়ি থেকে কলেজ অনেক দূরে হউয়াতে আমার মোটরসাইকেল কেনার খুব দরকার ছিল এবং সেই প্রয়োজন থেকেই আমি “বাজাজ ডিস্কভার ১১০” কেনার সিদ্ধান্ত নিই। গতদিন ১০ দিন যাবত আমি এই মোটরসাইকেলটা ব্যবহার করছি এবং ২০০ কিলোমিটার বা তার কিছু বেশী চালিয়েছি। আমার মনে হয় আমার মোটরসাইকেলের যে পা...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - জিএম ফারুক
2019-03-27
চলার পথকে আরও স্বাচ্ছন্দময় করার জন্য বাইকের বিকল্প নেই। মধ্যবিত্ত পরিবারের প্রথম স্বপ্ন থাকে চলাচলের জন্য একটি বাইক। আমার চলাচলের পথকে আরও সহজ করে দিয়েছে ১১০ সিসির এই ডিস্কোভার। এর আগে আমি ব্যবহার করতাম বাজাজ সিটি ১০০। নতুন ডিস্কোভার ১১০ সিসি বাজারে প্রবেশ করার পর এটা দেখে আমার খুব ভালো লাগে। বাজাজ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - জয়নাল হোসেন
2019-03-19
আমি সাধারণ যাতায়াতের জন্য বাজাজ ডিস্কোভার ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি এবং এটি আমার জীবনের ১ম বাইক। ৬ মাস মোটরসাইকেলটি চালিয়ে প্রায় ২৫০০ কিমি পথ চালিয়েছি। মোটরসাইকেলটির শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন নয়; বরং এর ইঞ্জিন পারফরমেন্স ও মাইলেজ খুব ভাল। যদিও এর দামটা একটু বেশি, কিন্তু এর সামগ্রিক পারফরমেন্স ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - শহিদুল ইসলাম
2019-03-10
আমি দেখেছি যে মানুষজন বাইক নিয়ে ঘুরাঘুরি ছাড়াও বিভিন্ন পারিবারিক ও ব্যবসার কাছে ব্যবহার করে। আমার ব্যবসায়ের প্রয়োজনে আমি একটি বাইকের চাহিদা খুবই অনুভব করি এবং একটি বাইক কেনার জন্য সিদ্ধান্ত নিই। আমার পছন্দের তালিকায় ছিলো ডিস্কোভার ১২৫ সিসি কিন্তু সেই বাইকের গিয়ার সিস্টেমটা আমার কাছে ভালো লাগেনি । ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - সুমন
2019-03-02
বাইক হচ্ছে চলাচলের অন্যতম সহজ একটি মাধ্যম যার সাহয্যে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই চলাফেরা করা যায়। আমার বাইক কেনার উদ্দেশ্য হচ্ছে সহজ যাতায়াত এবং কেনার কারণ হচ্ছে আমি মোফাস্বলে থাকি সেখানে থেকে আমার আত্মীয়ের বাসায় প্রায়শই যাওয়া লাগে এজন্য মুলত বাইকটা কিনেছি।বাইকটা আমি ২০ দিন আগে কিনেছি এবং ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - মিরাজ বিল্লাহ
2019-02-28
আমার নাম মোঃ মিরাজ বিল্লাহ বর্তমানে আমি বাংলালিঙ্কে আরএসও হিসাবে আছি। আমি ২১ দিন আগে গাইবান্ধার সাদিয়া এন্টারপ্রাইজ থেকে মোটরসাইকেলটি কিনেছি। মোটরসাইকেলটি মূলত চাকরীর সুবিধার্থে কিনেছি। বাজারে অনেক মোটরসাইকেল আছে কিন্তু যেহেতু আমি মার্কেটিং সেক্টর এ আছি তাই আমাকে সর্বাধিক গুরুত্ব দিতে হয়েছে মা...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - আব্দুল কুদ্দুস
2018-12-10
বাজাজ ডিস্কোভার সকল বাইক প্রেমি মানুষদের কাছে খুবই পরিচিত একটি নাম। বাজাজের এই মডেলটি অনেক আগে থেকেই বাংলাদেশের বাজারে বিদ্যমান রয়েছে এবং যুগের পর যুগ এই ডিস্কোভার মডেলটি গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাজাজ ডিস্কোভার ১৩৫ সিসি ছিলো বাজাজের একটি কালজয়ী বাইক এবং এই বাইকের মাধ্যমে বাংলাদ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - আসাদ আলী
2018-11-26
এখন থেকে প্রায় ১২ বছর আগের কথা আমার,মনে পড়ে আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার বাবার একটি বাইক ছিল।প্রায় সময় আমি বাবার বাইকটি দেখতাম এবং ইচ্ছা হত চালানোর।হটাত একদিন আমি অনেক সাহস করে বাবাকে বল্লাম বাবা আমাকে বাইক চালানো শিখাবে উত্তরে বাবা আমাকে বল্লো অব্যশই।আমি শুনে খুব খুশি হয়েছিলাম এরপর প্রতিদিন সকালে ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - মেহেদী হাসান
2018-11-14
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ মেহেদী হাসান। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার ব্যবসার কাজের জন্য ও ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে এই মোটরসাইকেলটি মূলত আমি কিনি। আমার মোটরসাইকেল এর নাম বাজাজ ডিস্কোভার ১১০ সিসি। এটি আমার জীবনের ১ম বাইক। এই মোটরসাইকেলটি আমি তাহেরপুর বাজার, বাঘমারা, রাজশাহীর একটি শোরুম থেকে ক...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০ মোটরসাইকেল রিভিউ - মিলন আলী
2018-09-16
প্রতিটি মানুষের জীবনে কিছু চাহিদা বা স্বপ্ন থাকে। তেমনি আমার জীবনে একটাই চাহিদা ছিল, সেটি হল অল্প মূল্যের মধ্যে একটা ভাল মাইলেজ সমৃদ্ধ মোটরসাইকেল কিনার। মাত্র এক মাস আগে সেই ইচ্ছাটি আমার পূরন হয়। আমাদের পরিবারের বিভিন্ন যাতায়াতের জন্য মূলত এই মোটরসাইকেলটি কেনা। আমার পরিচয় আমি মোঃ মিলন আলী। পেশায় আম...
English
Bangla
-
ভাল জিনিসের দাম একটু বেশিই হয় - বাজাজ ডিস্কোভার ১১০ সিসি ব্যবহারকারী আরিফ হোসেন
2018-08-25
আমাদের দেশে জনপ্রিয় মোটরসাইকেল এর মধ্যে বাজাজ ডিস্কোভার অন্যতম। আমার অনের দিনের স্বপ্ন ছিল আমি বাজাজ ব্যান্ডের একটি মোটরসাইকেল কিনবো। এই স্বপ্নটি আমার আজ থেকে ১৫ দিন আগে পূরণ হয়। যুগের সাথে তাল মিলিয়ে বাজারে নতুন নতুন মোটরসাইকেল বাজারে আসছে। ২০১৮ সালে বাজাজ ডিস্কোভার সিরিজের নতুন মডেল বাজারে নিয়ে ...
English
Bangla
-
বাজাজ ডিস্কোভার ১১০সিসি ফীচার রিভিউ
2018-07-22
ডিস্কোভার ফ্যামিলিতে এখন অনেকগুলো বাইক যুক্ত হয়েছে এবং শুরু থেকেই দেখা যায় যে বাজাজ তাদের ডিস্কোভার মডেলটি নিয়ে অত্যান্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সকল কমিউটার বাইকগুলো দেখা যায় তাদের মধ্যে বাজাজ এর মোটরসাইকেল বেশি চোখে পড়ে । আর যারা একটু স্টাইলিশ কমিউটার বাইক খুঁজেন ...
English
Bangla