Hero 10w30 mineral ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান

English Version
calender 2023-08-21

Hero 10w30 mineral ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান

Review Disclaimer Bn

Hero 10w30 mineral Engine Oil User Review by Abu Raihan-1692615636.jpg

ইঞ্জিন অয়েল একটি বাইকের ইঞ্জিনের জন্য অতিব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা যারা ইঞ্জিন অয়েল বাইকের জন্য ব্যবহার করি তারা ইঞ্জিন অয়েলের বিষয়ে তেমন গুরুত্ব দিয়ে থাকি না। আমার বর্তমান বাইক Hero Ignitor Techno বাইকের ইঞ্জিন অয়েল হিসেবে রয়েছে Hero 10w30 mineral। শুরু থেকেই আমি এই ইঞ্জিন অয়েল ব্যবহার করে আসছি এবং এখন পর্যন্ত ৫৬০০ কিলোমিটার এই ইঞ্জিন অয়েল দিয়েই রাইড করেছি। আজকে আমি স্বল্প আকারে আপনাদের সাথে আমার এই ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা তুলে ধরবো।

ভিস্কোসিটি ঃমিনারেল ইঞ্জিন অয়েলের হিসেবে আমার কাছে এর ভিস্কোসিটি বেশ ভালোই লেগেছে। আমি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে রাইড করতে পারি ১২০০ কিলোমিটার। এই ১২০০ কিলোমিটার রাইড করে আমি কোন সমস্যা অনুভব করিনি।

হিটিং ইস্যু ঃএই ইঞ্জিন অয়েল থেকে আমি একটু হিটিং ইস্যু লক্ষ্য করছি । শুরুতে হিটিং সমস্যাটা না থাকলেও যখন ১০০০ কিলোমিটার পার হয় তখন হিটিং ইস্যুটা আমার কাছে বেশি মনে হয়।

গিয়ার শিফটিং ঃগিয়ার শিফটিং নিয়ে আমার কিছু কথা আছে। আমি যখন বাইকটা শুরু দিকে রাইড করি তখন গিয়ার শিফটিং নিয়ে তেমন প্যারা হয় না কিন্তু যখন আমি ১২০০ কিলোমিটারের কাছাকাছি যাই তখন খুব ভালোভাবেই অনুভব করতে পারি যে গিয়ার শিফটিং শক্ত হয়ে যাচ্ছে এবং আমার রাইড করতেও সমস্যা হয়।

Hero 10w30 mineral ইঞ্জিন অয়েল নিয়ে এই ছিলো আমার ব্যবহার অভিজ্ঞতা। আশা করি আপনারা একটি ভালো ধারণা পেয়েছেন এবং যারা এই ইঞ্জিন অয়েল ব্যবহার করতে চান তারা অবশ্যই ব্যবহার করতে পারেন , এটা আমার পরামর্শ থাকলো।

More Reviews On Hero 10W30 Mineral Engine Oil

Hero 10w30 mineral Engine Oil User Review by Abu Raihan-1692615662.jpg
Hero 10w30 mineral ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান
2023-08-21

ইঞ্জিন অয়েল একটি বাইকের ইঞ্জিনের জন্য অতিব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা যারা ইঞ্জিন অয়েল বাইকের জন্য ব্যবহা...

Bangla English
Hero 10w30 mineral Engine Oil User Review by Shofikul Islam-1692609883.jpg
Hero 10W30 মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – শফিকুল ইসলাম
2023-08-21

আমি অনেক আগে থেকেই বাইক রাইড করি এবং বাইক রাইডের সময় আমি লক্ষ্য রাখি বাইকের অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ের প্রতি,যা...

Bangla English