Yamaha Banner
Search

১৩ জন ব্যবহারকারীর অভিজ্ঞতায় রানার ডিলাক্স

2021-07-28

১৩ জন ব্যবহারকারীর অভিজ্ঞতায় রানার ডিলাক্স

1627448540_Runner-Deluxe-13-users-opinion.jpg
কমদামে সবচেয়ে ভাল মোটরসাইকেল সরবোরাহকারী বাইক ব্রান্ড হিসেবে বাংলাদেশের বাজারে রানার বেশ নামকরা। বিশেষভাবে যদি উল্লেখ করা হয় তবে বলতে হবে তৃনমুল পর্যায়ে রানারের কমিউটার সেগমেন্টের বেশ কয়েকটি বাইক ব্যাপক জনপ্রিয় আর এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারন হলো উক্ত বাইকের মাইলেজ এবং দীর্ঘস্থায়িত্ব।


৮০সিসি থেকে ১০০সিসি মধ্যে রানারের কয়েকটি স্বনামধন্য মডেল আছে যেগুলির ব্যাপারে ব্যবহারকারীরা প্রায় সবসময়ই প্রশংসার সুরেই আমাদের সামনে তুলে ধরেন।


আর এই ৮০সিসির রানারের বাইকের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা মডেল হলো “রানার ডিলাক্স”। বলে রাখা ভাল যে বাংলাদেশে একও শ্রেনীর বাইকার আছেন যারা সাধারন চলাচলের জন্যে শুধুমাত্র সাধারন বাইকই পছন্দ করেন ঠিক তা না বরং চলেফিরে নড়েচড়ে স্বস্তি পাওয়া যায় এমন একটা মোটরসাইকেলের খোজে আর এই ক্ষেত্রে তাদের পছন্দ তালিকায় শীর্ষে থাকে “রানার ডিলাক্স ৮০সিসি”।


মজার ব্যাপার হলো বাংলাদেশে বর্তমান সময়ে ব্যবসায় সক্রিয় থাকা দুয়েকটি বাদে কোন ব্রান্ডেরই ৮০সিসি ক্যাটেগরিতে কোন বাইক বাইক নেই। আর উল্লেখযোগ্য ব্রান্ডের মধ্যে রানার এখনও একাধিক ৮০সিসি বাইক তাদের পন্য তালিকায় রেখেছে আর রানারের প্রায় প্রতিটা ৮০সিসি বাইকই এই সেগমেন্টের ক্রেতাদের কাছে সমান জনপ্রিয় শুধুমাত্র ডিজাইন এবং কালারের পার্থক্যে যার যেটা পছন্দ সে সেই মডেল কিনে থাকে।


টিম মোটরসাইকেলভ্যালীর কাছে রানার ডিলাক্স ৮০সিসি নিয়ে এখন পর্যন্ত কথা বলেছেন মোট ১৩ জন যাদের মধ্যে প্রায় সবাই ই বলেছেন যে শহরের মধ্যে বা স্বল্প যাত্রায় এবং সহজে বাইকটা চালানোর সুবিধার কারনে রানার ডিলাক্স ৮০সিসি বাইকটা উনারা পছন্দ করেছেন এবং ব্যবহার করছেন।


এখন একনজরে দেখে নেওয়া যাক আমাদের তথ্য দেওয়া ১৩ জনের সকলে কোন বিষয়গুলাকে সবাই ভাল পেয়েছেন যা থেকে আমরা রানার ডিলাক্সের প্রকৃত ভালদিক এবং এই বাইকের ওভারঅল পারফরমেন্সের ব্যাপারে আমরা জানতে পারবো।


প্রথমত সবাই এই বাইকের আরামদায়ক কন্ট্রোল এবং শহরের মধ্যে সহজে বাইকটা চালাতে পারার ব্যাপারে একমত। আকারে ছোট হউয়ায় পথের ভীড় বা খারাপ রাস্তা অথবা স্পীড ব্রেকারের মত বিষয়গুলা নিয়ে না ভাবলেও চলে।


সিটিং পজিশনের আরাম অন্যান্য উচ্চতর ক্ষমতা সম্পন্ন বাইকের থেকেও অনেক ভাল। সিটিং পজিশন সাথে ভালমানের সাসপেনশনের কারনে পথের খারাপ অবস্থাটাও সেভাবে বুঝতে পারা যায় না।


দামের সাথে সামঞ্জস্য নিয়ে ভাবলে এই বাইকের কোনকিছু খারাপ খুজে পাওয়াটা খুবই কঠিন ঠিক তেমনই আমাদের জানিয়েছেন রানার ডিলাক্সের অধিকাংশ ব্যবহারকারী।


অন্যদিকে সকলের মতামতের ভিত্তিতে অভিযোগের কথা বলতে গেলে বেশকিছু বিষয় এখানেও পাওয়া গেছেঃ


প্রথমত সবাই যে ব্যাপারটা নিয়ে বেশি বিরক্ত তা হলো এই বাইকটার মাইলেজ। ৮০সিসি বাইক হিসেবে সবাই ই আশা করবে বাইকটা যেন কমপক্ষে ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়। কিন্তু এই বাইকের মাইলেজের হিসাবটা কেন জানি সবাইকে একটু থমকে দেয় কারন দুই-একজন বাদে সবাই এই বাইক থেকে মাইলেজ পাচ্ছে ৫৫ কিলোমিটার প্রতি লিটার অনেকে তারও কম।


ইঞ্জিনের কার্বুরেটর পারফরমেন্স অনেকটা দুর্বল বলে মনে হয়েছে অনেকের কাছে যদিও সেটা বেশি গতি না উঠালে সেভাবে টের পাওয়া যায় না।


ব্রেকিং সিস্টেম উভয় চাকাতেই ড্রাম ব্রেকিং এর সমন্বয়ে করা হয়েছে কিন্তু ড্রাম ব্রেকিং এ ক্ষেত্রে বাইকটা অনেকটা দুর্বল বলে মনে হয়েছে ব্যবহারকারীদের যা মুলত রানার ডিলাক্সের হালকা ওজনের কারনে অনেক সময় টের পাওয়া যায় না।


সর্বোপরি সবাই এইব্যাপারে একমত হয়েছেন যে দাম বিবেচনা করলে রানার ডিলাক্স বাজারের বর্তমান অন্যান্য ৮০সিসির যেকোন বাইকের থেকে অনেক ভাল সার্ভিস দেয়। কারন তাৎক্ষনিক কোন একটি বাইকের পারফরমেন্স বিবেচনা করে তো আর মন্তব্য করা যায় না একইসাথে একটা বাইক কতটা দীর্ঘসময় ধরে সাপোর্ট দেয় সেটাও খেয়াল করতে হবে সবাইকে। রানারের মত ব্রান্ডের কল্যানে এখনও ভালমানের ৮০সিসি বাইক বাজারে পাওয়া যাচ্ছে যার ওপর ভরসা করে বাইকটা নেওয়া যায় তাছাড়া অন্যান্য যেসকল কোম্পানির ৮০সিসির বাইক এখন পাওয়া যাচ্ছে সেগুলার গুনমান নিয়ে তেমন ভরসা করা যায় না বলেই জানিয়েছেন রানার ডিলাক্সের ব্যবহারকারীরা।

Bike News

Yamaha Presents নববর্ষের ঝড়ো অফার
2024-04-17

Country’s popular motorcycle brand Yamaha has brought a new offer which is called নববর্ষের ঝড়ো অফ...

English Bangla
TVS Bike Price in Bangladesh April 2024
2024-04-17

TVS has become capable of capturing the market very well through their powerful engine-equipped bikes. They have a range of bi...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2024
2024-04-16

Budget-friendly bikes are readily available for customers, and this has been demonstrated by the popular brand Lifan. In the m...

English Bangla
Zontes Bike Price in Bangladesh April 2024
2024-04-15

From the perspective of features, if any brand has enriched its bike more, then it's undeniable that Zontes has done so. Zonte...

English Bangla
GPX Bike Price in Bangladesh Aprill 2024
2024-04-15

The daily new designs and features are the main attractions of GPX bikes. In our country's market, the bikes they currently ha...

English Bangla
Filter