ইঞ্জিন অয়েল ফিল্টার নিয়ে বিস্তারিত কিছু কথা

2022-04-26

ইঞ্জিন অয়েল ফিল্টার নিয়ে বিস্তারিত কিছু কথা


oil filter-1650960927.jpg


বাইকের জন্য খুবই গুরুত্বপুর্ন জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল যা ইঞ্জিনকে লুবরিকেন্ট করে এতে ইঞ্জিনের ক্ষয় রোধ হয় এবং কিছু ক্ষয় হয়ে যাওয়া অংশ অয়েলের সাথে মিশ্রিত হয় এই ক্ষয় হয়ে যাওয়া অংশকে ফিল্টার বা পরিশোধিত করাই হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টারের কাজ, নিম্নে এর কাজ ও ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

• ইঞ্জিন অয়েল ফিল্টার বেশির ভাগ কোম্পানির বাইকেই থাকে, যে সকল বাইকে এটি থাকে তাদের একটি নির্দিষ্ট সময় পর পর এটিকে পরিবর্তন করতে হয়।

• এটি নিয়ে কিছু মনগড়া কথা প্রচলিত আছে ,যেমনঃ মিনারেল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ২০০০/৩০০০ কিলোমিটার পরপর ফিল্টার পরিবর্তন করতে হয়, ফিল্টারের প্রধান কাজ হচ্ছে অয়েল থেকে ক্ষয় হয়ে যাওয়া পদার্থকে পরিশোধিত করা, আপনি যদি প্রতিবার অয়েল ড্রেনের সময় এটিকে পরিবর্তন না করেন তবে পুরানো অয়েল ও এর সাথের ক্ষয় হয়ে যাওয়া অংশ নতুন ইঞ্জিন অয়েলের সাথে মিশে অয়েলের গুনগত মান এর ঘনত্ব ও রঙ নস্ট হয়ে যায় তাই প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেনের সময় অয়েল ফিল্টার সহ পরিবর্তন করার পরামর্শ রইল।

• সবসময় অরিজিনাল অয়েল ফিল্টার ব্যবহার করবেন, বাজারে সকল ব্রান্ডের ডুপ্লিকেট অয়েল ফিল্টার পাওয়া যায়, এর মাঝে অরিজনাল ফিল্টার চিনতে অনেকের সমস্যা হয়, এই জন্য চেষ্টা করবেন কোম্পানির নির্দিষ্ট সার্ভিস সেন্টার থেকে অথবা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে ফিল্টার ক্রয় করার।

• যেসকল বাইকে অয়েল ফিল্টার নেই তারা প্রতি ১০,০০০ কিলো পরপর বাইকের অয়েল স্টেইনার যেটি বাইকের ক্লাচ সাইডে ইঞ্জিনের ভিতরে থাকে তা মেকানিকের কাছে থেকে পরিস্কার করিয়ে নিবেন, এতে করে বাইকের অয়েল সাপ্লাই ঠিক মত কাজ করবে, অয়েল স্টেইনার ইঞ্জিন অয়েল ছাকনির কাজ করে ইঞ্জিন অয়েল ছাকার পড়ে ইঞ্জিন হেড পর্যন্ত পৌছায়, এটি জ্যাম হয়ে গেলে ইঞ্জিন হেড পর্যন্ত অয়েল ঠিকমত পৌছাতে পারে না এতে করে ইঞ্জিন ঠিকমত লুব্রিকেন্ট হয়না, এইজন্য প্রতি ১০,০০০ কিলোমিটার পরপর পরিবর্তন বা পরিস্কার করতে হবে।

• আপনি যেই ইঞ্জিন অয়েলই ব্যবহার করে থাকেন না কেন( মিনারেল, সেমি-সিন্থেটিক, সিন্থেটিক) প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন এর সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন এতে বাইকের ইঞ্জিন স্মুথ ও ইঞ্জিনে ময়লা জমে যাবে না।

বর্তমানে আধুনিক প্রায় সকল বাইকেই অয়েল ফিল্টার থাকে এবং ইঞ্জিন অয়েল পরিবরতনের সাথে সাথে ফিল্টার পরিবর্তন করা অনেক প্রয়োজনীয়, উপরের উল্লেখিত বিষয় মেনে চললে কোনো প্রকার সমস্যা ছাড়াই ইঞ্জিন অয়েল ও ফিল্টার এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন ।

Oil Tips

শীতকালে ইঞ্জিন অয়েল ব্যবহারের টিপস
2024-12-23

শীতকালে ইঞ্জিন অয়েল ব্যবহার এর ক্ষেত্রে কি বিশেষ কোন টিপস আসছে? অনেকের ধারনা শীতকালে ভারি বা হাল্কা ইঞ্জিন অয়েল ...

Bangla English
ইঞ্জিন ফ্ল্যাশ কি এবং কিভাবে করবেন?
2023-07-22

ইঞ্জিন এর ভেতরের পার্টস পরিস্কার এর জন্য অয়েল সময়মত ড্রেন দেয়া প্রয়োজন, কিন্তু বিভিন্ন কারনে আমরা বাইকের মেইন্...

Bangla English
বাইকের কোন কোন পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েল লিক করতে পারে
2023-07-17

ইঞ্জিন অয়েল বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, বাইকের ইঞ্জিনের ভিতরের পার্টস লুব্রিকেট অর্থাৎ পিচ্ছিল...

Bangla English
ইঞ্জিন অয়েলের গ্রেডিং কেন গুরুত্বপুর্ন ?
2023-05-27

একটা সময় ছিলো যখন বাংলাদেশের বাইক ব্যবহারকারীরা ইঞ্জিন অয়েলের ব্যাপারে উদাসীন ছিলো , অর্থাৎ কোন ইঞ্জিন অয়েল বা ...

Bangla English
বাইকে কম বা বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কি সমস্যা হতে পারে
2023-04-25

ইঞ্জিন অয়েল বাইকের জন্য ঘুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিটি বাইকের জন্য তার নির্দিষ্ট পরিমানের ইঞ্জিন অয়েল প্...

Bangla English