গ্রীষ্মকালে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা ভালো

2022-04-04

গ্রীষ্মকালে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা ভালো


summer egine oil-1649064169.jpg

বাংলাদেশ একটি গরম প্রধান দেশ এই দেশে ৭ মাস গরম আবহাওয়া থাকে এবং এই জন্য বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা ভালো। নিম্নে কিছু বিষয় উল্লেখ করা হল যা মেনে চললে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না।


• ইঞ্জিন অয়েল সাধারনত ২ গ্রেডের সংখ্যা হয়ে থাকে এবং মাঝে W থাকে, যথা ঃ 10W40, 20W40, 10W50, ইত্যাদি। এখানে W এর আগের সংখ্যা দ্বারা Winter কে বোঝানো হয়, ইঞ্জিন অয়েল সকল তাপমাত্রায় একই ঘনত্ব থাকে না, অতিরিক্ত গরম তাপমাত্রায় ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যায়, এবং শীতকালে ইঞ্জিন অয়েল অতিরিক্ত ঠাণ্ডায় ঘনত্ব বেড়ে তা জমে যায়।

• অয়েলর ঘনত্ব বেশি হয়ে গেলে তা ইঞ্জিনে সকল পার্টসের মধ্যে দ্রুত ছড়িয়ে যেতে পারবে না এবং ইঞ্জিনে ঘর্ষণ বেড়ে যাবে, এছাড়া অয়েল বেশি তাপমাত্রায় পৌঁছালে তা অধিক পাতলা হয়ে এর কার্যক্ষমতা কমে যায় । তাই বাইকের ইউজার ম্যানুয়ালের W এর পরের সংখ্যা সাথে মিল রেখে W এর আগের সংখ্যা পরিবর্তন করে ব্যবহার করা যায়, যেমনঃ 10W40 এর পরিবর্তে 20W40।


• এছাড়া আপনার বাইক যদি অনেক বেশি ব্যবহার পুরনো হয়ে থাকে এবং ৫০/৬০ হাজার কিলোমিটার এর বেশি ব্যবহার হয়ে থাকে তবে ইঞ্জিনের বেশ কিছু পার্টসের ক্ষয় হয়ে থাকে তখন ইঞ্জিন অয়েল ড্রেন দিলে কিছুটা কম পাওয়া যায়, কারন অনেক দিন ব্যবহারের পর সিলিন্ডার ও পিস্টনের মাঝে একটি গ্যাপ হয়ে যায় তখন ইঞ্জিন অয়েল লিক করার সম্ভবনা থাকে, এই জন্য এক্ষেত্রে ইউজার ম্যানুয়ালে উল্লেখ করা গ্রেড এর চেয়ে এক গ্রেড বেশি ব্যবহার করা যায়, যেমনঃ 10W40 থেকে 10W50, 10W30 থেকে 10W40।

• তবে কখন ও কম গ্রেড এর অয়েল ব্যবহার করবেন না এটি আপনার বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর।

• এছাড়া নতুন বাইকে কখনও ম্যানুয়ালে উল্লেখ ইঞ্জিন্ অয়েল ছাড়া অন্য অয়েল ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র আপনার বাইক যদি ৫০ হাজার কিলোমিটারের অধিক ব্যবহার হয়ে থাকে এবং অয়েল ড্রেন দিলে কম পাওয়া ও ইঞ্জিন ওভার হিট হয়ে থাকে তবেই অয়েল ১ গ্রেড বেশি ব্যবহার করতে পারেন, এছাড়া অয়েলের গ্রেড পরিবর্তনের প্রয়োজন নেই।

• অভারহিট সাধারনত Air cool বাইকে হয়ে থাকে কারন Air cool ইঞ্জিন বাতাসের ম্যাধমে ঠাণ্ডা হয়ে থাকে এবং অতিরিক্ত গরমে পর্যাপ্ত ঠাণ্ডা বাতাস না পেয়ে ইঞ্জিন ঠাণ্ডা হতে পারে না ও একটানা অনেকক্ষণ বাইক চালানো হলে অভারহিট হয়ে থাকে, এক্ষেত্রে ৫০ কিলো একটানা চালানোর পড়ে একটি ১০-১৫ মিনিটের বিরতি নেয়ার পরামর্শ রইল।

উপরে উল্লেক্ষিত বিষয় ও নিয়মাবলী মেনে চললে কোনোপ্রকার সমস্যা হবেনা ও ইঞ্জিন অয়েলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Oil Tips

ইঞ্জিন ফ্ল্যাশ কি এবং কিভাবে করবেন?
2023-07-22

ইঞ্জিন এর ভেতরের পার্টস পরিস্কার এর জন্য অয়েল সময়মত ড্রেন দেয়া প্রয়োজন, কিন্তু বিভিন্ন কারনে আমরা বাইকের মেইন্...

Bangla English
বাইকের কোন কোন পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েল লিক করতে পারে
2023-07-17

ইঞ্জিন অয়েল বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, বাইকের ইঞ্জিনের ভিতরের পার্টস লুব্রিকেট অর্থাৎ পিচ্ছিল...

Bangla English
ইঞ্জিন অয়েলের গ্রেডিং কেন গুরুত্বপুর্ন ?
2023-05-27

একটা সময় ছিলো যখন বাংলাদেশের বাইক ব্যবহারকারীরা ইঞ্জিন অয়েলের ব্যাপারে উদাসীন ছিলো , অর্থাৎ কোন ইঞ্জিন অয়েল বা ...

Bangla English
বাইকে কম বা বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কি সমস্যা হতে পারে
2023-04-25

ইঞ্জিন অয়েল বাইকের জন্য ঘুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিটি বাইকের জন্য তার নির্দিষ্ট পরিমানের ইঞ্জিন অয়েল প্...

Bangla English
ইঞ্জিন ওয়েল ড্রেন দেয়ার সময় কেন কম ওয়েল পাওয়া যায়?
2022-09-13

ইঞ্জিন ওয়েল একটি বাইকের জন্য নিত্য প্রয়োজনীয় ও অতি জরুরী একটি পণ্য, এটি ইঞ্জিনের ভিতরের সকল পার্টসকে লুব্রিকেট ...

Bangla English