
এখন থেকে SPEEDER NSX-165R বাইকে চলছে টেস্ট রাইড সুবিধা এবং সেই সাথে চলছে প্রি বুকিং। আগামী ২৫ শে আগস্ট থেকে চলবে প্রি বুকিং এবং টেস্ট রাইড খুব শীঘ্রই শুরু হবে, টেস্ট রাইডের জন্য আপনাকে তাদের নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
দেশের বাজারে অন্যতম স্টাইলিশ এবং ফিচার সমৃদ্ধ স্পোর্টস বাইক হচ্ছে SPEEDER NSX-165R। স্পীডার খুব গত জুলাই মাসে তাদের এই আকর্ষণীয় বাইকটি বাজারে নিয়ে আসে। ডিজাইনের দিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ১৬৫ সিসির মধ্যে সম্পূর্ণ নতুন ধারণা যুক্ত করেছে। স্পীডার চেষ্টা করেছে বাইকটিকে সেরা ডিজাইনের পাশাপাশি ভালো ইঞ্জিন সরবরাহ করার সেজন্য তারা এই বাইকে ব্যবহার করেছে রয়েছে ১৬৪ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, লিকুইড কুল্ড ফুয়েল ইঞ্জাকশন (এফআই) ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৮ বিএইচপি @ ১০০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১৪.৬ এনএম @ ৮৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম।
এছাড়াও বাইকটিতে স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং, আপসাইডডাউন সাসপেনশন (ইউএসডি), গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০মিমি, হুইলবেজ ১৩৮০ মিমি, সামনের চাকার সাইজ ১১০/৭০-১৭ এবং পেছনের চাকা ১৫০/৭০-১৭, ইউএসবি চার্জিং পোর্ট, টিএফটি মনিটর সহ আরও অনেক সুযোগ সুবিধা।
রাইডারকে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রাইডিং অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং বাংলাদেশের বাজারে স্পীডার তাদের অবস্থা আরও শক্তপোক্ত করার জন্য এই বাইকটি নিয়ে এসেছে। বর্তমানে এই বাইকটি বাংলাদেশের গ্রাহকদের সুবিধার্থে টেস্ট রাইড চালু করেছে এবং পর্যায়ক্রমে এই বাইকটি বাংলাদেশের বাজারে খুবই শীঘ্রই দেখা যাবে।
টেস্ট ড্রাইভের জন্য ফর্মটি যথাযথ পূরন করে সাবমিট করুন। পর্যায়ক্রমে পরবর্তী SMS বা ফোন দিয়ে জানিয়ে দেয়া হবে আপনার নির্ধারিত সময় এবং তারিখ। আগামী ২৫ শে আগস্ট থেকে এই বাইকের প্রি বুকিং কার্যক্রম শুরু হবে। নিচে টেস্ট রাইড ফরম ও প্রি বুকিং এর জন্য কিছু তথ্য দেওয়া হল।
টেস্ট রাইড ফরম- ক্লিক করুন
প্রি বুকিং এর জন্য যোগাযোগ করুন - +8801950-102102
Bajaj is one of the few motorcycle brands that are at the top of the commuter segment in Bangladesh, each of whose models is wel...
English BanglaIn the sports bike segment of Bangladesh, one of the most admired and fast-growing brands is the Thai motorcycle manufacturer GP...
English BanglaThe South Korean motorcycle brand Hyosung has officially entered the Bangladeshi market, bringing with it a highly anticipated l...
English BanglaOne of the few brands that has received a great response from the bike lovers and biker community since the increase in the CC l...
English BanglaBajaj is one of the most well-known motorcycle brands in Bangladesh, one of the reasons for which is the excellent combination o...
English Bangla