কমিউটার বাইকে সিন্থেটিক অয়েল ব্যবহার করবেন কি না ?

2022-05-25

কমিউটার বাইকে সিন্থেটিক অয়েল ব্যবহার করবেন কি না ?


commuter bike er tel-1653475134.jpg

কমিউটার বাইক বলতে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা কম সিসির যে সকল তেল সাশ্রয়ী বাইক ব্যবহার করে থাকি তাকে কমিউটার বাইক বলে। এই বাইকগুলো কম সিসির, মেন্টেনেন্স খরচ কম ও তেল সাশ্রয়ী হওয়ায় আমরা আমাদের দৈনন্দিন কাজ এসকল বাইকের মাধমে সম্পন্ন করতে পারি, তবে এ সকল বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহারের ক্ষেত্রে কিছু প্রশ্ন থেকে যায়, মিনারেল ব্যবহার করা ভালো হবে না সেমি সিন্থেটিক্ নাকি সিন্থেটিক। যদিও বেশির ভাগ ব্যবহারকারী মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকে, তবে অনেকে এই বিষয়ে জানতে চায় ও তাদের মাঝে প্রস্ন থেকে থাকে। বাংলাদেশের বাজারে ৩ রকমের ইঞ্জিন অয়েল পাওয়া যায় মিনারেল, সেমি সিন্থেটিক ও সিন্থেটিক। মিনারেল ইঞ্জিন অয়েল সবচেয়ে সাশ্রয়ী ও কম সময়ের জন্য ব্যবহার করা যায়, সেমি সিন্থেটিক অয়েল মিনারেলের চেয়ে কিছুটা উন্নত মানের এবং বেশি সময়ের জন্য ব্যবহার করা যায় এবং দাম তুলনামূলক বেশি, সিন্থেটিক ইঞ্জিন অয়েল সবচেয়ে বেশি দামী ও বেশি সময় ব্যবহার করা যায়, এবং স্পোর্টস বাইক ও প্রিমিয়াম বাইকে বেশি ব্যবহার হয়ে থাকে।

• আপনার বাইক যদি ১০০-১১০ সিসির নিচে হয়ে থাকে তবে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করা সবচেয়ে ভালো।

• আপনার বাইক যদি ১১০-১৩৫ সিসির মধ্যে হয়ে থাকে তবে আপনি চাইলে সেমি সিন্থেটিক অয়েল ব্যবহার করতে পারেন অথবা মিনারেল ইঞ্জিন অয়েল ও ব্যবহার করতে পারেন।

• ১০০-১৩৫ সিসির কমিউটার বাইকে সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার প্রয়োজন নেই।

• ১২৫ সিসির কিছু প্রিমিয়াম ও স্পোর্টস বাইকে সিন্থেটিক অয়েল ব্যবহার করতে পারেন যেমনঃ KTM DUKE 125, RC 125 ইত্যাদি।

• আপনার বাইকের ম্যানুয়াল বই দেখে যেকোনো ব্রান্ডের মিনারেল বা সেমি সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন।

• কমিউটার বাইকে সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার অনেক ব্যয়বহুল এবং এর প্রয়োজন নেই।

তবে যেকোনো সিসির বাইকের ব্রেক-ইন পিরিয়ড এর সময়ে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। কারন এ সময় ইঞ্জিন অয়েল দ্রুত ড্রেন দেওয়ার প্রয়োজন পরে থাকে।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Oil Tips

ইঞ্জিন ফ্ল্যাশ কি এবং কিভাবে করবেন?
2023-07-22

ইঞ্জিন এর ভেতরের পার্টস পরিস্কার এর জন্য অয়েল সময়মত ড্রেন দেয়া প্রয়োজন, কিন্তু বিভিন্ন কারনে আমরা বাইকের মেইন্...

Bangla English
বাইকের কোন কোন পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েল লিক করতে পারে
2023-07-17

ইঞ্জিন অয়েল বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, বাইকের ইঞ্জিনের ভিতরের পার্টস লুব্রিকেট অর্থাৎ পিচ্ছিল...

Bangla English
ইঞ্জিন অয়েলের গ্রেডিং কেন গুরুত্বপুর্ন ?
2023-05-27

একটা সময় ছিলো যখন বাংলাদেশের বাইক ব্যবহারকারীরা ইঞ্জিন অয়েলের ব্যাপারে উদাসীন ছিলো , অর্থাৎ কোন ইঞ্জিন অয়েল বা ...

Bangla English
বাইকে কম বা বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কি সমস্যা হতে পারে
2023-04-25

ইঞ্জিন অয়েল বাইকের জন্য ঘুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিটি বাইকের জন্য তার নির্দিষ্ট পরিমানের ইঞ্জিন অয়েল প্...

Bangla English
ইঞ্জিন ওয়েল ড্রেন দেয়ার সময় কেন কম ওয়েল পাওয়া যায়?
2022-09-13

ইঞ্জিন ওয়েল একটি বাইকের জন্য নিত্য প্রয়োজনীয় ও অতি জরুরী একটি পণ্য, এটি ইঞ্জিনের ভিতরের সকল পার্টসকে লুব্রিকেট ...

Bangla English